পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমগঞ্জ - άο Φ করিয়াছিলেন তাহা সপ্রমাণার্থ যে দুই সাক্ষিকে উপস্থিত করিয়াছেন তাহারদের সাক্ষ্য বিশ্বাসের যোগ্য নহে তিনি কহেন যে সাতাইশ বৎসরাবধি রামমোহন রায় পিতার সম্পত্তিতে অধিকারী হইয়াছেন তথাপি র্তাহার উপর কখন কোন দাওয়া হয় নাই। কিস্তিবন্দী খতে স্বদের প্রসঙ্গও নাই অতএব স্বদ দেওয়া কখন হইতে পারে না । দুই জন সাক্ষী এমন সাক্ষ্য দিয়াছে যে বাঙ্গালা ১২১১ ও ১২১৬ সালের মধ্যে ঐ টাকার দাওয়া হইয়াছিল বটে কিন্তু ১২১৬অবধি যে ১২৩০ সালে এই মোকদ্দমা প্রথম উপস্থিত হয় তৎপৰ্য্যন্ত চৌদ্দ বৎসর গত হয় । আইনঅনুসারে বার বৎসর অতীত হইলেই কোন মোকদ্দম গ্রাহ হইতে পারে না এইপ্রযুক্ত ফরিয়াদীর মোকদ্দমা খরচাসমেত ডিসমিস হইল । তাহাতে ফরিয়াদী সদর দেওয়ানী আদালতে তাহার আপীল করেন । ঐ আদালত এই মোকদ্দমার তাবদ্বিবরণ অতিসূক্ষরূপ বিবেচনাপূর্বক এই হুকুম করিলেন । আদ্যকার তারিখের রুবকারীতে নং ৩০ ০৪ মোকদ্দমায় প্রবিনস্তল আদালতের ডিক্ৰী মঞ্জুরকরণের যে কারণ দর্শান গিয়াছে সেই কারণ সকল এই মোকদ্দমার উপরেও খাটে অতএব ঐ২ হেতুতে প্রবিনস্তল আদালতের ডিক্ৰী মঞ্জুর হইল এবং উভয় আদালতের খরচাসমেত আপেলান্টের মোকদ্দমা ডিসমিস হুইল । ( ১২ মার্চ ১৮৩৬ ১ চৈত্র ১২৪২ ) রামমোহন রায়ের পুত্ৰ –শুনিয়া পরমাপ্যায়িত হওয়া গেল যে বোর্ড কন্ত্রোলের অধ্যক্ষ শ্ৰীযুত সর জন হব হেস সাহেব ৮ রামমোহন রায়ের পুত্রকে ঐ আপীসে ক্লার্ক পদে নিযুক্ত করিয়াছেন । । ( ২১ মে ১৮৩৬ ৯ জ্যৈষ্ঠ ১২৪৩ ) /রামমোহন রায়ের পুত্রের উচ্চপদ –কিয়ংকাল হইল / রামমোহন রায়ের যে পুত্র বোর্ড কম্রোলে মুহুরীর পদে নিযুক্ত হইয়াছিলেন তিনি এইক্ষণে শ্ৰীযুত সর জন হবহোঁস সাহেবকর্তৃক কোম্পানির কেরানিপদে নিযুক্ত হইয়াছেন। যে পদের দ্বারা ক্রমশঃ ভারতবর্ষের গবর্ণমেণ্টের উচ্চ পদ প্রাপ্তি এবং একেবারে ব্রিটিস ভূম্যধিকারি প্রধান ব্যক্তিরদের তুল্যরূপে গণ্যত হয় এমত যে মহাপদ তাহা এতদেশীয় লোককে এই প্রথম প্রদত্ত হইল। এই যুব ব্যক্তি যখন বোর্ড কন্ত্রোলে কৰ্ম্ম করিতেছিলেন তখন তীক্ষু বুদ্ধিপ্রকাশ ও স্বাভাবিক গুণ ও উদ্যোগের দ্বারা স্বীয় কাৰ্য্য এমত নিৰ্ব্বাহ করিয়াছিলেন যে তত্রস্থ প্রধান ব্যক্তিকতৃক অতিপ্রশংস্ত হইয়াছেন । দি ওয়াচম্যান জানুয়ারি, ১৪ ।