পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম 6.8% প্রত্যাশা পরিত্যাগ করিয়া তাহাকে জাহ্নবীতে আনিতে উষ্ঠত ছিলেন কিন্তু র্তাহার প্রস্থতি সহগামিনী হইবেন এই কহিয়া স্বামিকে গঙ্গা যাত্রা করাইতে নিষেধ করিলেন অধ্যাপক ভট্টাচাৰ্য্যের লোকাস্তর গমনের পর তাহার গৃহিণীর সহমৃতা হইবার বার্তা ঘোষণা হইবাতে তদঞ্চলের থানার দারোগ এবং ভূম্যধিকারির লোকের তথায় উপস্থিত হইলেন কিন্তু র্তাহারদিগকে তজ্জন্ত কোন চেষ্টা করিতে হয় নাই যেহেতুক অধ্যাপক ভট্টাচাৰ্য্যের পুল্ল এবং বহু গোষ্ঠী একত্র হইয়া সহগমনেচ্ছুকী গৃহিণীকে বিশেষ সাবধানপূর্বক রাখিয়াছিলেন তত্ৰাপি দারোগাগ্রভৃতি দারকেশ্বর নদীতে শব দাহপর্য্যন্ত উপস্থিত থাকিয়া স্ব২ স্থানে গমন করিলেন যদিও সহগমনোদ্যতা স্ত্রী কিঞ্চিৎকাল অনাহারে ছিলেন কিন্তু পরে আহারাদিও করিয়াছেন এবং গৃহকৰ্ম্মও করিতেছেন ঈশ্বরের প্রসাদাৎ অস্মদেশের শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর কি মুনিয়মই স্থাপন করিয়াছেন যে তদ্বারা অনায়াসেই স্ত্রীহত্য নিবারণ হইতেছে সুতরাং কায়মনোবাক্যে র্তাহার কল্যাণ প্রার্থনা অস্মদাদির অবশ্যকৰ্ত্তব্য হয়।—সং কেীং । ( ২৬ মার্চ ১৮৩১ । ১৪ চৈত্র ১২৩৭ ) জামজাহানুমানামক যে পারসী কাগজ প্রকাশ হইতেছে তাহার প্রকাশক কলিকাতার কলুটোলানিবাসি শ্ৰীযুত হরিহর দত্ত ইনি সতীর বিপক্ষ বটেন যেহেতুক সতী নিবারণ আইন হইলে খ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরকে যে কএক জন প্রশংসা পত্র প্রদান করিয়াছিলেন তাহাতে হরিহর দত্তের নাম সম্বাদ পত্রে প্রকাশিত হইয়াছিল এবং এমত শুনা গিয়াছে যে শ্ৰীশ্ৰীযুতের সাক্ষাতে ইঙ্গরেজী ভাষায় প্রশংসা পত্র ঐ দত্তজ পাঠ করেন এবং বাঙ্গল পত্র শ্ৰীযুত কালীনাথ মুন্সী পাঠ করিয়াছিলেন. ( “বাঙ্গলা সমাচার পত্ৰহইতে নীত ।” ) ( ১২ নবেম্বর ১৮৩১ । ২৮ কাৰ্ত্তিক ১২৩৮) সতী —সতীব্যবহারের পুনঃস্থাপনবিষয়ে যে দরখাস্ত হইয়াছে তদঘটিত নীচে লিখিতব্য শুশ্ৰষণীয় সম্বাদ ইঙ্গলগুহইতে শেষাগত জাহাজের দ্বারা পহুছিয়াছে। হিন্দুর বিধবারা চিতারোহণে আত্মঘাতিনী হইতে না পায় এমত প্রার্থনাস্থচক এতদেশীয় কতক মহাশয়েরদের এক দরখাস্ত শ্ৰীযুত বাদশাহের এক প্রধান মন্ত্রী মারকুইস লান্সডেীন কুলীনেরদের সভায় দরপেশ করেন। তিনি কহিলেন যে বৰ্ত্তমান গবর্নর জেনরল অতিশয় কঠিন ও নির্দয় সতীর ব্যবহার নিবারণার্থ এক আইন করিয়া বিধবাগণের আত্মঘাত নিবারণার্থ পোলীসের সাহেবেরদিগকে ক্ষমতা প্রদান করিয়াছেন। ঐ রীতি এতদ্রুপে রহিত হইলে কতক হিন্দু একত্র হইয়া বাদশাহের মন্ত্রিরদের সভায় এক দরখাস্ত দরপেশ করেন তাহাতে লেখেন যে এতদ্রুপ কৰ্ম্মে হস্তক্ষেপ করা অত্যকুচিত অতএব আপনার যথার্থ আচার করিয়া রাজমন্ত্রির সভাতে আমারদের কৌন্সেলি সাহেবেরদের তদ্বিষয়ক সওয়াল জওয়াব শ্রবণ করুন। পরে ঐ রাজমন্ত্রী কহিলেন যে ঐ প্রার্থনাকারিরদের অথবা তাহারদের কৰ্ম্মনিৰ্ব্বাহকেরদের