পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३४” মংবাদ গক্ৰে মেকালেৰ কথা কলিকাতাস্থ হিন্দুকলেজের অধ্যক্ষেরদের আহুকুল্যে বিশেষতঃ মহারাজাধিরাজ শ্ৰীযুক্ত মহাতাপচন্দ্র বাহাদুর শ্ৰীযুত প্রসন্নকুমার ঠাকুর কৰ্ম্মনিৰ্ব্বাহক শ্ৰীযুক্ত রাজা রাধাকান্ত দেব বাহাদুর শ্ৰীযুক্ত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় শ্ৰীযুক্ত বাৰু রামকমল সেন শ্ৰীযুক্ত বাৰু রসময় দত্ত শ্ৰীযুক্ত ডেবিড হের সাহেব # শ্ৰীযুক্ত বাৰু শ্ৰীকৃষ্ণ সিংহ # শ্ৰীযুক্ত বাবু দ্বারকানাথ ঠাকুর শ্ৰীযুক্ত গুরুপ্রসাদ বস্থ ও শ্ৰীযুক্ত ডাক্তর তামস আলেকজান্দর ওয়াইস সাহেব সেক্রেটরী শ্ৰীযুক্ত বাৰু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় এবং ঐ হিন্দুকলেজের সঙ্গে সংযুক্ত হওনার্থ বঙ্গ ভাষার এক পাঠশালার শিলান্যাস অদ্য শুক্রবার বাঙ্গলা ১২৪৬ সাল ১ আষাঢ় ইঙ্গরাজী ১৮৩৯ সাল ১৪ জুনে কলিকাতাস্থ শ্ৰীযুক্ত ডেবিড হের সাহেবের দ্বারা সম্পন্ন হইল তিনি বঙ্গ দেশে ইঙ্গলওঁীয়েরদের রাজ্যের রাজধানীর অতি প্রাচীন ও সম্রান্ত নিবাসী বহুকালাবধি উক্ত সাহেব সাধারণ হিতৈষিতাতে প্রসিদ্ধ তিনি অনেক বৎসরাবধি অতি সন্ত্রম পূৰ্ব্বক এতদেশীয় লোকেরদের বিদ্যাধ্যাপন বিষয়ে অনুরক্ত । এবং জাতীয় বা বর্ণ ভেদ না করিয়া কলিকাতা রাজধানী নিবাসি লোকেরদের মধ্যে বিদ্যা দেদীপ্যমান করণার্থ অতি মহাযত্ব করিয়াছেন এবং নিজ সম্পত্তিও অনেক ব্যয় করিয়াছেন - শিবচন্দ্র বিশ্বাসকতৃক খোদিত । [ ইংলিশম্যান, ১৭ জুন ]