পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা १¢ ও শ্ৰীযুত মেজর বরলণ্টন সাহেব ও কাপ্তানদ্বয় মাসল সাহেব ও বিণ্ট সাহেব ও শ্ৰীযুত কর্ণল ইয়ং সাহেব ও শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত কুমার সত্যচরণ ঘোষাল ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও শ্ৰীযুত বাবু রসময় দত্ত ও ঐযুত বাৰু অভয়াচরণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি । আদৌ সেক্রটরী সদরলগু সাহেব কতৃক পুস্তকচয় পরীক্ষোত্তীর্ণ ছাত্রগণকে প্রদান করিলেন তৎপরে অধোলিখিত বিবিধ গ্রন্থদ্ভূত প্রকরণ সুচারুরূপে শিষ্যগণ বক্তৃতা করণে সভ্যসকল মহানন্দিত হইলেন। তদষথারূপক । গুলাব পুষ্প । শ্ৰীভূবনমোহন ঠাকুর । খদ্যোত কীট। শ্ৰীমোহন মুখয্যে । ফেকেনহেম নামক উপভূত। শ্ৰীমতিলাল বসাক । বংশী । শ্রীরাজেন্দ্রনারায়ণ মিত্র । সর্বালাম । শ্ৰীশ্ৰীনারায়ণ বস্থ । হেনরী পঞ্চম রাজার বক্তৃত তাহার সেনাপ্রতি । শ্ৰীশ্যামাচরণ বস্থ । কিং রিচার্ড রাজার দুর্গে আত্মকথন । শ্রীরাজেন্দ্রনাথ বস্থ । কাটোর আত্মকথন । শ্রীহরিনারায়ণ পাল । সর সিমন ও হাজ । শ্ৰীগোপালনাথ মুখয্যে । হেমলেটের আত্মকথন নিধন বিষয়ে । শ্ৰীঅভয়াচরণ বসু । প্রথম ও দ্বিতীয় শ্রেণীস্থ সাকল্য বালক সভার সম্মুখে যথাক্রমে দণ্ডায়মান হইলে শ্ৰীলশ্ৰীযুত লার্ড বিসোপ সাহেব ও শ্ৰীযুত সৰ্ব ই, রাএন সাহেব ও শ্ৰীযুত মাঙ্গলস্ সাহেব ও শ্ৰীযুত সদয়লগু সাহেব যে সকল কূটপ্রশ্ন করেন তদুত্তর বিলক্ষণ তাহারা প্রদান করেন । * পরিশেষে সরু এডবার্ড বালকদিগকে উপলক্ষে কিয়ং ভরসাজনিক কথা স্বব্যক্তপূৰ্ব্বক কহিলেন যে যদিও আগামী বর্ষে প্রদানীয় গ্রন্থের সংখ্যা নূ্যন হইবেক তথাপি জেনরেল কমিটি আফ, পবলিক ইনষ্ট্রকসন হইতে তমূল্য অপেক্ষাকৃত বৃদ্ধি হইবেক যাহাতে পাঠার্থিগণ বহুমূল্য পুস্তক স্ব২ গৃহে পাঠ আলোচনা কারণ প্রাপ্ত হইবেন। এই সভা সাড়ে ১২টার সময় ভঙ্গ হয় । উক্ত বাসরীয় রজনীযোগে কালেজ সন্নিহিত স্থানে অপুৰ্ব্ব অগ্নিক্রীড়া বৰ্ত্তমান এবং পূৰ্ব্বশিক্ষিত বালকগণকর্তৃক কেবল চাদার দ্বারা ব্যয় সঙ্কলনে অদ্বরাত্ৰি পৰ্য্যন্ত স্থদুখ ও উত্তমরূপে পর্য্যবসান হইল । -