পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgৱাদপত্রে শেকালেৰ কথft في مياه সংসর্গ না হয় ইহাও ধৰ্ম্মসভার তাৎপৰ্য্য।” উত্তর ধৰ্ম্মসভার এ নিয়মের ব্যাঘাত পূর্বেই হইয়াছে কেননা খ্ৰীযুত বাবু কালীনাথ চৌধুরীকে একঘরিয়া করণার্থে সম্পাদক বহুতর পরিশ্রম করিয়াছিলেন বটে কিন্তু তিনি ধৰ্ম্মসভার অন্তঃপাতি এক প্রধান দলপতির দলভূক্ত হইয়া স্বচ্ছন্দে বিরাজ করিতেছেন এবং ধৰ্ম্মসভার প্রধান ধৰ্ম্ম স্ত্রীদাহ যাহার নিমিত্তে ঐ সভার সৃষ্টি হইয়াছে শ্ৰীশ্ৰীযুত গবৰ্ণমেণ্টের আজ্ঞানুসারে ঐ ধর্মের উচ্ছেদ হয় অতএব তাহাকে এবং অন্যান্য ইঙ্গরেজদিগকে ঐ ধৰ্ম্মদ্বেষী কহিতেছেন কিন্তু ঐ সমাজাধিপতির মধ্যে অনেকের বাড়ীতে দুর্গোৎসবাদি ব্যাপারে অগ্ৰেই শ্ৰীশ্ৰীযুত গবৰ্ণমেণ্টের নিমন্ত্রণ এবং অন্যান্য ইঙ্গরেজকে নিমন্ত্রণ করিয়া তাহারদের আহারাদি করাইয়া থাকেন এবং শ্ৰীযুত বাবু ভগবতীচরণ মিত্রজ যিনি ধৰ্ম্মসভার এক প্রধান সাহায্যকারী তিনিও স্বেচ্ছাধীন সতীদ্বেষির হস্তে আপন কন্যা সম্প্রদান করিয়াছেন এইক্ষণে সম্পাদক মিত্র বাবুকে একঘরিয়া করেন কি তাহার জাতি মারেন তাহাও দেখা যাইবেক ইহা মনেও করিবেন না যে সমাজ হইতে মিত্র বাবুর কোন অকুপকার হইতে পারে যেহেতুক তিনি ভাগ্যবান দলাদল করিয়া ধৰ্ম্মসভা কেবল গরীব ব্রাহ্মণ পণ্ডিতেরই বিত্তচ্ছেদ করিতে পারেন যেহেতুক তাহারা কিঞ্চিৎ প্রত্যাশায় বাবুরদের নিকটে ছায়ার ন্যায় উপাসনা করেন কিন্তু বড় লোকের প্রতি যে ধৰ্ম্মসভার নিয়ম সে কেবল সম্পাদকের মুখেই রহিয়াছে ফলে কিছুই হয় নাই নহিলে দেখুন ধৰ্ম্মসভার পরমধৰ্ম্ম যে স্ত্রীহত্যা তাবৎ ইঙ্গরেজেরা তাহাতে দ্বেষ করেন তথাপি ঐ সমাজাধিপতিরাণ্ড তাহারদিগের গোসামোদ করিয়া বেড়ান র্তাহারদিগের সাক্ষাতে কেহ এ কথা বলিতে পারেন না যে তোমরা হিন্দুর ধৰ্ম্মদ্বেষী কেননা যদ্যপি তাহারদের রাগ হয় তবে বেতন কাটা যাইবার সম্ভব তবে যে সম্পাদক বারবার বকেন ইহার কারণ র্তাহার অস্তরের বেদনা যেহেতুক তাহার হস্তের মুখ উঠিয়া গিয়াছে এখনও স্ত্রীহত্যাকরণের প্রত্যাশায় রাজ্যাধিপতির গোচরার্থে ওলাউঠা রোগে যে স্ত্রীলোক মরিয়াছে গত বৃহস্পতিবারের চন্দ্রিকায় তাহাকেও পতিপ্রাণী সতী বলিয়া লিখিয়াছেন তাহার বিস্তারিত এই যে জিলা হুগলির অন্তর্গত স্থখরিয়া গ্রামের শ্ৰীযুত কাশীগতি মুস্তৌকীর এক প্রজা জগন্মোহন যোগী যে দিনে সে মরে দৈবায়ত্ত তাহার স্ত্রীও ঐ দিবসে ওলাউঠা রোগে মরিয়াছে যদবধি ওলাউঠা রোগের প্রাবল্য হইয়াছে তাহার মধ্যে নানা দেশহইতেই সম্বাদ আসিয়াছে যে এক২ দিবসের মধ্যে এক২ বাড়ীর পাচ সাত জন মরিয়াছে কিন্তু ঐ খলরোগে এই স্ত্রী পুরুষ উভয়ের এককালীন মৃত্যু হওয়া শ্রবণে সম্পাদক কতই রচিয়াছেন যে ইহাতেই প্রধানেরা বোধ করিবেন স্ত্রীহত্যাও সত্য২ পরমধৰ্ম্ম হায় কি ভ্রম যাহার দূরদেশহইতে আসিয়া ভারতবর্ষ শাসিত করিয়াছেন এমত বুদ্ধিশালি লোকেরাও স্ত্রীহত্যাকে ধৰ্ম্ম বোধ করিবেন ইহাও বুদ্ধিতে লয় যাহা হউক চন্দ্রিকাকারের সাজান পাগলামি কএক পংক্তি জ্ঞানান্বেষণে মুদ্রিত করিলাম অকুমান করি তাহ পাঠকবর্গের পরিহাসের কারণ হইবেক তাহ এই ষে "সস্তামের পিতার জীবনের আশপরিত্যাগে রোদনপূর্বক গঙ্গাযাত্রার উদ্যোগে খট্রাদি অন্বেষণ করিতে প্রবর্ত হইল ইতিমধ্যে জগন্মোহনের স্ত্রী নিকটবৰ্ত্তিনী হইয়া কহিতে লাগিল হে প্রভু আপনি স্বস্থান