পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(too リエ帝 গাত্রে লোকালেৰ Յի Չի রায়ের পুত্র দিল্লীতে এই অঙ্গীকৃত বিষয় সিদ্ধকরণের চেষ্টায় আছেন ভরসা হয় যে তাহাতে কৃতকাৰ্য্যও হইবেন । বৰ্দ্ধমান-রাজের সহিত রামমোহনের (মাকদ্দমা ( ১৫ ডিসেম্বর ১৮৩২ । ২ পৌষ ১২৩৯ ) রাজা রামমোহন রায়ের নামে বৰ্দ্ধমানের মহারাজের মোকদ্দম। —রাজ রামমোহন রায়ের পক্ষে সদর দেওয়ানী আদালতে যে ডিক্ৰী হইয়াছে তাহার অনুবাদ দর্পণের এক স্থানে অর্পণ করিলাম তাহ পাঠ করিতে পাঠক মহাশয়েরদের স্পৃহা হইতে পারে। সদর দেওয়ানী আদালত । কলিকাতার প্রবিন্স্যল আপীল আদালত । # শ্ৰীযুত রাটরি সাহেবের সমক্ষে । - ১৮৩১ সাল ১০ নবেম্বর । মহারাজ তেজশ্চন্দ্র আপেলান্ট ফরিয়াদী রামমোহন রায় ও গোবিন্দপ্রসাদ রায় রিস্পণ্ডেণ্ট আসামী । w - দাওয়া । মহালের রাজস্বের বাকি বলিয়া কিস্তিবন্দি খত স্বদসমেত ১৫০ ০২ টাকা । রামকান্ত রায়ের উত্তরাধিকারী আসামীরদের নামে ফরিয়াদী উক্ত দাওয়ার বিষয়ে ১৮২৩ সালের ১৬ জুন তারিখে কলিকাতার প্রবিনস্তল আপীল আদালতে নালিশ করেন। নালিশের কারণ এই ৷ আসামীরদের পিতা ও পিতামহ রাধানগরের রামকান্ত রায় ফরিয়াদীর স্থানে এক জমীদারীর ইজারা লন পরে বলিয়া ও বাগদী প্রভৃতি পরগণার জমা বাকি পড়াতে তাহার ৭৫০১ টাকা দেন হইল ঐ টাকা বাঙ্গালা ১২০৪ সালের ১৫ আশ্বিনে কিস্তিবন্দি করিয়া দিতে অঙ্গীকার করিয়া এক কিস্তিবন্দি খত লিখিয়া দেন এবং তাহাতে জিলা বৰ্দ্ধমানের জজ ও রেজিষ্টরসাহেব এবং হুগলির শ্ৰীযুত সি বুরুস সাহেব স্বাক্ষর করেন কিন্তু রামকান্ত রায় ঐ টাকা না দিয়া বাঙ্গালা ১২১০ সালে পরলোকগত হন এইক্ষণে ঐ দেনা আসল ও স্বদসমেত ১৫০০২ টাকা হইয়াছে । আসামীরা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু ঐ টাকা শোধকরণের কিছু বন্দোবস্ত করিবেন না এইপ্রযুক্ত ফরিয়াদী তাহাদের নামে নালিশ করেন । & 事 তাহাতে রামমোহন রায় এই উত্তর করেন যে কোন সময়ে ও কিনিমিত্তে কিস্তিবন্দির খতে সহী হয় ইহার কিছুমাত্র আমি জানি না। আমার ৮ পিতাঠাকুর রামকান্ত রায় সম্পন্ন ব্যক্তি ছিলেন যদ্যপি রাজস্বের বাকীবিষয়ে ফরিয়াদীর কোন দাওয়া থাকিত তবে আমার স্থানে