পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YBBD KBB BBBD Be LLL منابع را 8 সৰ্ব্বাপেক্ষ যাহারা বিজ্ঞবর এবং র্যাহারা ভারতবর্ষে বহুকাল বাস করিয়| এতদেশীয় ভাষায় দৃঢ়তর সংস্কারাপন্ন হইয়াছেন তাহারা সকলই ঐ সোসৈটির অন্তঃপাতী। : শ্ৰীযুত রাজা রামমোহন রায় উক্ত সোসৈটির অধ্যক্ষ শ্ৰীযুত হেনরি তামস কোলব্রুক সাহেবকে সোসৈটির কৃতজ্ঞতা স্বীকার করত কহিলেন যে শ্ৰীযুত কোলব্রুক সাহেবের স্বাভাবিক গুণ ও আচার ব্যবহারবিষয়ে আমার যেমন ভদ্রত্ব জ্ঞান আছে তাহ এইক্ষণে অবশ্য প্রস্তাব্য হইয়াছে ফলতঃ আমি কহিতে পারি যে ঐ পরম মান্য শ্ৰীযুত সাহেব তাবল্পোক কতৃক যেমন আদৃত তাদৃশ অন্য কোন ব্যক্তিকে জানা যায় নাই। রাজা আরো কহিলেন যে বিজ্ঞতম হিন্দুরদের বহুকালাবধি এমত বোধ ছিল যে ইউরোপীয়েরা কখন সংস্কৃত বিদ্যাবিষয়ে গাঢ় সংস্কারাপন্ন হইতে পারেন না কিন্তু হিন্দুরদের উত্তরাধিকারিত্ব নির্ণায়ক সৰ্ব্বাপেক্ষ যে দুই গ্রন্থ প্রামাণিক দায়ভাগ ও মিতাক্ষরা তাহা শ্ৰীযুত সাহেব অনুবাদ করাতে প্রথমতঃ বোধ হইল যে হিন্দুরদের ঐ জ্ঞান মিথ্যা এবং ভারতবর্ষীয় লোক যেমন সংস্কৃত বিদ্যায় সংস্কারপন্ন হন ইউরোপীয়েরাও তেমনি হইতে পারেন । অপর শ্ৰীযুত রাজা শ্ৰীযুত কোলব্রুক সাহেবের অস্বাস্থ্যের বিষয়ে অনেক বিলাপোক্তি প্রকাশ করিয়া কহিলেন যে আমি ইঙ্গলগুদেশে পহুছিয়া দেখিলাম যে সাহেব অত্যন্ত অসুস্থ ও ক্ষীণ তথাপি ভরসা ছিল যে মুক্ত হইতে পারিবেন কিন্তু তাহ না হইয়া এইক্ষণে পূৰ্ব্বাপেক্ষ অস্বাস্থ্য বৃদ্ধি হইতেছে। পরে ঐযুত রাজা কহিলেন যে যদ্যপিও কোলক্ৰক সাহেব অঙ্গরামর নহেন এবং তিনি যে চিরকাল বঁচিবেন এমন ভরসা নাই তথাপি তিনি অবৰ্ত্তমান হইলেও তাহার গ্রন্থ জীবিত থাকিবে এবং তাহার কীৰ্ত্তি ও সন্ত্রম শত২ বর্ষ বিরাজমান থাকিবে । তথাপি ভরসা হয় যে এই যাত্র তিনি রক্ষা পাইবেন এবং পূৰ্ব্বে যেমন লোকের উপকার করিয়াছেন পুনৰ্ব্বার তদ্রুপ উপকার করিবেন । পরিশেষে রাজাজী এই প্রস্তাব করিলেন যে এই সোসৈটির অধ্যক্ষ শ্ৰীযুত হেনরি তামস কোলক্রক সাহেবের নিকটে সোসৈটি স্বীয় বাধ্যতা স্বীকার করিতেছেন এবং তাহার নিয়ত আত্যস্তিক পীড়ার নিমিত্ত অত্যন্ত খেদিত আছেন । অনন্তর শ্ৰীযুত বেলি সাহেব এই প্রস্তাবের প্রতিপোষকতাস্বচক কহিলেন যে উক্ত শ্ৰীযুত সাহেবের বিষয়ে রাজা রামমোহন রায় যাহা কহিয়াছেন তাহাতে আমার সম্মতি আছে তিনি যেমন সকল লোকের সমাদৃত তদপেক্ষ অধিক সমাদৃত কোন ব্যক্তিকে আমি জ্ঞাত নহি । s পরে সকলই ঐ প্রস্তাবে স্থসন্মত হষ্টলেন । ( ২২ জানুয়ারি ১৮৩৪ । ১০ মাঘ ১২৪০ ) { রাজা রামমোহন রায় —বোম্বাই দৰ্পণসম্পাদক লেখেন যে তিনি এই জনশ্রুতি শ্রত হইয়াছেন যে সংপ্রত্যাগত ইঙ্গলগুহইতে এক লিপির দ্বারা বোধ হইতেছে যে রামমোহন