পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদপত্রে সেকালের কথা والا &t) কিন্তু চালুসের y০ আনা বিরিদালির সের y০ আনা হাড়ি ও কাষ্ঠ রত্বের ন্যায় অধিক কি নিবেদন করিব । দ্বিতীয়তঃ তৃতীয় দিবসে নিমন্ত্রিত ব্রাহ্মণ পণ্ডিত ও আমলাওগয়রহ ও ভাট ও বেহারাদিগকে দুই রোজের সীদাদেওনের হুকুম হইল ঐ সৗদী রাজবাটীর উপযুক্ত তাহাও কেহ পাইল কেহ পাইল না হাতির ভোগ চালু খেসারিদালি নারিকেল তৈল। তৃতীয়তঃ চতুর্থ দিবসে উপরের লিখিত ব্রাহ্মণ ও অতিথি তাহারা নিরাহারে ৩৪ রোজ থাকিয়া অনেকেই পলায়ন করিলেন কিন্তু চালু ৫০০9 মোন ও দালি ১০০/ মোন প্রদান করিলে অনেক জীবের উপকার হইয়া ভূপতির সুখ্যাতি হইত ফলতঃ ব্রাহ্মণ ঠাকুরের ভূপতিকে কহিলেন আমরা অনেক দেশ ভ্রমণ করিলাম এমত পাষণ্ড ভারতবর্ষে দেখি নাই । চতুর্থ রাজা নিমন্ত্রণের দ্বারা তমোলুকের শ্ৰীযুক্ত বিদ্যারত্ব মহাশয় ও পটাষপুরের মৌলবী অর্থাৎ জবনের শৌর চূড়ামণি শ্ৰীযুক্ত গোলাম আলেবা সাহেব ও হিজলীর নিমকী দেওয়ার শ্ৰীযুক্ত গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সভাসদ ক্রযুক্ত বাবু গুরুপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্ৰীযুক্ত গৌরমোহন সেন সদর তহসীলদার ও শ্রযুক্ত নন্দলাল বস্থ ক্রোকতহসীলদার ও থানার মালের পোলীসের দরোগ শ্ৰীযুক্ত মীরজাসাহেব এই ছয় জন সেওয়ায় ইহার লওয়াজিমাত ২০৩ জন মায় বেহার ও ব্রজবাসী ও বরকন্দাজইত্যাদি গড় মোকামে পহুছিয়া বিধিমত লৌকিকতা করেন এবং ৫ রোজ থাকেন ইতিমধ্যে ২ দুসর রোজ সীদা পান তাহাও ১০ দেড় মোন কেবল চালুদালি বাজেলোকের উপযুক্ত নহে পরে মহাশয়ের রাজব্যবহারে চমৎকৃত হইয়া আপন২ তরফহইতে মুদ্রাদি বিতরণ করিয়া স্থানান্তর হইতে সামগ্ৰী আনাইয়া ৫ রোজ কালযাপন করিয়া ষষ্ঠ দিলসে বিদায় হন তাহারদিগের বিদায়ের বিবেচনা যে যাহা লৌকিকতা দিয়াছিলেন তাহ ফেরত তৎসেওয়ায় ২০ টাকা মূল্যের এক২ থানমামনি এবং কাহার লওয়াজিমাত ৩২ জন কাহার ৪০ জন ছিল তাহারদিগকে একত্র ৩ টাকার হিসাবে ১৮ টাকা দিবাতে কেহ বিদায় না লইয়া ফেরত দিয়া নিজালয় গমন করিলেন পুনরায় ভূপতি এপর্য্যস্ত তল্লাস করিলেন না । পঞ্চম রাজনিমন্ত্রণে মৈসাদলের শ্ৰীযুক্ত রাজা রামনাথ গর্গের তরফ জমাদার মায় ৫ জন বরকন্দাজ ও সুজামুঠার শ্ৰীযুক্ত রাজা গোপালেন্দ্রের তরফ জমাদার মায় ৫ জন বরকন্দাজ ও জলামুঠার শ্ৰীযুক্ত রাজা শু্যামাপ্রসাদ নন্দীর তরফ মুহরির ১৬ জন ব্যবহার লইয়া পহুছে তাহার ষেরূপ বিদায় তাহ লিখন অতিঅকুচিত কেবল জলপানের দক্ষিণার ন্যায় তাহারা গ্রহণ না করিয়া প্রস্থান করিয়াছেন ইতি । 's ( ২৬ সেপ্টেম্বর ১৮৩৫ । ১১ আশ্বিন ১২৪২ ) সংকীৰ্ত্তনে অনুমতি —আমরা আহলাদপূর্বক শ্ৰীমন্নারায়ণ পরায়ণ ব্যক্তিদিগকে অবগত করাইতেছি শ্ৰীশ্ৰীহরি সংকীৰ্ত্তন যাহা চিরকালাবধি এপ্রদেশে বিশেষ এতন্নগরে হইয়া