পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थर्श्वे (ఫీ శ్రీ ধৰ্ম্মসভার প্রতিজ্ঞাপত্ৰ । গৌড়দেশস্থ দক্ষিণরাঢ়ীয় কায়স্থ সমস্তকে ধৰ্ম্মসভার অনুমতানুসারে জ্ঞাপন করা যাইতেছে গত ২০ ফালগুণ রবিবার রাত্রে ধৰ্ম্মসভার বৈঠকে সভাধ্যক্ষ এবং সভাস্থ কুলীন ও মৌলিক কায়স্থসকলে বিবেচনাপূর্বক যে স্বনিয়ম করিয়া প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছেন তদবিকল নীচে লেখা যাইতেছে যিনি ঐ প্রতিজ্ঞায় সম্মত হইয়৷ সৰ্ব্বসাধারণে ব্যক্ত করিতে ইচ্ছুক হইবেন তিনি ধৰ্ম্মসভায় স্বেচ্ছামতসময়ে আসিয়া প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিতে পারিবেন এবং দূরদেশস্থ মহাশয়েরা পত্রের দ্বারা স্ব২ নাম ব্যক্ত করিলে স্বাক্ষরকারিদিগের শ্রেণীমধ্যে গণিত হইবেন ইতি ২৬ ফালগুণ ১২৪০ সাল ধৰ্ম্মসভা দপ্তর। ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীভবানীচরণ বন্দ্যোপাধ্যায়স্য । শ্ৰীশ্ৰীধৰ্ম্মসভা বরাবরেষু। $ প্রতিজ্ঞাপত্ৰমিদং কাৰ্য্যঞ্চাগে। শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ সিংহের নিমন্ত্রণপত্র প্রাপ্ত্যনন্তর শুনিলাম ঐ সিংহ বাবুর পিতৃবাপুত্রের বিবাহ শ্ৰীযুত বাবু মথুরানাথ মল্লিকের ভ্রাতৃকন্যার সহিত হইবে ইহাতে তৎসংসৰ্গাশঙ্কায় আমরা ঐ নিমন্ত্রণ পরিত্যাগ করিয়াছি কোনপ্রকারে ংস্রব করি নাই কিন্তু কএক জন ঘটক ও কুলীন ঐ সংসর্গ করিয়াছেন অতএব আমরা ঐক্যমতে সকলে প্রতিজ্ঞা করিলাম ঐ সংসগিদিগের সহিত কুলকৰ্ম্ম অর্থাৎ বিবাহাদি সম্বন্ধ করিব না অনাচারির জলদি ব্যবহারে ধৰ্ম্মলোপ হইতে পারে এ কারণ সৰ্ব্বতোভাবে সাবধান হইলাম ইতি লিপিরিয়ং ২০ ফালগুণন্ত ১৭৫৫ শকস্ত চ । ( ৫ এপ্রিল ১৮৩৪ ৷ ২৪ চৈত্র ১২৪০ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু।.ধৰ্ম্মসভার অধ্যক্ষ মহাশয়েরদিগের স্থানে আমরা প্ৰণিপাতপূর্বক কতিপয় প্রশ্ন করিয়া উত্তরাকাজি আছি। প্রথম প্রশ্ন। সকলের বিদিত আছে যে শাক্ত বৈষ্ণবেরদিগের ধৰ্ম্ম বিষয়মতের সর্বদ বিভিন্নতা বিশেষতঃ বলিদানেত্যাদি লইয়া বিপরীত মতামত ও বিরুদ্ধাচরণ তবে శ్రీ উভয়পক্ষীয় এক পক্ষ অত্যাজ্য ও অগ্রাহ না হইয়া সতীরীতি শাস্ত্রের বিপক্ষ মতাবলম্বি ব্যক্তিদিগের সহিত দলাদলির কারণ কি ! শাস্ত্রার্থবোধে বাদানুবাদ সপক্ষ বিপক্ষহওয়া অভিনব নহে। যদি বলেন সতীদ্বেষিরা অভক্ষ ভক্ষণ ও অপেয় পান করেন এরূপ জনরব আছে । তাহা হইলে কোলাচারি ও বিরাচারি তথা অধরামৃত ভক্ষকেরা ত্যাজ্য না হওনের হেতুবাদ কি । * দ্বিতীয় প্রশ্ন। যদি কোন ব্যক্তি জ্ঞানপূর্বক এতন্নগরস্থ কোন ধনির অর্থাপহরণ করিয়া যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত না করেন তবে তৎসন্তান ধৰ্ম্মসভার উপযুক্ত হইতে পারেন কি না । তৃতীয় প্রশ্ন। কিয়ংকাল হইল কোন প্রধান বংশোদ্ভব পরম মান্তব্যক্তি স্বেচ্ছাপূৰ্ব্বক সৰ্ব্বাস্তঃকরণের সহিত ত্বকচ্ছেদ ইত্যাদিপূৰ্ব্বক জবন ধৰ্ম্মাবলম্বন করিয়া আনারোনামি জবনি ዓ¢