পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《8 সংবাদপত্রে সেনকাছেনর কথা মতে অৰ্দ্ধ পত্র ৩০ • তিন শত দেওয়া গিয়াছিল তদনন্তর কতকগুলিন ছাত্র বা তদাকার ফলতঃ ব্রাহ্মণ ১৬০০ লোককে টিকিট সংজ্ঞক পত্র দেন ইহা ভিন্ন জ্ঞাতি ও কুটুম্বদিগের নিমন্ত্রণ ১২• • বার শত পত্র নম্বর দিয়া বিলি করা যায় এ তাবতের বিদায়ের হার এই যে অধ্যাপক প্রধান কল্প রূপা ও নগদে ৫০ পঞ্চাশ টাকা মধ্যম ৩০ তমনি ২৫৷২০১৫ পৰ্য্যন্ত দেওয়া গিয়াছে। উপস্থিত ও অৰ্দ্ধ পত্রে ব্যক্তিবিশেষে ৭৬৫৪ টাকার নূ্যন নাই । টিকিটের বিদায় এক টাকা শেষ রাঘব ॥০ কর্ণাঙ্গালিরদের ও চারি অান । পরস্তু ব্রাহ্মণ ভোজনের বিষয় কি লিখিব যে স্থলে কাঙ্গালি নানাবিধ মিষ্টান্ন খাইতে পায় সে স্থলে ব্রাহ্মণ সকল কি প্রকার উপাদেয় দ্রব্য ভোজন করিয়াছেন তাহা বিবেচনা করিবেন কিন্তু পাচ সহস্র ব্রাহ্মণ একত্র বসিয়া ভোজন করিতে আমি কখন দেখি নাই । তৎপর দিবস অন্নভোজনেও চারি সহস্ৰ লোক একত্র ভোজন করিলেন ইহা ভিন্ন শূদ্রাদিও পাচ হাজারের নূ্যন নহে এক্ষণে এইপৰ্য্যন্ত লিখিলাম পশ্চাৎ জ্ঞাতি কুটুম্ব বিদায়ের বিষয় লিখিবার আবশুদ্ধ বুঝিতে পারি লিখিয়া পাঠাইব । মহাশয় ইহাতে যদি কোন বিষয়ে সন্দিগ্ধ হন তবে উক্ত বাবুদিগকে জিজ্ঞাসা করিলেই সন্দেহ ভঞ্জন হইবেক নিবেদন ইতি ৭ মাঘ ১২৩৯ সাল । কস্তচিৎ দর্শকস্ত —চন্দ্রিকা । ( ২ ডিসেম্বর ১৮৩৭ ৷ ১৮ অগ্রহায়ণ ১২৪৪ ) কাঙ্গালি বিদায় —গত বুধবারে পাতরিয়া ঘাটাস্থ শ্ৰীযুত বাৰু শিবনারায়ণ ঘোষ ও শ্ৰীযুত বাবু আনন্দ নারায়ণ ঘোষের e/মাতৃশ্ৰান্ধে আবাল বৃদ্ধ স্ত্রী সাধারণ বহুসংখ্যক কেহ২ কহে ৫০।৬০ হাজার কেহ কহে ৭০। ৮০ হাজার কাঙ্গালি উপস্থিত হইয়াছিল । এই সকল লোক ব্যবসায়ে কাঙ্গালি নহে কিন্তু অতিদরিদ্র মজুরি করিয়া দিনপাত করে । ইতিমধ্যে যখন যে বড় শ্রাদ্ধ উপস্থিত হয় তখন সেই স্থানে গিয়া ভিক্ষণ করে। যদ্যপি পোলীসের দ্বারা শহরের সীমাতে কোন প্রতিবন্ধক ন হইত এবং যদি তাহারদের গোপনে আসিতে না হইত তবে বোধকরি লক্ষেরে অধিক ভিক্ষুক উপস্থিত হইত। yপ্রাপ্ত রাজা গোপীমোহন ও রূপলাল মল্লিকের শ্রাদ্ধে অনেক কাঙ্গালি ভগ্নাশ হইয়াছিল তৎপ্রযুক্তও বুঝি অনেক কম হইয়াছে। শ্রান্ধের পরদিবস প্রত্যুষ পাঁচ ঘণ্টা সময়ে তাহারদিগকে কএক বড়ই বাড়ী পোরা গিয়া সাত ঘণ্টাসময়ে বিদায় আরম্ভ হইল । প্রত্যেক । ব্রাহ্মণকে আধুলি এবং সামান্য ছোট বড় কাঙ্গালিরদিগকে এক২ সিকি দেওয়া গিয়াছে। আমরা ঐ স্থানে গিয়া দেখিলাম যে কোন২ কাঙ্গালিনী আপনার কএক দিবসের বালকপৰ্য্যন্ত আনিয়াছিল। কিন্তু শুনিয়া আহলাদিত হইলাম যে ঐ ব্যাপারে কোন দুর্ঘটনা হয় নাই । ইহার কারণ দুই জন সার্জন এবং এতদেশীয় পোলীস চাপড়াসিরদের সতর্কতা। নিমতলার রাস্তার ধারে বাবু মথুর সেনের বাটতে এক জন কাঙ্গালি প্রসব হইল। এবং ঐ বাটীর কর্তা বাৰু ঐ প্রস্থতাকে বিলক্ষণ রূপে রক্ষণাবেক্ষণ করিয়া তৎপরদিবসে ঐ শিশুসন্তানস্থদ্ধ বাটতে