পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఫిy মংবাদপত্রে সেকালেৰ কথt নিকটে উপস্থানপূর্বক কহিলেন যে ব্রিটিস গবর্ণমেণ্ট আপনকার বৃত্তি বার্ষিক ৩ লক্ষ টাকাপৰ্য্যস্ত বৰ্দ্ধিত করিতে নিশ্চয় করিয়াছেন পরে ঐ সম্বাদসূচক যে পত্র প্রাপ্ত হইয়াছিলেন তাহা অম্বুবাদ করিয়া বাদশাহকে জ্ঞাপন করিলেন । অতএব শ্ৰীযুত বাদশাহের উকীলস্বরূপ শ্ৰীযুত রাজা রামমোহন রায় যে বিলায়তে গমন করিয়াছেন তাহার যাত্র নিষ্ফল কহ যাইতে পারে না বরং তাহাতে বাদশাহবংশ্বের উপকার দর্শিয়াছে । ( ১ জানুয়ারি ১৮৩৪ । ১৯ পৌষ ১২৪০ ) রাজা রামমোহন রায় —২০ আগস্ত তারিখের রাজা রামমোহন রায়ের এক পত্রে লেখে ষে দিল্লীর শ্ৰীযুত বাদশাহের দরবারের খরচের নিমিত্ত এইক্ষণে বৎসরে ষে ১২ লক্ষ ੇ। দিতেছেন তদতিরিক্ত আর ৩ লক্ষ টাকা শ্ৰীযুত আনরবল কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরা দিতে স্বীকৃত হইয়াছেন এইক্ষণেও রাজা রামমোহন রায়ের এই দাওয়া অাছে যে র্তাহার বিলাতে গমনের খরচ কোম্পানি দেন । ( ৫ মার্চ ১৮৩৪ ৷ ২৩ ফণজ্বন ১২৪০ ) দিল্লী —অবগত হওয়া গেল যে রাজা রামমোহন রায়ের মৃত্যু সম্বাদ যখন দিল্লীর বাদশাহের দরবারে পছছিল তখন দরবারস্থ তাবল্লোক একেবারে হতাশ হইলেন বিশেষতঃ শ্ৰীযুত যুবরাজ মির্জা সিলিং ও র্তাহার পক্ষীয় লোকেরা কহিলেন যে ইহার উদ্যোগক্রমে আমারদের বার্ষিক ষে তিন লক্ষ টাকা বৃদ্ধি সম্ভাবনা ছিল এইক্ষণে সে ভরসা গেল। কিন্তু তদ্বিষয়ে কিঞ্চিম্মাত্রও ভয় নাই যদ্যপি ব্রিটিস গবর্ণমেণ্ট উক্ত সংখ্যক টাকা দিতে অঙ্গীকার করিয়া থাকেন তবে যে ব্যক্তির উদ্যোগে অঙ্গীকৃত হইয়াছিলেন এইক্ষণে র্তাহার মৃত্যু হইয়াছে বলিয়া কখন অপহৃব করিবেন না । ( ২৫ জুন ১৮৩৪ । ১২ আষাঢ় ১২৪১ ) -: দিল্লীর বাদশাহের বৃত্তি —.আমরা কোন ইউরোপীয় সম্বাদপত্রের দ্বারা অবগত হইলাম যে রাজা রামমোহন রায় দিল্লীর বাদশাহের যে ৩ লক্ষ টাকাপৰ্য্যস্ত বৰ্ত্তন বৰ্দ্ধন করিয়াছিলেন তাহাতে কোন ব্যক্তি বাদশাহকে ঐ টাকা হেয় জ্ঞান করিতে এমত কুপরামর্শ দিয়াছেন ষে তিনি তাহা কদাচ লইবেন না। o w ( ৮ অক্টোবর ১৮৩৪ ৷ ২৩ আশ্বিন ১২৪১ ) শ্ৰীযুত দিল্লীর বাদশাহ —ইঙ্গলিসমেন পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে শ্ৰীযুত দিল্লীর বাদশাহ অনেককালের পর যে নিয়মে গবর্ণমেণ্ট ইহার পূৰ্ব্বে তাহার জীবিকা বার্ষিক ৩ লক্ষ