পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

氰 (tyé এমত কৰ্ম্ম কে করিতে পারেন । উত্তর করিলে কাহার কি করা যায় সভাধ্যক্ষ মহাশয়েরদিগের হাকিমত্ব ভার নাই যে তদ্বারা কেহ কাহার কিছু দণ্ড করিবার ক্ষমতা রাখেন তবে লোক লজ্জাভয় কিন্তু সভায় না আইলে সে ভয়ে কে ভীত হন। পরন্তু ধর্মের নিকট অপরাধী হইবেন ইহার সন্দেহ কি “যএব লোকঃ সএব ধৰ্ম্মঃ” ইত্যবধানে লোকতঃ ধৰ্ম্মতঃ সকলেই রক্ষা করিতেছেন এপৰ্য্যস্ত কাহার মাৎসৰ্য্যাদি দেখি নাই ইহাতেই নিতান্ত সাহসপূর্বক অক্ষোভে সমাজকে সকল বিষয় জ্ঞাত করিয়া থাকি এবং করিব এমত মানস আছে । মহাশয়েরা আমার এই বক্তৃতামধ্যে যদি কোন দোষ বুঝিয়া থাকেন তদোষ মার্জনা করিতে আজ্ঞা হইবেক অামি মহাশয়েরদিগের অনুমতানুসারে যে কৰ্ম্মে নিযুক্ত আছি তাহার ক্রটি স্বীয় বুদ্ধ্যনুসারে করিব না এই অভিলাষ । যদ্যপি আমার ভ্রমবশতঃ অথবা অপারগতা জন্য সমাজের কোন কৰ্ম্মের ক্রটি হইয়া থাকে তাহাও মহাশয়েরা আমাকে দয়াপূর্বক মার্জনা করেন পরম মঙ্গল না করেন তজ্জন্য যে দণ্ড বিধান করিবেন তাহ অবশ্যই স্বীকার করিব আমি এপর্য্যন্ত এই কৰ্ম্ম করিতেছি শুদ্ধ কেবল ধৰ্ম্ম রক্ষা হয় আর ধাৰ্ম্মিকসকলের মান রক্ষা পায় আর বিপক্ষ পক্ষে হাস্য না করিতে পারে মহাশয়ের এসকল বিষয় বিলক্ষণ জ্ঞাত আছেন অধিক বক্তৃত বাহুল্য । সংপ্রতি অনুমতি হইলে অন্তকার আহবান বিষয়ের বিষয় অবগত করাই যদ্যপিও তাবৎ অধ্যক্ষ এপর্য্যন্ত উপস্থিত হন নাই তাহাতেও সমাজের কৰ্ম্মের ব্যাঘাত হইতে পরিবেক না যেহেতুক সমাজের নিয়মপত্রের ৮ ধারায় লিখিত আছে মাসিক বৈঠকে সভ্যগণের মধ্য পঞ্চ জন সভাস্থ হইলে সভার কৰ্ম্ম সম্পন্ন হইতে পারিবেক পঞ্চজনের নূ্যনে সভা হইতে পারিবেক না । অপর ঐ নিয়মপত্রের ১০ ধারায় লেখেন কোন বিষয়ে সভ্যগণের মতের অনৈক্য হইলে বহুবাদির সম্মত বিষয় কৰ্ত্তব্য হইবেক তাহাতে কেহ আপত্তি করিতে পারিবেন না । ইহাতে সভাস্থ কাহারো কোন আপত্তি ব্যক্ত হয় নাই বরঞ্চ সকলেই সন্তুষ্টতাই প্রকাশ করিলে গত বৈঠকের বিবরণবগত হইয়া সমাজ জিজ্ঞাসা করিলেন যে অস্তকার বৈঠকে নূতন বিষয় কি উপস্থিত আছে প্রকাশিত হউক তৎপরে প্রথমে নবদ্বীপ নিবাসি শ্ৰীযুত রামলোচন ন্যায়ভূষণ ভট্টাচার্য্যের এক লিপি পাঠ হইল তদবিকল এই ৷ কল্যাণীয় শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ধৰ্ম্মসভাসম্পাদক মহাশয়েষ্ণু। নবদ্বীপ সমাজস্থ শ্রীরামলোচন শৰ্ম্মণ: শুভাশিষাংরাশয়ঃসন্তু বিশেষঃ । আমি শ্ৰীকালীনাথ মুন্সীর বাটতে সামাজিকতা করিয়াছি বলিয়া আমি আপনি অপমানিত হইয়াছি আমি মুন্সীর বাটতে কিম্বা তাহার সম্পৰ্কীয় ব্যক্তির সামাজিকতা করিতে ক্ষান্ত হইলাম ইহা জ্ঞাপনার্থ লিখিলাম ইহা সকল দলপতি মহাশয়েরদিগকে জ্ঞাত করিবেন ইতি । এই পত্র শ্রবণে সমাজকর্তৃক জিজ্ঞাসিত হইল যে ভট্টাচাৰ্য্য কোন দলস্থ তাহাতে জানিলেন খ্ৰীযুত মহারাজ শিবকৃষ্ণ বাহাদুরের দলস্থ ইহাতে সমাজের মত হইল রাজা বাহাদুর ভট্টাচাৰ্য্য মহাশয়ের দোষ মার্জনা করিয়া স্বীয় দলে নিমন্ত্রণ চলিত করিলে সৰ্ব্বত্র চলিত হইবেন।