পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ጭU মংবাদ পত্রে মোকাসের কথা নাই তাহারদের নাম ঐ দিবসের সভায় উল্লেখ করিতে নিষেধ হইল আগামিতে শুনিবেন। চাদার নিমিত্ত যে কএকখান বহি পরে প্রস্তুত হইয়াছিল ঐ সভায় উপস্থিত করাতে খ্ৰীযুত বাৰু কাশীনাথ বন্দ্যোপাধ্যায় ২ খান শ্ৰীযুত বাবু শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় ১ খান শ্ৰীযুত বাৰু বৈষ্ণবদাস মল্লিক ১ খান বহি লইয়া কহিলেন আমারদিগের অনেক আত্মীয় স্বজনগণের ইহাতে স্বাক্ষর হয় নাই তাহারদিগের স্বাক্ষরাঙ্কিত করাইব । অপর শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ ভট্টাচাৰ্য্যকতৃক সহমরণ মীমাংসাপত্র পূৰ্ব্বে সংক্ষেপক্কপে প্রস্তুত হইয়াছিল পরে তাদৃশ মীমাংসাপত্র ভূরি প্রমাণদ্বারা প্রস্তুত হইয়াছে তাহ সমাজে অর্পণ করিলেন । সম্পাদকের নিকট রাখিতে অনুমতি হইল প্রয়োজনমতে দিবেন সতীসংহিতানামক গ্রন্থ সংগ্রহকারকের প্রেরিতপত্র পাঠে তাহাকে সভার আহবানের অনুমতি হইল পরে নানাস্থানহইতে যে সকল পত্র আসিয়াছিল তাহাপ্রবণে সদুত্তর লিথিতে অনুমতি হইল। সম্পাদকের শেষ প্রশ্ন নিয়ম হইয়াছে ষেপৰ্যন্ত আরজী বিলাত না যাইবেক ত্বাবৎকাল প্রতি রবিবারে বৈঠক হইবেক কিন্তু আগামি রবিবার মহাবিষুবসংক্রাস্তি সে দিবস বৈঠক হইবেক কি না। অনুমতি হইল তাহার পর রবিবারে বৈঠক হইবেক । অধ্যক্ষদিগের প্রশ্নমতে নীচের লিখিতব্য কএক জন অধ্যক্ষ নিযুক্ত হইলেন । শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিপ্রায়ে। শ্ৰীযুত বাবু রামমোহন দত্ত । শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু দুর্গাচরণ দত্ত । শ্ৰীযুত নীলমণি ন্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্য। শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেবের অভিপ্রায়ে । শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য। শ্ৰীযুত নিমাইচাঁদ শিরোমণি ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু সত্যচরণ ঘোষাল । শ্ৰীযুত কান্তিচন্দ্র সিদ্ধান্তশেখর ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু নীলমণি দত্ত । শ্ৰীযুত বাবু আশুতোষ দেবের অভিপ্রায়ে শ্ৰীযুত বাবু শ্ৰীকৃষ্ণ বসাক । শ্ৰীযুত জয়নারায়ণ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের অভিপ্রায়ে । শ্ৰীযুত নাথুরাম শাস্ত্রী । শ্ৰীযুত বাবু রামজয় তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য । শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ চৌধুরী। শ্ৰীযুত শম্ভুচন্দ্র বাচস্পতি ভট্টাচাৰ্য্য । । শ্ৰীযুত বাবু শিবচন্দ্র দাসের অভিপ্রায়ে । শ্ৰীযুত বাবু ভগবতীচরণ গঙ্গোপাধ্যায়ের অভিপ্রায়ে। শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়। শ্ৰীযুত বাবু শিবচন্দ্র দাসের দ্বিতীয় প্রশ্ন তাহাতে শ্ৰীযুত বাবু আশুতোষ দেবের সাহায্য ষে আমারদিগের ধৰ্ম্মশাস্ত্রে নিন্দাসূচক যে সকল নিয়মিত গ্রন্থ বা সম্বাদপত্র মুদ্রাঙ্কিত হইয়া প্রকাশ হইয়া থাকে তাহ ধনুদানদ্বারা প্রতিপালন বা উন্নতি করা আমারদিগের কৰ্ত্তব্য নহে তাহাতে শ্ৰীযুত বাবু গোকুলনাথ মল্পিক উত্তর করিলেন যে মূল্য দিয়া লওয়া দূরে থাকুক বিনামূল্যে দিলেও গ্রহণ করা উচিত নহে ইহাতে সকলেই সম্মত হইলেন শেষ শ্ৰীযুত বাবু ভগবতীচরণ গঙ্গোপাধ্যায় কহিলেন চন্দ্রিকাকার সকল গ্রন্থাদি লইতে পারিবেন ইহাতে সকলের মত হইল । সং চং