পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8yS שהבדל রায়ের এতদ্দেশের গবর্নর জেনরলের ব্যবস্থাকারি কৌন্সেলের কার্য্যার্থ নিযুক্ত হওনের সম্ভাবনা আছে। পাঠক মহাশয়েরদের স্মরণ থাকিবে ষে চার্টরের নিয়মক্রমে ঐ কৌন্সেলের কাৰ্য্য নির্বাহাৰ্থ পাচ জন নিযুক্ত হইবেন তন্মধ্যে চারি জন কোম্পানি বাহাদুরের চাকর তদ্ভিন্ন সাধারণ এক জন । ( ১২ ফেব্রুয়ারি ১৮৩৪ ৷ ২ ফাঙ্কন ১২৪০ ) রাজা রামমোহন রায়ের মৃত্যু —আমরা অত্যন্ত খেদপূর্বক জ্ঞাপন করিতেছি যে গত শনিবারে রাজা রামমোহন রায়ের মৃত্যুসম্বাদ কলিকাতায় পছছে। তিনি কিয়ৎকালাবধি পীড়িত হইয়া ইঙ্গলগু দেশের বৃশ্চলনগরের নিকটে অবস্থিতি করিতেছিলেন সেইস্থানে অতিবিজ্ঞ চিকিৎসক সাহেবেরা চিকিৎসাতে বিলক্ষণ মনোযোগ করিলেও গত ২৭ সেপ্তেম্বর তারিখে র্তাহার লোকান্তর হয় । ( ২৬ ফেব্রুয়ারি ১৮৩৪ । ১৬ ফণজ্বন ১২৪০ ) রাজা রামমোহন রায়ের ষ্টেপণ্টনস্থানে এক উদ্যানের মধ্যে কবর হইয়াছে র্তাহার পোষ্যপুত্র ও ভৃত্যবর্গ ও ইঙ্গলওঁীয় কএক জন সাহেব তৎসময়ে উপস্থিত ছিলেন । ( ১ মার্চ ১৮৩৪ । ১৯ ফণজ্বন ১২৪ • ) রাজা রামমোহন রায়ের মৃত্যু সম্বাদ । কুমারিক খণ্ডমধ্যে বিদ্যাসিন্ধু ছিল । কালরূপ ভাস্করের করে সুখাইল ॥ বেদান্ত শাস্ত্রের অন্ত নিতাস্ত এবার । স্তন্ধ হইয়া শব্দ শাস্ত্র করে হাহাকার ॥ অলঙ্কার হইলেন আকাররহিত । দর্শন দর্শিত হীন হইল নিশ্চিত ॥ বেদ উপনিষদের ঘুচিল সূচনা। যন্ত্রণাযন্ত্রিত অন্য অন্য শাস্ত্র নানা ॥ ইঙ্গলওঁীয় শাস্ত্রে আর আরবি পারসি । না রহিল পারদর্শি অন্য এতাদৃশি ॥ ব্ৰহ্ম উপাসকগণ আচাৰ্য্যবিহীন । হায় হিন্দুস্থান দেশ হইল নেত্ৰ হীন । পাণ্ডিত্য দেখিয়ে যারে সর্বশাস্ত্রে অতি । রাজা রামমোহন বলি বাখানে ভূপতি ॥ ૭૨