পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ সংবাদ পত্রে মেকাল্ডেনৰ to 52 is ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) হিন্দু কলেজের সমীপে যে স্থানে খ্ৰীষ্টিয়ান গীৰ্য্যা হওনের কল্প হইয়াছিল সেই স্থানে বাঙ্গালা হইবে এতচ্ছ বণে আমারদিগের এতদেশীয়েরা অত্যস্ত সুখী হইবেন । এই পাঠশালা হিন্দু কলেজের অধ্যক্ষবর্গ কতৃক সংস্থাপিত হইয়া নূতন নিয়মান্তসারে চলিবে এবং মধুসূদন রায় নামক এক ব্যক্তি বাঙ্গালি যিনি বাটী নিৰ্ম্মাণ বিষয়ে নিপুণতম তদধ্যক্ষতায় পঞ্চশত বালক পাঠ করণে সমর্থ হয়েন এমত এক বাটী উক্ত স্থানে নিৰ্ম্মিত হইবে এই বাট প্রস্তুত করণার্থ যে প্রায় ৭ হাজার টাকা ব্যয় হইবে তাহা কলেজের মুদ্র হইতে হইবে অবশিষ্ট ৩ হাজার মুদ্রা বাঙ্গালিরদিগের মধ্যে চাদ দ্বারা উখিত হইয়া নিৰ্ব্বাহ হইবে ইহার প্রথমত শ্ৰীযুক্ত মেষ্টর কেয়ার সাহেবের দ্বারা ১৪ জুন অপরাহ্নে ৫ সাড়ে পাচ ঘটিকা সময়ে শিলান্যাস হইবে । অতঃপর বাঙ্গাল পাঠশাল হওনারম্ভে আমরা সুখি হইলাম বিশেষতঃ কলেজের অধ্যক্ষ দ্বারা নিৰ্ব্বাহ হইবাতে অত্যস্ত আহলাদিত হইলাম।.জ্ঞানান্বেষণ । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬, শনিবার ) এতদেশীয় পাঠশালা –গত শুক্রবারে দেশীয় পঞ্চশত যুব ব্যক্তিরদিগকে স্বদেশীয় ভাষায় বিদ্যা শিক্ষা প্রদানার্থ হিন্দু কলেজের সন্নিহিত স্থানে এক বিদ্যালয়ের বুনিয়াদে শিলান্যাস হইল। ঐ ব্যাপার সময়ে শ্ৰীযুক্ত সর এড় বার্ড রায়ন সাহেব ও বিদ্যাধ্যাপনীয় কমিটির অন্যান্য অস্তঃপাতি মহাশয়ের এবং এতদ্দেশীয় অনেক শিষ্ট বিশিষ্ট গুণিগণাগ্রগণ্য মহাঙ্গভবের সমাগত হইয়াছিলেন । শ্ৰীযুক্ত সর এড় বার্ড রায়ন সাহেব সমাগত মহাশয়েরদিগকে সম্বোধন পূর্বক শ্ৰীযুক্ত হের সাহেবকে এতদ্দেশীয় বিদ্যা শিক্ষার জনকের ন্যায় শিষ্টাচারকরতঃ কহিলেন যে এই পাঠশালা স্থাপনেতে কমিটির সাহেবেরদের পরম সন্তোষ আছে তৎপরে শ্ৰীযুক্ত বাবু প্রসন্নকুমার ঠাকুর শ্ৰীযুত সর এড় বার্ড রায়ন সাহেবের বক্তৃতাহুরূপ বঙ্গ ভাষাতে বক্তৃতা করিলেন। ঐ দিবসীয় তাবৎ ঘটনা এবং ঐ বিদ্যালয়ের মূলে শিলান্যাসের তাবদ্বিবরণ আমরা ইঙ্গলিসমেন সম্বাদ পত্র হইতে গ্রহণ পূর্বক প্রকাশ করিলাম । আমরা শ্রুত হইয়াছি যে ঐ পাঠশালা নিৰ্ম্মাণের তাবদ্বায়ই দেশীয় মহাশয়র প্রদান করিয়াছেন এবং বিদ্যাধ্যাপনীয় কমিটির স্থানে বা সরকারী কোষ হইতে কিঞ্চিম্মাত্র প্রাপ্ত হন নাই ইহাও নিতস্ত আহলাদের বিষয় | এতদেশীয় লোকেরা যে এইক্ষণে আপনারদের ভাষাকুশীলনার্থ অগ্রসর হইতেছেন এবং দেশীয় ভাষাতেই লোকেরদিগকে