পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢¢\፡” মই বাদ পত্রে মেনকালের কথা বৃক্ষের গুড়ি যাত্রিরদিগকে দর্শন করান এবং ঐ গুড়ির উপরে মহাদেবের এক পতাকা আছে ও তাহার তলে নীলকণ্ঠের এক প্রস্তরনিৰ্ম্মিত প্রতিমূৰ্ত্তি আছে এবং সেই স্থানের নিকটে ত্রিশূল কুণ্ডনামক একটা অতি আশ্চৰ্য্য চৌবাচ্চ আছে তাহ ১৬০ হস্তপরিমিত পরিসর এবং তাহার চতুৰ্দিগ প্রস্তরেতে মণ্ডিত সেই স্থানে যে একটা জলাকর আছে তাহ অক্ষয়শীয় অর্থাৎ সৰ্ব্বদা ঐ আকরহইতে জল উঠিতেছে । দ্বিতীয়তঃ বৈদ্যনাথের নিকটে তপস্তবননামক এক বন আছে তৃতীয়তঃ তস্লৈখ্যতকোণে চৌল পৰ্ব্বতনামক এক পবিত্র স্থান আছে। চতুর্থত: তাহার এক ক্রোশ পশ্চিমে নন্দননামক এক বন আছে । ( ১৩ আগষ্ট ১৮৩১ । ২৯ শ্রাবণ ১২৩৮ ) ভারতবর্ষের দেবালয়ে ব্রিটিস গবর্ণমেণ্টের প্রাপ্তি –লণ্ডন নগরের কোম্পানি বাহাদুরেরদের অংশি শ্ৰীযুত পাইগুর সাহেব নীচে লিখিতব্য দেবালয়ে ব্রিটিস গবর্ণমেণ্টের গত সপ্তদশ বর্ষের মধ্যে কত টাকা প্রাপ্তি হয় তন্মধ্যে এই তফসীল করিয়াছেন । গত সতর বৎসরে শ্ৰীক্ষেত্রে যাত্রিরদের স্থানে খরচা বাদে প্রাপ্তি । సెసె పి చి (t Q গত ষোল বৎসরে গয়াতে যাত্রিরদের স্থানে খরচ বাদে প্রাপ্তি। 86 @ s切*や● গত ষোল বৎসরে প্রয়াগে যাত্রিরদের স্থানে খরচা বাদে প্রাপ্তি । >Q>8ー&s o গত সতর বৎসরে দক্ষিণ দেশে ত্রিপেটি তীর্থে যাত্রির স্থানে খরচা বাদে প্রাপ্তি। ২০৫৫৯৯০ সৰ্ব্বস্থদ্ধ | 委 & 银 २०२२>&० ( ৯ মে ১৮৩২ । ২৮ বৈশাখ ১২৩৯ ) সংপ্ৰতিকার হরিদ্বারের মেলা । [ আমারদের নিজ পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত এই সম্বাদ । ] দ্বাদশ বৎসরান্তে এতদ্বর্ষে হরিদ্বারে যে কুম্ভ মেলা হয় তন্নিমিত্ত পূর্বে অনেক আয়োজন হইয়াছিল বিশেষতঃ চারি ওখারার গোস্বামিরা এক বৎসর পূৰ্ব্বে তথায় সমাগত হইয়া আপনারদের নিশান প্রোথিত করিয়া এবং স্ব২ দেবমন্দিরে নানা অলঙ্কার বস্ত্রাদি প্রস্তুত করত পূজোপবেশনীয় স্থানসকল মেরামত করাইলেন এবং শত২ মোন স্বজি ফুটকলাই ঘৃত লবণ কাষ্ঠ গুড় তণ্ডুল চিনিপ্রভৃতি প্রস্তুত করিয়া রাখিলেন । বাণিজ্যকারির সুজি এবং অন্যান্য বিক্রেয় দ্রব্য সকল সংগ্ৰহ করিয়া রাখিল এবং তৎস্থাননিবাসি ব্যক্তিরদের যাহার যে ঘর ও স্থান ছিল তাহারা অগ্রেই তাহার ভাড়া দিল এবং ঐ সময়ে এক২ কুঠরীর ভাড়া ৪০ টাকা করিয়া এবং চতুরস্র দুই হাত স্থানের ভাড়া ২ টাকা করিয়া ভাড়াওয়ালারদের স্থানে লইতে লাগিল । যে সকল রাজা ও অন্যান্য ধনি ব্যক্তির তথায় যে বাড়ী ঘর ছিল পাছে কোন লোক সে সকল স্থান দখল না করে তাহারা দিন থাকিতে আপনারদের লোক প্রেরণ করিয়া তাহ আটক করিয়া রাখিলেন ।