পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম @@@ করেন যে পুনর্বার অপর পক্ষের সময়ে ইন্দ্রছায় হইবেক এবং যেরূপ জলবৃদ্ধি শ্রাবণ মাসে হইয়াছে ইহাপেক্ষ যদ্যপি অপর পক্ষ সময়ে আরবার ৭৮ হস্ত পরিমাণে জল বৃদ্ধি হয় তবে মৎস্তোদরী হইবার সম্ভাবনা অর্থাৎ কাশীর দক্ষিণ খণ্ডে বটুক ভৈরব বৈদ্যনাথের কিঞ্চিৎ পশ্চিমাংশে মৎস্তোদরী নামে এক তীৰ্থকুণ্ড আছেন তাহাতে গঙ্গার জল গমন করিলেই মৎস্তোদরী হয় কেহ২ কহেন গঙ্গার জল কাশীর পঞ্চ ক্রোশ বেষ্টন করিলে মংস্তোদরী হয় যাহা হউক ইহার একমত হইলেই উভয় মতের সংস্থাপনের সম্ভাবন যদ্যপিও এ মহাপুণ্যজনক বিষয় বটে তত্ৰাপি বিশ্বেশ্বর না করেন যে এমত দুর্ঘট ঘটনা না ঘটে কেন না ৮০ বৎসর গত হইল একবার মৎস্তোদরী হইয়াছিল তাহাতে কাশীবাসিরা বিষম বিদশাপন্ন হইয়াছিলেন এই ইন্দ্ৰদ্যুম্ন হওয়াতেই দশাশ্বমেধের ঘাটের সমীপে গোদাবরীর পুলের উপর দুই হাত জল উঠিয়াছিল এবং ঐ পুলের কিঞ্চিৎ উত্তরাংশে ভূতেশ্বর শিবের বেদীর নীচে যে পথ তাহাও জল প্লাবনে ৭ দিবস রুদ্ধ হইয়াছিল । ( ১৫ সেপ্টেম্বর ১৮৩২ ৷ ১ আশ্বিন ১২৩৯ ) কুরুক্ষেত্র –গত ১২ ভান্দ্রের পত্রে বোধিত হইল পূৰ্ব্বাপেক্ষ দুই হাত জলবৃদ্ধি হইয়া পূৰ্ব্ববং ইন্দ্ৰদ্যুম্ন ও ভাস্কর পুষ্কর হইয়াছে অধিকন্তু কাশীর দক্ষিণ পণ্ডে দুর্গাবাড়ীর ঈশান ভাগে কুরুক্ষেত্র নামে তীর্থ কুণ্ড রহিয়াছেন ঐ কুণ্ডে জাহ্নবীর জল আসিয়া পরিপূর্ণ হইলে মহ২ যোগ হয় কিন্তু বহু দিবস এরূপ সংমেলন হয় নাই কারণ ঐ কুরুক্ষেত্রের সমীপে শ্ৰীমন্ত মহারাজাধিরাজ অমৃত রাও ভাও পেসোয়া বাহাদুরের সৈন্য থাকিত । কুরুক্ষেত্রের সহিত গঙ্গার মেলন কালে ঐ স্থানের চতুর্দিক জলাকীর্ণ হইয়া রাজসেনারদিগের আশ্রম পীড়া জন্মাইত একারণ উক্ত শ্ৰীমন্ত মহারাজ ঐ জল আসিবার প্রবল যে নল ছিল তাহ রোধ করিয়াছিলেন তদবধি কুরুক্ষেত্র হয় নাই এবৎসর ১০ ভান্দ্রের রাত্রিযোগে জলের বেগে ঐ নলের প্রস্তর ছুটিয়া গঙ্গা আসিয়াছেন ইতি –চন্দ্রিক ( > ডিসেম্বর ১৮৩২ । ১৭ অগ্রহায়ণ ১২৩৯ ) আসামদেশের উমানন্দ পৰ্ব্বতের অঙ্গ হীন –গত আশ্বিন মাসের ২২ অবধি ২৪ পর্য্যন্ত যে ঝড় হইয়াছিল তাহাতে সৰ্ব্বদেশেই বিপদ ঘটিয়াছে.ঐ ঝড়ে যে অসম্ভব ব্যাপার হইয়াছে তাহ লিখি কখন শুনা যায় নাই যে ঝড়ে পৰ্ব্বত পড়ে ঐ ঝড়ে তাহাও পড়িয়াছে অর্থাৎ ব্রহ্মপুত্র নদের মধ্যে স্থিত ভস্মাচলনামক পৰ্ব্বত তাহাতে শ্ৰীশ্ৰীউমানন্দ নাম ধারণপূৰ্ব্বক ত্ৰৈলোক্যনাথ মহাদেব বিরাজমান ঐ পৰ্ব্বতের দক্ষিণদিগে প্রায় দশবার হস্ত পরিমাণ এক খণ্ড খসিয়া পড়িয়াছে এমত অসম্ভব কাণ্ড কখন হয় নাই গত বৎসর ঐ পৰ্ব্বতের এক বৃক্ষ উৎপাটন হওয়াতে দেশের অনেক অমঙ্গল দর্শন হইয়াছিল তাহা কি লিখিব এবৎসর এই কুলক্ষণ দেখিয়া রাজ্যের অলক্ষণ বিচক্ষণের বিবেচনা করিতেছেন যেহেতু কথিত আছে যে ঐ পৰ্ব্বতের