পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रं । \ و e তৃতীয় প্রশ্ন এই যে আমারদের এই মহোল্লাষের আদি কারণ পরম দয়ালু শ্ৰীশ্ৰীযুত লার্ড উলিএম বেটাঙ্ক গবর্নর বাহাদুর অতএব তাহাকে এক ধন্যবাদ দেওয়া আমারদের উচিত কি না ইহাতে সভ্যগণের সম্পূর্ণ সম্মতি দিলেন যে তাহার ধন্যবাদ দেওয়া অতিকৰ্ত্তব্য চতুর্থ প্রশ্ন এই যে। শ্ৰীযুত রাজা রামমোহন রায় মহাশয়ের দ্বারা ঐ ধন্যবাদ পত্র বিলাতে পূৰ্ব্বোক্ত উভয় বিচার স্থানে অৰ্পিতহওনের বিষয়ে আপনারা কি অনুমতি করেন তাহাতেও সভ্যগণের আনন্দিতরূপে সম্মত হইলেন বিশেষতঃ সভ্যগণের এই অভিপ্রায় প্রকাশ করেন যে স্ত্রীহত্য নিবারণার্থে শ্ৰীযুত রাজা রামমোহন রায়ের যে পৰ্য্যন্ত পরিশ্রম ও নির্দয় স্ত্রীবধিরদের কটুক্তির ভাগী তিনি হুইয়াছেন বাঙ্গালির মধ্যে অন্য কাহারও এরূপ হয় নাই অতএব এতদ্বিষয়ে তাহাকে এক ধন্যবাদ দেওয়া অত্যাবশ্যক —জ্ঞানান্বেষণ । বিবিধ ( ৩০ এপ্রিল ১৮৩১ । ১৮ বৈশাখ ১২৩৮ ) ধৰ্ম্মকালেজ —ইদানীন্তন অনেকানেক অবিদিত নিজশাস্ত্র ছাত্রেরা কুতর্ক গকিব ংসর্গিকর্তৃক কি অদ্ভুত নিগূঢ় তত্ত্ব উপদেশে স্বমাৰ্গ রক্ষা না করিয়া কুমাৰ্গগামী হইয়া ধৰ্ম্মবর্গ ত্যাগ করিয়া অধৰ্ম্ম মার্গ প্রবল করিতেছেন ইহা দৃষ্টি করিয়া কোন শিষ্ট বদ্ধিষ্ণু ধৰ্ম্মিষ্ঠ মহাশয়ের ধৰ্ম্মবৰ্ম্মস্বরূপ ধৰ্ম্মকালেজনামক স্থবিদ্যা মন্দিরকরণ কারণ বীজ রোপণ করিবার উদ্যোগী হইয়াছেন এ বিষয় শ্রবণে সাধু সদাশয় জনে আনন্দসাগরে নিমগ্ন হইয়া কিপর্য্যস্ত উল্লসিত হইলেন তদবর্ণনে অসমর্থ আর আমারদিগের কতৃক জ্ঞাত হইল যে উক্ত ধৰ্ম্মকালেজে এক বিশেষ স্বরীতি সংস্থাপিত হইবেক যথা দিনশু সপ্তমে ভাগে বালকদিগের অগণ্য সৌভাগ্যোদয় জন্য মনের মালিন্ত ও পৈশুন্য ত্যাগহেতু দ্বৈপায়নাভিধান মহর্ষি বেদব্যাস প্রণীত মহাপুরাণ উপপুরাণাদি উক্ত চারি দণ্ড কাল তাবচ্ছাত্রে শ্রবণ করিবেন তাহাতে তাহাদিগের ঐহিক পারত্রিক অনর্থকারিক নাস্তিকতা দূর হইয়া পরমার্থ সাধিক আস্তিকতা দেদীপ্যমান হইবেক আমরা কায়মনে ধৰ্ম্মের নিকটে প্রার্থনায় নিযুক্ত হইলাম যে উক্ত ধাৰ্ম্মিক মহাশয়ের মানস ধৰ্ম্ম অচিরাৎ পরিপূর্ণ করুন । ( ৩০ জুন ১৮৩২ ৷ ১৮ আষাঢ় ১২৩৯ ) যোগির আগমন –এতন্নগরে প্রায় দুই তিন সপ্তাহাবধি অত্যন্ত জনরব হইয়াছে যে এক জন যোগী আগমন করিয়াছেন তিনি নানা স্থানে অর্থাৎ কএক দিবস শিবপুরে এবং কএক দিবস কলিকাতায় ছিলেন এক্ষণে ভূকৈলাশে অর্থাং শ্ৰীযুত মহারাজ কালীশঙ্কর ঘোষাল মহাশয়ের শ্ৰীশ্ৰীy পতিত পাবনীর বাটতে বিরাজ করিতেছেন তদশনার্থ বহুতর লোকের গমন হইতেছে তবৃত্তান্ত অনেকের শুশ্ৰষ্য জানিয়া আমরা যাহা দৰ্শন স্পৰ্শন এবং লোক প্রমুখাৎ অবগত হইয়াছি তাহা লিখি । ৭৬