পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম (ఫిలి ( ২৪ জুলাই ১৮৩০ । ১০ শ্রাবণ ১২৩৭ ) বিবাহে ঘটক কুলীন বিদায় —চু চূড়ানিবাসি প্রযুত বাৰু বিশ্বম্ভর হালদারের কন্যার শুভবিবাহের সমৃদ্ধি পূৰ্ব্বে প্রকাশ করিয়াছি পরন্তু কুলাচাৰ্য্য ও কুলীনের বিদায়ের বৃত্তাস্ত জ্ঞাত না হওয়াতে প্রকাশ হয় নাই এইক্ষণে জ্ঞাত হইলাম ঐ বিবাহে কুলাচার্য্যের প্রধান দান ১৬ ষোল টাকা মধ্যম দান ১২ বারো টাকা নূ্যন দান ৮ আট টাকা। এই রীতি ক্রমে পাচ শত কুলাচাৰ্য্যকে বিদায় করিয়াছে এবং কুলীনের বিদায় প্রত্যেকে ২০ বিংশতি টাকা দিয়াছেন এবং উক্ত সম্প্রদান ব্যক্তিরদিগের প্রত্যেককে ১ এক মোন ভোজ্য অর্থাৎ সিধা দিয়াছেন পরস্তু কুলাচাৰ্য্যাধ্যক্ষ শ্ৰীযুত রামলোচন কবিভূষণ মহাশয়কে দুই শত টাকা এক জোড়া উত্তম শাল ও এক জোড় গরদবস্ত্র এই সকল বস্তু পারিতোষিক দিয়াছেন । - ( ১১ ডিসেম্বর ১৮৩০ । ২৭ অগ্রহায়ণ ১২৩৭ ) সমারোহপূর্বক বিবাহ –বাৰু নীলমণি মল্লিকের দত্তক পুত্ৰ শ্ৰীযুত বাবু রাজেন্দ্র মল্লিকের সহিত শ্ৰীযুত বাৰু রূপলাল মল্লিকের কন্যার শুভ বিবাহ গত ৫ অগ্রহায়ণ সোমবার হইয়াছে শুনিতে পাই রাজেন্দ্র বাবু অপ্রাপ্ত ব্যবহারতাপ্রযুক্ত র্তাহার পিতৃদত্ত ধন সুপ্রিমকোর্টের মাষ্টরের হস্তে আছে সেই ধনহইতে এই বিবাহের ব্যয়ের নিমিত্ত র্তাহার আত্মীয়গণের ৫• • • • পঞ্চাশ হাজার টাকা লইয়াছেন পঞ্চাশ সহস্র মুদ্রা ব্যয়ে যে প্রকার ঘট হয় তাহ সকলে বিবেচনা করিবেন রূপলাল বাবুর কন্যার বিবাহ বটে কিন্তু পুত্রের বিবাহের ন্যায় আড়ম্বর করিয়াছিলেন নহবত দান বিতরণাদি বিষয়ে বিলক্ষণ ব্যয় ব্যসন করিয়াছেন। ( ২২ ফেব্রুয়ারি ১৮৩১ । ২ ফাল্গুন ১২৩৭ ) মহানাচ —শ্ৰীযুত বাবু কানাইলাল ঠাকুরের কনিষ্ঠ শ্ৰীযুত গোপাললাল ঠাকুরের বিবাহেতে সংপ্রতি পাথুরিয়াঘাটায় একটা অত্যুচ্চ উত্তম খড়য়া ঘর প্রস্তুত হইয়াছিল এবং মর্শ্বর প্রস্তরের বর্ণকুল্য বর্ণ করা কতক থাম তাহাতে নিৰ্ম্মিত ছিল পরে তাহ অত্যুত্তমরূপে স্থশোভিত করা গিয়াছিল এবং পাচ রাত্রিতে অসংখ্য বাতি জালান গিয়াছিল বিশেষতঃ ইং সোমবার ৩১ তারিখ লাং ৪ ফেব্রুয়ারিপর্য্যস্ত তাহাতে মহাআলোক হইল এবং রাজমার্গ দিদৃক্ষু লোকেতে পরিপূর্ণ তথ্যতিরেকে নানা সারজন ও সিপাহী রাস্তার দরওয়াজাতে স্থাপিত হইল ঘরের মধ্যে অনেক বাইয়ের নাচ নানা ভোজবাজীকরেরা আপন ব্যবসায় করিতে উক্ত পাচ রাত্রির মধ্যে তিন রাত্রি এতদ্দেশীয় শিষ্টবিশিষ্ট লোকেরদের ও দুই রাত্রি ইউরোপীয় সাহেবদিগের সমাগম হইয়াছিল এবং ঐ রাত্রিতে বাট নিমন্ত্রিত ব্যক্তিতে পরিপূর্ণ এবং তাহারা গৃহপতি ও তৎপরিজনকর্তৃক সমাদরপূর্বক গৃহীত হইলেন। তাহাতে নিমন্ত্রিত ব্যক্তিরদের মর্য্যাদা হইল অতএব যাহার। উক্ত বাবুদিগের শিষ্টাচারেতে তুষ্ট হইলেন তাহারদের নাম লেখা উচিত। অপর এতদ্দেশীয় হিন্দু ও মুসলমানেরদের মধ্যে শোভাবাজারের শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ