পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম (\లిసి) গবর্ণমেন্টের হুকুম হইয়াছে। বাস্তবিক এই আজ্ঞা মিথ্যা কিন্তু তাহাতে তাহারদের লুঠকরণে লালসার আরো বৃদ্ধি হইল। ইহাতে কেহ২ প্রাপ্তাহার হইল বটে কিন্তু তাহারদের অধিকাংশের নিরাহারে মৃতপ্রায় ছিল । তাহারদের এই দুরবস্থা কালে কলিকাতাস্থ অনেক ধনি বাবুর স্ব২ সাধ্যাকুসারে এই সকল দীন দরিদ্রদিগকে আহার প্রদান করিয়া তাহারা ধষ্ঠ হইয়াছেন। তন্মধ্যে শ্ৰীযুত বাবু আশুতোষ দেব অগ্রগণ্য কারণ যে তিনি স্বকীয় সদাব্রত স্থানে প্রার্থনামত আট দিন তাহারদিগকে আহার যোগাইয়া দিয়াছিলেন । আমরা ইহা শুনিয়া অত্যন্ত আনন্দিত হইলাম যে মফঃসলের জমীদারেরা লোকেরদের দুরবস্থা দেখিয়া অত্যন্ত সদয় হইয় তাহারদের বাটীর বহিদ্বর্ণর দিয়া গমনশীল লোকেরদিগকে স্ব২ ভাণ্ডারহইতে খাদ্যদ্রব্য প্রদান করিয়াছিলেন । এই দুরবস্থার ঘটনাতে কত লোকের যে প্রাণ হানি হইয়াছে তাহ নিশ্চয় করা দুঃসাধ্য কিন্তু ইহাতে এই মহাশ্রাদ্ধযাত্রাতে অনেকের অগস্ত্য যাত্র হইয়াছে ইহার কিছু সন্দেহ নাই । এতদ্রুপে এই মহাশ্রাদ্ধ ঘটার ঘটনা সমাপ্ত হয় । চন্দ্রিকাপত্রে লেখেন যে কাঙ্গালিরদিগকে এমত ধন বিতরণকরণ শ্রাদ্ধের মুখ্য কাগু নহে অতএব এই কুরীতি ষে শীঘ্র রহিত হয় এমত ভরসা করি । যেহেতুক ইহাতে কেবল দেশের মহোৎপাত ঘটিতেছে ইহাতে পরিশ্রমি ব্যক্তিরা আপনারদের ব্যবসায়েতে ঘরে থাকিয় নিজপরিশ্রমস্বারা যত টাকা উপার্জন করিতে পারিত তত টাকা অমনি প্রাপ্তির আশায় অনেক দিবসের ক্লেশ -অঙ্গীকারপূর্বক যাত্রা করেন এই কুরীতি দ্বারা কলিকাতায় ও তৎসন্নিহিত স্থানের প্রায় এক সপ্তাহপর্য্যন্ত তাবৎ কৰ্ম্ম বন্ধ হয় এবং যাহারা দরিদ্রলোকেরদিগকে বৈতনিক কৰ্ম্ম দেন তাহারদের ও সেই বেতন ভুক্ত লোকেরদের মহা অনুপকার হয় । এই মহাসমৃদ্ধ শ্রীদ্ধের ঘটার ঘটনাতে ভরসা হয় যে এই ব্যবহারের প্রায় ক্ষয় হইতে পারে।-- ( ১৬ ফেব্রুয়ারি ১৮৩৩ । ৬ ফাল্গুন ১২৩৯ ) মহাঘটাপূৰ্ব্বক শ্ৰাদ্ধ —শ্ৰীযুত চন্দ্রিকা প্রকাশক মহাশয়। নমস্কারপূর্বক নিবেদনমিদং । গত ২৯ পৌষ শুক্রবার সংক্রান্তি দিবসে জিলা নদীয়ার কুশদহ পরগনার গোবরডাঙ্গানিবাসি শ্ৰীযুত বাৰু কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মহাশয়ের মাতা ঠাকুরাণীর ষান্মাসিক শ্রাদ্ধোপলক্ষে যে কীৰ্ত্তি করিয়াছেন তাহ নানাদিগদেশবৰ্ত্তি মহারাজ চক্রবত্তিপ্রভৃতি ব্যক্তিসমূহের সুগোচরকরণ যুক্তিসিদ্ধ হয় এপ্রযুক্ত কএক পংক্তি লিখিতেছি প্রকাশপূর্বক বাধিত করিবেন। মুখোপাধ্যায় বাবুর মাতা ঠাকুরাণী গত আষাঢ় মাসে লোকাস্তরগমন করেন তৎকালে ংক্ষেপ কাল এবং বর্ষাকাল এপ্রযুক্ত সমোরোহপূর্বক আদ্যকৃত্য সম্পন্ন করিতে পারেন নাই তথাচ যথাবিধি কৰ্ত্তব্যকর্থেরও অন্যথা হয় নাই কিন্তু তাহাতে বাবুর মনঃখিন্নতা দূর হয় নাই এজন্য যাত্মাসিকে বড় ঘট ও শ্রদ্ধাপূর্বক শ্রাদ্ধ করিয়াছেন । আদে সভা দানাদিদ্বারা কিপ্রকার স্থশোভিত হইয়াছিল শ্রবণ করুন।