পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ❖ጳፋ ( ১ মে ১৮৩০ । ২০ বৈশাখ ১২৩৭ ) ধৰ্ম্মসভার একাদশ বৈঠক।-—গত ৭ বৈশাখ রবিবার ধৰ্ম্মসভাধ্যক্ষদিগের বৈঠক হইয়াছিল পূৰ্ব্ব বৈঠকের বিবরণ অবগত হইয়া বিবেচকগণের পুনৰ্ব্বার বৈঠককরণের অনুমতি হইল এবং সমাজের অন্য২ বিষয়াবগত হইয়া বিহিত অনুমতি হইল। অপর প্রযুত বাৰু শ্ৰীনারায়ণ সিংহ অধ্যক্ষতায় নিযুক্ত হইয়াবধি অনবকাশতাপ্রযুক্ত সভায় আগমন করিতে পারে নাই ঐ দিবস আগমন করিয়াছিলেন এবং শ্ৰীযুত রায় রত্ব সিং ও শ্ৰীযুত রায় গিরিধারী লাল বাহাদুর সভায় আগমন করিয়া বিষয়াবগতিপূর্বক সন্তুষ্ট হইয়া আপন২ মত ব্যক্ত করিলেন অর্থাৎ ইহাতে র্তাহারা সম্মত আছেন এবং সমাজের সাহায্যকরণে নিতান্ত বাঞ্ছিত হইলেন। শ্ৰীযুত সিংহ জমীদার বাবু চাদার বহি তাহার নিকট পাঠাইতে অনুমতি করিলেন। শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের অভিপ্রায়ানুসারে শ্ৰীযুত জগন্মোহন তর্কসিদ্ধান্ত ও শ্ৰীযুত বিশ্বনাথ ভট্ট ও শ্ৰীযুত শ্ৰীকান্ত তর্কপঞ্চানন অধ্যক্ষতায় নিযুক্ত হইলেন । অপর শ্ৰীযুত বাবু কাশীনাথ বন্দ্যোপাধ্যায় পূৰ্ব্বে চাদার স্বাক্ষর করিবার বহি তিনখান লইয়াছিলেন তাহা তিন জিলায় প্রেরণ করিয়াছেন পুনৰ্ব্বার একখান বহি চাহিয়া লইলেন কোন জিলাহইতে র্তাহার নিকট কেহ চাহিয়া পাঠাইয়াছেন তথায় প্রেরণ করিবেন শ্ৰীযুত বাৰু মধুসূদন রায় সমাজে প্রার্থনা করিলেন আমাকে একখানি চাদার বহি দিলে আমার আত্মীয়বর্গের প্রার্থনা পূর্ণ করিতে পারি অহুমতি হইলে তৎক্ষণাৎ রায় বাবুকে একখানি বহি দেওয়া গেল। সতীর আরজী বিলাত পাঠান বিষয় বিবেচকগণের বৈঠকের পর পাঠকগণকে অবগত করাইব । সং চং । ( ৩১ জুলাই ১৮৩০ । ১৭ শ্রাবণ ১২৩৭ ) ধৰ্ম্মসভার বৈঠক —.এক্ষণে সভার বৈঠক কি প্রকার হইবেক । তাহাতে উক্তি হইল প্রতিমাসের প্রথম রবিবারে বৈঠক হইবেক । ইতিমধ্যে যদ্যপি কোন বিশেষ কৰ্ম্মের আবশ্বকত হয় সম্পাদক প্রয়োজনমতে সভায় আহবান করিতে পরিবেন । অপর স্থির হইল সমাজের এক প্রধান কৰ্ম্ম সতীর আরজী বিলাত পাঠান তাহা হইলে এক্ষণে এক বাটপ্রস্তুতনিমিত্ত উদ্যোগ আবখক । কিন্তু যে পৰ্য্যন্ত ধৰ্ম্মসভার বাটপ্রস্তুত না হইবেক তাবৎকাল বৈঠকের স্থানের নিমিত্ত শ্ৰীযুত বাৰু গোকুলনাথ মল্লিক ভারগ্রহণ করিয়াছেন আয় ব্যয় বিষয়ের বিবেচনা নিমিত্ত তত্ত্বাবধারকদিগের নিকট পত্র প্রেরণদ্বারা সম্পাদক কৰ্ম্ম সম্পন্ন করিবেন। পরস্তু সমাজের নিয়মপত্র বিশেষরূপে প্রস্তুত হয় নাই কেবল স্থলবিবরণদ্বারা এ পৰ্যন্ত কৰ্ম্ম হইয়াছে এক্ষণে নিয়মপত্র প্রস্তুত করা আবশ্বক বিধায় শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও ঐযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভারাপণ হইল তাহারা ভারগ্রহণপূর্বক কহিলেন শীঘ্র প্রস্তুত করিয়া সমাজে অর্পণ করিবেন অধ্যক্ষগণের বিবেচনাসিদ্ধ হইলে মুদ্রিত হইয়া প্রকাশ পাইবেক । ইত্যাদি কৰ্ম্ম সমাপনাস্তে শ্ৰীযুত বাৰু রামকমল সেন উঠিয়া সমাজকে সম্বোধনপূর্বক কহিলেন ধৰ্ম্মসভাস্থাপনে এবং সমাজের প্রধান סיף