পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মেঙ্কালের কথা ولا a ) রদ বা মতান্তরকরণের আমি কোন উপযুক্ত হেতু দেখি না অতএব ভারতবর্ষে তাহার প্রতি কারহওনে হতাশ হুইয়া ঐ ভূমিভোগিব্যক্তির বাবু রামরত্ব মুখোপাধ্যায়কে আপনারদের মোশ্বতারের ন্যায় কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের হজুরে প্রেরণ করেন এবং মুখোপাধ্যায় লণ্ডননগরে পন্থছিয়া তাহারদের দরখাস্ত সবিনয়ে উক্ত কোর্টে নিবেদন করিলেন কিন্তু কোর্টের সাহেবের তদ্বিষয়ে কিছুমাত্র বিবেচনা না করিয়া এবং তাহারদের নিকটে যে নালিসের প্রস্তাবকরণার্থ তাহারদের এক জন ভারতবর্ষীয় প্রজা স্বদেশীয় লোকেরদের হিতার্থ স্বীয় বাটী পরিজনাদি ত্যাগ করিয়া সাত হাজার ক্রোশ বিদেশ গত হইয়াছিলেন তাহার প্রস্তাবিত বিষয় সমূলক কি অমূলক ইহার কিছু তত্ত্বাবধারণ না করিয়া এইমাত্র উত্তর দিলেন যে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের কৃত কার্য্যের বিষয়ে ভিন্ন২ লোকেরদের দরখাস্ত যদ্যপি ঐ গবর্ণমেণ্টের দ্বারা কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের নিকটে প্রেরিত না হয় তবে কোর্টের সাহেবেরদের তাহ গ্রাহকরণের রীতি নাই । ..--বোম্বাই দর্পণ । # ( ৯ অক্টোবর ১৮৩৩ । ২৪ আশ্বিন ১২৪০ ) ইঙ্গলণ্ডদেশে রামরত্ব মুখোপাধ্যায় প্রেরণ করণ –.গত সোমবারের হরকরা পত্রে ঐ আইন রদহওনের প্রার্থনা করণার্থ শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুর কৌন্সেলে বেহার ও উড়িষ্যা বঙ্গদেশ নিবাসিরা যে দরখাস্ত দিয়াছিলেন সেই দরখাস্ত এবং কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের নিকটে বাবু রামরত্ব মুখোপাধ্যায় যে লিখন পঠন করেন তাহ প্রকাশিত হইয়াছে কিন্তু মুখোপাধ্যায় বাবু যে কোন সময়ে এতদ্দেশহইতে যাত্রা করেন তাহ প্রকাশিত নাই অতএব তাহা অষ্ঠপৰ্য্যন্তও আমরা জ্ঞাত হইতে পারি নাই । ( ১৯ অক্টোবর ১৮৩৩ । ৪ কাৰ্ত্তিক ১২৪০ ) বিলাতগামি ঐরামরত্ব মুখোপাধ্যায়ের বিষয় ।—.এপ্রদেশহইতে রামরত্ব মুখোপাধ্যায় যে বিলাত গমন করিয়াছেন এমত কথা আমরা শুনি নাই রামরত্ব মুখোপাধ্যায় এই নাম বাঙ্গালিভিন্ন অন্য দেশীয়ের নহে ইহা নিশ্চয় বটে কিন্তু বাঙ্গালি ব্রাহ্মণের মধ্যে এমত কুল প্রদীপ কেহ জন্মেন নাই যে বিলাত গমন করেন কেবল রামমোহন রায় ভিন্ন দ্বিতীয় ব্যক্তি অদ্যাপি দৃষ্টি বা শ্রবণগোচর হয় নাই অপর আমরা কএক সপ্তাহঅবধি বিশেষ অনুসন্ধান করিলাম কেহই কহিতে পারিলেন না তৎপরে নানা স্থানের জমীদারপ্রভৃতিকে আমরা পত্র লিখিয়াছিলাম যদ্যপি এতাদৃশ আরজীতে কেহ স্বাক্ষর করিয়া থাকেন তাহাও কেহই স্বীকার করিলেন না এবং সকলেই কহেন যে বিলাত প্রেরণার্থ সতীর পক্ষ আরজী আর কলনিজেসিয়ানের বিরুদ্ধে এক আরজীতে আমরা স্বাক্ষর করিয়াছিলামমাত্র আর কিছুই স্মরণ হয় না অতএব এই প্রকার অনুসন্ধান দ্বারা বোধ হইল হিন্দু ধাৰ্ম্মিকগণের মধ্যে এমত আরজী প্রস্তুত হয় নাই এবং রামরত্ব মুখোপাধ্যায়নামক কোন ব্যক্তি বিলাত গমন করেন নাই ।