পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ఫ్చిపె ( ১৩ জুলাই ১৮৩৯ । ৩০ আষাঢ় ১২৪৬ ) হিন্দুকালেজের পাঠশালার গৃহ নিৰ্ম্মাণ অতি ত্বরায় হইতেছে আমি অনুমান করি যে ২৩ মাসের মধ্যে প্রস্তুত হইবে । পাঠশালার উপস্থিত যে২ বিষয় তন্নিমিত্ত অনেক পণ্ডিত আবেদন করিতেছেন। হিন্দুকলেজের ইংরেজী শিক্ষার রীত্যনুসারে এই পাঠশালায় শিক্ষণ দেওয়া যাইবে আমরা পরমহলাদ পূৰ্ব্বক বলি যে এই পাঠশালায় প্রাচীন বিদ্যার উপদেশ দেওয়া যাইবে তাহা এই যে জ্যোতিষ ক্ষেত্র পরিমাণ ও মাপ ব্যবস্থা রাজনীতি এবং রেখা গণিত ইত্যাদি পুস্তক ঐ পাঠশালায় শিক্ষা প্রদানার্থ প্রস্তুত হইতেছে । এই পাঠশালায় বিদ্যাভ্যাস করণার্থ বেতন দান করিতে হইবে এবং বিনা বেতনেও পাঠ করিতে পরিবেন । এই পাঠশালা তিন অংশে বিভক্ত হইয়াছে প্রথম দ্বিতীয় তৃতীয় গুহ এবং বালকদিগের বেতন দিতে হইবে । বোধ হয় অত্যন্ত্র বেতন কিম্বা সৰ্ব্বসাধারণের মহোপকার করণার্থ হিন্দুকালেজের অধ্যক্ষবৰ্গরা বিবেচনাপূর্বক কিঞ্চিং সাহায্য স্বরূপ বেতন লইয়া অধ্যয়ন করিবেন কিন্তু ইহা অবশ্ব স্বীকার করিতে হইবে যে প্রকার বেতন দিয়া অধ্যয়ন করিতে হইত তদপেক্ষা অনেক লাঘব হইতে পারে । [ জ্ঞানান্বেষণ ? ] { ৭ সেপ্টেম্বর ১৮৩৯ । ২৩ ভাদ্র ১২৪৬ ) কলিকাতার নূতন পাঠশাল। —কলিকাতার নূতন পাঠশালা স্থাপনার্থ যে কমিটি নিযুক্ত হইয়াছেন হিন্দু কলেজের বাটতে গত বুধবারে তাহারদের এক বৈঠক হইল । তাহাতে নীচে লিখিতব্য মহাশয়েরা বর্তমান ছিলেন । শ্ৰীযুক্ত ডেবিড হের সাহেব ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত দেওয়ান রামকমল সেন ও পণ্ডিত শ্ৰীযুক্ত রামচন্দ্র বিদ্যাবাগীশ ও অন্যান্য ব্যক্তির উপস্থিত ছিলেন । পরে যে পাঠশালার স্থাপন বিষয়ে র্তাহারদের প্রতি ভারাপণ হইয়াছে তাহার ভাবি শুভাশুভ বিষয়ক অনেক কথোপকথনীনস্তর বালকেরদিগকে উত্তম প্রকার লিখাওনের কৰ্ম্মাকাঙ্ক্ষী যে তিন জন ছিলেন র্তাহারদের যোগ্যাযোগ্যতা বিষয় বিবেচনা হইল। তাহারদের মধ্যে কোন ব্যক্তি মনোনীত হইয়াছেন তাহা আমরা শ্রুত হই নাই । ঐ কৰ্ম্মের বেতন ১০ টাকার অধিক হইবে না । পরে কৰ্ম্মাকাজিকরদের হস্তাক্ষর দেখিয়া কমিটি পাঠশালার নিমিত্ত দেশীয় ভাষায় উপযুক্ত গ্রন্থ প্রস্তুত করণ বিষয়ে বিবেচনা করিতে লাগিলেন । এবং আমরা শুনিয়া পরমাপ্যায়িত হইলাম যে বাঙ্গালা ব্যাকরণ ও অভিধান ও ভূগোলীয় খগোলীয় গ্রন্থ অতিশীঘ্র কমিটির উদ্যোগে নূতন পাঠশালা ও দেশীয় সাধারণ লোকেরদের উপকারার্থ প্রকাশ হুইবেক । [ ক্যালকাটা কুরিয়ার }