পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ৫২৭ আসিতেছিল তাহ প্রায় বৎসরাবধি নিষেধ হইয়াছে অর্থাৎ যখন যিনি নাম সংকীৰ্ত্তন করিয়া নগরভ্রমণের অভিলাষ করিতেন তৎকালে পোলীসের পাস করা যাইত যেহেতু লোকসমূহ একত্র হওনপ্রযুক্ত মাজিস্ত্রেট সাহেবদিগের অনুমতি লওয়া যাইত সংপ্রতি বৎসরাবধি মাজিস্ত্রেট সাহেবের অথবা সুপারিন্টেণ্ডেণ্ট সাহেব পাস দিতেন না ইহাতে হিন্দুলোকে বিশেষ বৈষ্ণব দলে মহাখেদ উপস্থিত হইয়াছিল ঐ মহাদুঃখ শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেবকতৃক মোচন হইয়াছে ফলতঃ তিনিই এবিষয় হুকুম দিয়াছেন। যাহা হউক হিন্দু মাজিস্ত্রেট হওয়াতে এই এক ফলোদয় হইল আমরা মনে করি এতাদৃশ বিষয়ে হিন্দুদিগের আর পীড়া পাইতে হইবেক না। আমরা শুনিয়াছি শ্ৰীযুত চিফ মাজিস্ত্রেট সাহেব ইহার প্রতিবাদী হইয়াছিলেন অর্থাৎ তাহার মত নহে ষে নগরে সংকীৰ্ত্তন করিয়া কেহ ভ্রমণ করিতে পারে মাজিস্ত্রেট দেব বাবু তাহাতে এই কহেন যে এমত বিষয়ে পাস দিলে দোষ কি যদ্যপি নগরকীৰ্ত্তনে কখন কোন দাঙ্গা হঙ্গাম খুনখারাবি হইয়া থাকে তবে এবিষয় রহিত করা উচিত ইহা কখনই হয় নাই বরঞ্চ অতি বিজ্ঞ এতৎ কৰ্ম্ম দক্ষ প্রাচীন মাজিস্ত্রেট শ্রযুত বেলাকরিয়র সাহেবকে জিজ্ঞাসা করহ তিনি যথার্থ বাদী । তাহাকে জিজ্ঞাস করাতে তিনি কহেন কখন কোন উৎপাত সংকীর্তনে হয় নাই ইহাতেই চিপ মাজিস্ত্রেট সাহেব ক্ষাস্ত হইলেন দেব বাবুর অভিপ্রায় সিদ্ধ হইল। এতদ্দেশীয় দ্বিতীয় মাজিস্ত্রেট শ্রীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর তাহাতে সম্মত হইয়া কহিলেন প্রতিমা বিসর্জনাদি কোন পৰ্ব্ব দিনে সংকীৰ্ত্তন বাহির না হইলে ভাল হয় ইহাতে দেব বাবুর আপত্তি হইল না অতএব এক্ষণে সংকীৰ্ত্তন করিয়া আনন্দ করহ। ( ১০ ডিসেম্বর ১৮৩৬ । ২৬ অগ্রহায়ণ ১২৪৩ ) শুভান্নপ্রাশনং —আমরা আপ্যায়িত হইয়া প্রকাশ করিতেছি গত ২১ নবেম্বর সোমবারে শ্ৰীমন্মহারাজ রাজনারায়ণ বাহাদুরের স্বীয় রাজধানী আন্দুলের বাটতে উক্ত নৃপভিনবজাত তনয়ের প্রসিদ্ধ নাম শ্ৰীলশ্ৰযুক্ত কুমার বিজয়মাধব বাহাদুর ইতি রক্ষিত হইয়। শুভান্নপ্রাশন কৰ্ম্ম যথাবিধি স্বসম্পন্ন হইয়াছে প্রথমতঃ এতৎশুভ বাৰ্ত্তা বহু সংখ্যক তোপধ্বনি দ্বারা ইতস্ততঃ স্থানে স্থপ্রকাশ করা গেল। এই মাঙ্গলিক কৰ্ম্মে রাজবাটীস্থ এবং গ্রামস্থ সকলই মহাহলাদিত হইলেন ঐ দিবস রাজকোষহইতে বদান্ততাদ্বারা ব্রাহ্মণ পণ্ডিতগণ যথাযোগ্য সম্মানিত এবঞ্চ বহুতর দীন দরিদ্র কাঙ্গালিগণ পরিতুষ্ট হইয়াছেন। ( ১২ নবেম্বর ১৮৩১ । ২৮ কাৰ্ত্তিক ১২৩৮ ) শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর —সংপ্ৰতি কএক সপ্তাহাবধি ইষ্টণ্ডিয়ান জানবুল ইণ্ডিয়াগেজেটনামক সমাচার পত্র ও সমাচার দর্পণপ্রভৃতি পত্রে সম্পাদক সাহেবের প্রসন্নকুমার বাবুর দেবীপূজাকরণবিষয় লইয়া মহান্দোলন করিতেছেন তাহারদিগের বোধে এ কৰ্ম্ম অত্যাশ্চৰ্য্য হইয়াছে। র্তাহারা কি জ্ঞান করিয়াছেন শিলা জলে ভাসিয়াছে কি দিবসে