পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBCBJ SBBBBD Dee LL وكانوا 8 উল্লঙ্ঘনকরাতে জাতিভ্রংশবিষয়ে নিত্য অতিসাবধান হইয়া আছেন অতএব আমরা বোধ করি যে এই জনরব সমুদায়ই অমূলক ও অগ্রাহ । তিনি ঈদৃশাবস্থা অর্থাৎ স্ত্রী থাকিতে যদি কোন বিবি সাহেবকে বিবাহ করিতে চেষ্টিত থাকেন তবে আমরা বোধ করি ষে তাহার দৃঢ়তর বিপক্ষের রাগপূর্বক তাহার প্রতি যত গ্লানি তিরস্কারাদি করিয়াছেন সে সকলেরই তিনি উপযুক্তপাত্র বটেন । ( ১০ নবেম্বর ১৮৩২ ৷৷ ২৬ কাৰ্ত্তিক ১২৩৯ ) শ্ৰীযুত রামমোহন রায় —ইঙ্গলগুদেশীয় সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে ইঙ্গলওঁীয় এক বিবি সাহেবকে বিবাহকরণবিষয়ক যে জনরব উখিত হইয়াছিল তাহা মিথ্য জ্ঞাপন করিতে শ্ৰীযুত রামমোহন রায় ভদ্রবোধ করিয়াছেন । 籌

  • ( ১০ নবেম্বর ১৮৩২ ৷ ২৬ কাৰ্ত্তিক ১২৩৯ )

সতীবিষয়ক —১৮২৯ সালের ৪ দিসেম্বরে সতীধৰ্ম্ম অশাস্ত্র ও ফৌজদারী আদালতে দণ্ডাৰ্ছ বলিয়া শ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টঙ্ক গবর্নর জেনরল যে আইন নিৰ্দ্ধারিত করেন তদ্বিরুদ্ধে স্থবে বাঙ্গালা বেহার ও উড়িষ্যার হিন্দু লোকের শ্ৰীশ্ৰীযুত বাদশাহের নিকট যে আপীল করেন তাহা শনিবারে শ্ৰীশ্ৰীযুতের প্রবি কৌন্সেলে উখান হয় অর্থাৎ তদেশীয় গবর্ণমেণ্ট হিন্দুদিগের সতীধৰ্ম্ম নিবারণ করিতে ক্ষমতাবান হন কি না এই গুরুতর ও বহুলোকের অনুশীলিত প্রশ্ন বিচারার্থ বিতণ্ডিত হইল । আপেলান্ট অর্থাৎ হিন্দুরদের সপক্ষে ডাক্তর লসিণ্টন মেং ড্রিঙ্কওয়াটর ও মেং মাকডোগলসাহেবের বিতণ্ডাকারী হইয়া প্রথমে লসিণ্টন সাহেব কহিলেন যে সতীরীতি যথাশাস্ত্র ধৰ্ম্ম ইহার ভূরি২ প্রমাণ হিন্দুরদের বহুশাস্ত্রে লিখিত আছে... । আগামি শনিবারে ইষ্টইণ্ডিয়া কোম্পানির যাওয়াব শ্ৰীযুত সলিসিটর জেনরল সর চার্লস উইদেরল সর এডওয়ার্ড সগডন ও সরজেন্ট স্পেন্ধিপ্রভৃতি দ্বারা শুনানী হইবেক । অপর শ্ৰীযুত রামমোহন রায় ও ভারতবর্ষ সম্বন্ধীয় অনেক মহাশয় ঐ কালীন উপস্থিত ছিলেন । ২৫ জুন । * - ২ জুলাই । - কৌন্সেল আফিসে শনিবারে প্রাতঃকালে শ্ৰীশ্ৰীযুতের হিন্দু প্রজারদিগের আপীল শুনিব কারণ শ্ৰীযুত বাদশাহের প্রিবি কৌন্সেল অর্থাৎ উক্ত কৌন্সেলের সভাপতি শ্ৰীযুত লার্ড চেন্সেলর মেং আফ দি রোলস বোর্ড অফ কান্ত্রোলের সভাপতি ফাষ্ট লার্ড অফ দি এডমাএরেরটি পেমেষ্টর আয় দি ফোরসেস দি মারকুইস ওএলেসলি সর এল সেডওএল সর এইচ ইষ্ট কৌন্সেলে বসিলেন । আনরবিল উলিয়ম বেথরষ্ট প্রিবি কৌন্সেলের ক্লার্ক হইলেন এবং শ্ৰীযুত রাজা রামমোহন রায় পূর্বের ন্যায় লার্ডদিগের নিকট বসিলেন. ।