পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्षणदेि Goዓ দেবতাতুল্য হইয়া প্রকাশমান হইবায় অন্য এক জন তাহার গোদ পূজা করিতেছিল এবং সং দেখিয়া বড়ই হাসির ধূম পড়িল কিন্তু দেবপূজা করেন যে হিন্দু তিনি কিরূপে গোদ পূজা করিলেন তাহা আমরা বলিতে পারি না কিন্তু ঐ সংটা প্রকৃত গণেশের স্যায় সাজাইয়াছিল। পদপূজা তামাসার শেষ হইলে যাহার এই মহোৎসবোপলক্ষে ক্ষুদ্র২ বস্তু লইয়া রাস্তায় ফিরি করিয়া বিক্রয় করিতেছিল তাহারদের এবং দর্শক লোকেরদের মধ্যে চাপড়াচাপড়ি মারামারি বড়ই পড়িয়া গেল কিন্তু তাহারদের লম্বা অথচ শ্বেতবর্ণ গোপ দৃষ্টি করিয়া তাহারা যে কৰ্ম্মের কৰ্ম্মী তাহা অামারদের বোধ হইল যে তামাসা দেখিয়া আমরা অধিকন্তু আহলাদিত হইলাম তাহ এপর্য্যন্ত বর্ণিত হয় নাই কিন্তু ভণ্ড তপস্বী এবং যে সকল প্রবঞ্চকেরা লোককে দেখাইবার জন্য বড়ই পূজা ও ভজনা করিয়া থাকে তাহারদের এই বিষয় বিশেষ অবধারণ করা উচিত ছিল । একখান চিত্র বিচিত্র করা ডাণ্ডিওয়ালা তক্তার উপর এক জন ধ্যান করিতেছিল তাহা বেহার লোকে স্কন্ধে করিয়া লইয়া যায় এবং সে মাল জপিতেই বেহরিার তাহাকে চারি দিগে ফিরাইতে লাগিল এবং তাহার দৃষ্টি কেবল চতুৰ্দিগস্থ স্ত্রীলোকের উপরই। ঐ ভক্তিযোগির নয়ন একবার বারান্দাস্থ স্ত্রীলোকরূপ দেবীর প্রতি একবার স্বীয় বরদাতা দেবতার প্রতি অতএব সংটার বড়ই তামাস হয়। ঐ ভাক্তলোকধারি তক্তারামা এমন স্থদূতরূপে ঘূর্ণিত হয় যে তাহাতে তাহার মুখ একবার এদিগ একবার ওদিগ দেখা গেল তৎপরে বৈরাগির দল আসিল । আমারদের ইউরোপীয় পাঠক মহাশয়ের বৈরাগির অর্থ না বুঝিতে পারিবেন তাহ এই যে হিন্দু সন্ন্যাসি সাংসারিক ধৰ্ম্ম ত্যাগপূর্বক কেবল যোগে মগ্ন হন ঐ সং একটা মালার থলি হস্তে গ্রহণ করিয়াছিল । তাহার কপালে বক্ষঃস্থলে এবং উভয় বাহুতে নানা ছাপায় চিহ্নিত ছিল এবং রোমাণ কাতালিক পুরোহিতের ন্যায় তাহার মস্তকে চুলের ঝুটি এবং যোদ্ধারা যেমন রাগাম্বিত হইয়া আস্ফালন করে ও তাহারদের মস্তকে পালক উড়িতে লাগে সেইপ্রকার সে এদিগ ওদিগ ফিরিতে লাগিল। বৈরাগী স্বগীয় অস্ত্রধারী হইয়া নিত্যানন্দধামে গমনোদ্যত। তাহার দেবতার নাম মোক্ষসুখ । সাংসারিক লোভইত্যাদি ত্যাগ করিয়াছে এইপ্রকার শস্ত্রধারীও বিবিধরুপে প্রস্তুত হইয়া স্বর্গে গমন না করিয়া রাস্তারূপ স্বর্গে আসিলেন । যোগবাক্যে বিরত ঐ বৈরাগিগণের মধ্যে এক জন এমত এক প্রস্তাব করিলেন যে সে অতিমনোরঞ্জক ইহাতে র্তাহার সহিত কোলাকোলি আলিঙ্গনাদি হইল তাহাতে তাবল্লোকের হাসিতে ও তাহারা আপনারদের পরমাহলাদে আপনার নিমগ্ন —জানান্বেষণ । - ( ১২ মে ১৮৩৮ ৷৷ ৩১ বৈশাখ ১২৪৫ ) ...আমি এই বার কোন স্থানে দুইমোচ যোজিত একটা চড়ক গাছে চারিজন সংন্যাসিকে ঘুরিতে দেখিলাম তাহার মধ্যে এক জন মহাদেবের ন্যায় বেশ ভূষা করত: পদদ্বয়ে বাণ ফুড়িয়া উৰ্দ্ধপদে অধঃশিরে নিৰ্ণিমেষাক্ষ হইয়া ঘুরিতেছে। আরও বারুণীপানোন্মত্ত হইয়া বারংবার