পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মই বাদ শত্রে ক্তেনকালের কথা سياسيl& আছে যেহেতুক সমাজের বিচাৰ্য্যবিষয় ইত্যাদি তাহাতে মল্পিক বাৰু ৬ মাঘে তাহার উত্তর লেখেন । ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত বাৰু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্ৰীচরণান্ধুজেষু । প্রণামাঃশতকোটি শত সহস্র নিবেদনঞ্চাগে মহাশয়ের শ্রীচরণ প্রসাদাৎ এদাসাচুদাসের সুখমোক্ষ লাভ বিশেষ নিবেদন । পরস্তু ৪ মাঘের রত্নাবলি পত্রে ( কস্যচিৎ ধৰ্ম্মসভার নিয়মাবলম্বি পক্ষপাত রহিতস্ত ) ইত্যঙ্কিত যে পত্র প্রকাশ পাইয়াছে তদুত্তর বিষয় ধৰ্ম্মসভার বিচাৰ্য্য এপ্রযুক্ত তল্লেখকের নাম চাহিয়াছেন অতএব এ বিষয়ে আমার যাহা বক্তব্য থাকে তাহা আগামি রবিবারের সমাজে অবশ্য ব্যক্ত করিব ইহা শ্ৰীচরণে নিবেদন ইতি ৬ মাঘ । সেবক শ্ৰীজগন্নাথপ্রসাদ দাস বসোঃ । রত্নাবলি পত্রাধ্যক্ষের উত্তরে সম্পাদককতৃক বিবেচ্য হইল যে এবিষয় অবশ্য সমাজে গ্রাহ হইয়া বিচার যোগ্য হইতে পরিবেক অতএব উচিত শ্ৰীযুত বাৰু আশুতোষ দেবকে ইহা জ্ঞাত করাণ যায় তিনি একথা স্বীকার করেন কি না ইতিবোধক এক লিপি তাহার নিকট গত ৮ মাঘ পাঠান যায় তিনি তদুত্তরে এই লেখেন । পরমপূজনীয় ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত বাৰু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্ৰীচরণেষু — সংখ্যাতীত প্ৰণতি পুরঃসর নিবেদন মিদং মহাশয়ের ৮ মাঘীয় পত্রাবগতিপূর্বক অবিলম্বে উত্তর প্রদান করিতেছি পাণিহাট গ্রামের শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ রায়চৌধুরী মহাশয় ধৰ্ম্মসভার অধ্যক্ষ এক জন এবং সমাজের নিয়মপত্রের স্বাক্ষরকারী তিনি নিয়মাতিক্রম কৰ্ম্ম করেন এমত কদাচ সম্ভবে না অতএব সে স্থানে নিমন্ত্রণে কদাচ সঙ্কুচিত হইয়া গমন করি নাই যাহা হউক যদ্যপিও তথায় সতীদ্বেষি সংসগী কোন ব্যক্তি সভায় প্রবিষ্ট হইয়া থাকে তাহা আমি জ্ঞাত নহি তথাচ আমি এই কহিতেছি যে । BBBDS DBBB BBBBBBBBS S BBS BBBBBBBBBBBB BBBB S তন্নাশয়স্তু মে ধৰ্ম্মসভায়াঃ সাধব: ক্ষণাৎ । যেমত অজ্ঞানাদ্যদি বা মোহাৎ প্রচাবে তাধবরেষু যৎ । স্মরণাদেব তদ্বিঞ্চোঃ সংপূর্ণংস্তাদিতি শ্রুতি । ইত্যলং বিস্তরেণ লিপিরিয়ং ৯ মাঘ ১৭৫৪ শকাবাঃ । সেবক শ্রীঅণগুতোষ দেবস্ত । এতৎপত্র শ্রবণে সভাপতিকতৃক কথিত হইল দেব বাৰু নির্দোষী হইয়া প্রশংসনীয় হইলেন যেহেতুক সমাজের নিয়ম বিলক্ষণ পালন করিতেছেন ইহাতে শ্ৰীযুত বাবু কালাচাঁদ বস্থজও পৌষ্টিকতা করিয়া কহিলেন অবশুই ধন্যবাদের পাত্র বটেন তৎপরে শ্ৰীযুত বাৰু শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাৰু দুর্গাচরণ দত্তজপ্রভৃতি সভাস্থ সমস্তই তাহাতে সম্মত হইলেন । অপর ৩ পৌষের বৈঠকের অমুমতানুসারে শ্ৰীযুত বাবু ভগবতীচরণ মিত্ৰজর দোষি সংসর্গকরণবিষয়ে যে পত্র শ্ৰীযুত বাবু উদয়চাঁদ দত্তজকে লেখা গিয়াছিল তিনি তাহার যে উত্তর প্রদান করেন তাহা অবিকল এই ।