পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रं గ్రీశ్రీడ সিদ্ধ হইবে । কিন্তু আমারদের হিন্দুমিত্রবর্গকে জিজ্ঞাসা করি যে শাস্ত্রে ষে কালপর্য্যন্ত গঙ্গামাহাঝ্যের সীমা আছে তৎকালের পূৰ্ব্বেই কেন তদ্বিষয়ে বিরত না হন এবং তাহা হইলে অবিশ্বাসি লোকেরদেরও শাস্ত্রবিষয়ে কিঞ্চিং বিশ্বাস জন্মিতে পারে । অতএব এই বিষয়ে তাহারা বিশেষ বিবেচনা করুন ।—রিফরমর । ( ২৪ সেপ্টেম্বর ১৮৩৬ । ১০ আশ্বিন ১২৪৩ ) শবদাহনার্থ কাশীপুরের যে ঘাট আছে তাহার উপরে ভগবানচন্দ্রনামক এক ব্যক্তি দাওয়া করিতেছেন এবং তিনি ঐ ঘাটে এক জন তহসীলদার নিযুক্ত করিয়া মুদারফরাসেরদের স্থানহইতে ফি শব ৩ টাকা করিয়া লইতেছেন। শ্ৰীযুত বাৰু কালীনাথ রায় চৌধুরীর ভ্রাতা শ্ৰীযুত বাবু বৈকুণ্ঠনাথ রায় চৌধুরী চব্বিশপরগনার কালেকটরের স্থানহইতে তহসীলদারী লইয়া গবর্ণমেণ্টের কলিকাতার কুঠাঘাটাতে এক জন তহসীলদার নিযুক্ত রাখিয়া মুদারফরাসেরদের স্থানে শব প্রতি ৩ টাকা লইতেছেন। তাহাতে উপরি উক্ত বিষয় শ্ৰীযুত কমিস্তানর পিগু সাহেবের নিকটে রিপোর্ট হওয়াতে তিনি এই অন্যায় কর বসায়নের যথাসাধ্য শীঘ্র তত্ত্বাবধারণার্থ মাজিস্ত্রেট সাহেবকে হুকুম দিয়াছেন । ( ১৫ মে ১৮৩৪, ৩ জ্যৈষ্ঠ ১২৩৭ ) .গত ১৬ বৈশাখ মঙ্গলবার ত্রযুত বাবু রামগোপাল মল্লিকের মাতৃশ্ৰাদ্ধে অপরিমিত কাঙ্গালি আসিয়াছিল...ঐ বংশের কাঙ্গালি বিদায়ের মুখ্যাতি কাহার না স্মরণ আছে বিশেষতঃ তাহার পিতার শ্রাদ্ধে সাত লক্ষ টাকা ব্যয় করেন তাহার দুই লক্ষ টাকা সাধারণ ধনহইতে প্রাপ্ত হন অবশিষ্ট নিজহইতে দেন মাতৃশ্ৰাদ্ধেও লক্ষ টাকা পাইয়াছেন অবশিষ্ট যত ব্যয় হইয়াছে তাহ নিজহইতে দিয়াছেন ব্যয় বিষয় প্রায় এতন্নগরস্থ সকলেই জ্ঞাত আছেন যেহেতু চারি রূপার দানসাগর ইহার মধ্যে ৮ সোণার ষোড়শ ১৬ বৃষ গোস্বামী ও ব্রাহ্মণদিগকে শাল পট্টবস্ত্র স্বর্ণাঙ্গুরীয়কইত্যাদি প্রব্যের দ্বারা সভাবরণ করিয়াছিলেন ইহাতে সভার শোভার সীমা দেখিয়া কে না ধন্যবাদ করিয়াছিলেন । এমত মল্লিক বাবু উক্ত তাবৎ কৰ্ম্ম করিয়াও কাঙ্গালি বিদায়ে স্থখ্যাতি লইতে পারেন নাই ইহাতে অন্যাপরে কী কথা । ইহার পূর্বে কাঙ্গালি বিদায়ের কলঙ্ক অনেকলোকের শুনা গিয়াছে অতএব অনুমান হয় এ বিষয় রহিত হইবার সম্ভাবনা যেহেতুক কাঙ্গালিরা বিস্তর ক্লেশ পাইয়া গিয়াছে অনাহারে দ্বারেই ভিক্ষ করে এবং নগর গ্রাম লুঠ করিয়া খাওয়াতে প্রহারাদি ক্লেশে প্রায় প্রাণবিয়োগ উপস্থিত হইয়াছিল তাহারদিগের দুঃখ দেখিয়া নগরের অনেক ভাগ্যবান লোক আহারের দ্রব্য দিয়াছিলেন বিশেষতঃ শ্ৰীযুত বাৰু আশুতোষ দেব তাহারদিগের বেলগাছিয়ার বাগানে যে অতিথিশালায় সদাব্রত আছে তাহাতে কাঙ্গালি গমনাগমনের প্রায় আট দিবসপৰ্য্যস্ত অকাতরে অন্নদান করিয়াছেন ঐ শ্রাদ্ধে আর২ বাবুরা যে সকল দানাদি করিয়াছেন তাহাও পশ্চাৎ লিখিব –সং চং - &br