পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সেনকালেৰ কথft ہ $وف বাস্পীয় কল বসান অপেক্ষা পুষ্করিণী খনন করা পরামর্শসিদ্ধ । কোনস্থানে পুষ্করিণী খনন করা উচিত এতদ্বিষয়ে লাটরি কমিটির পক্ষে শ্ৰীযুত চীফ মাজিস্কেটসাহেবের সঙ্গে পরামর্শকরণার্থ শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর ও শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক কমিটিস্বরূপ নিযুক্ত হন। শ্ৰীযুত বাবু কুঙার বনমালী লালের স্থানে চল্লিশ হাজারের মধ্যে যে বিংশতি হাজার টাকা প্রাপ্ত্যবশিষ্ট আছে তদৰ্থ তাহার নিকটে পত্রের দ্বারা নিবেদন করা যায় । উপস্থিত খরচার নিমিত্ত চাদার দ্বারা ক্ষুজরা টাকা সংগ্ৰহাৰ্থ অন্যান্ত লোকের নিকটে নিবেদন করা যায় এবং ধে স্বাক্ষরকারি মহাশয়েরদেরকতৃক মুদ্র প্রদত্ত হয় নাই তাহারদের নিকটে লিপিদ্ধার নিবেদন করা যায় । k ( ১৭ মে ১৮৩৪ । ৫ জ্যৈষ্ঠ ১২৪১ ) # কলিকাতার নর্দম। —অবগত হওয়া গেল যে ইঞ্জনিয়রসম্পৰ্কীয় শ্ৰীযুত কাপ্তান রিগিবি সাহেব এবং র্যাহারা ভিত্তিভেদ সুড়ঙ্গ করেন এমত যে ছয় জন ইঙ্গলগু দেশহইতে ভারতবর্যে পহুছিয়াছেন তাহারদিগকে কলিকাতার কোন২ স্থানে নর্দমাকরণকার্ষ্যের তত্ত্বাবধারণার্থ গবর্ণমেণ্ট নিযুক্ত করিয়াছেন । শহরের যে অংশ উত্তমকরণার্থ কোন উদ্যোগ করা যায় নাই অথবা যে অংশেতে বিশেষ মনোযোগকরণের আবশ্বক তাহা মাচুয়া বাজারের রাস্তার সন্নিহিত স্থান অতএব তাহার তত্ত্ব করিতেছেন । ( ১২ আগষ্ট ১৮৩৭ । ২৯ শ্রাবণ ১২৪৪ ) গঙ্গাতীরস্থ পথ —মূতন টেকশালের উত্তরাংশ লইয়া কিয়দ রূপৰ্য্যন্ত ভাটার সময়ে চড়া পড়ে তাহাতে পোলীসের প্রধান বিচারপতি ঐ স্থান আয়ত্ত করিবার নিমিত্ত ষে এক নকসা বাহির করিয়াছেন সে অত্যন্ত ব্যয়সাধ্য কিন্তু ঐ স্থান রাবিস দ্বারা ভরাট করিতে গেলে গঙ্গার কিনারা পোস্তাবন্দী করিতে হয় নতুবা জোয়ারের সময়ে ঐ রাবিস ভাসিয়া যাইতে পারে তাহাতে যে খরচ পত্র হইবেক স্থির করিয়াছেন বিবেচনা করিতে গেলে ঐ খরচ পত্র অল্পই বোধ হয় যদি ঐ স্থলে বাটী নিৰ্ম্মাণ করা যায় তবে এই রাজধানীর অত্যন্ত সৌন্দৰ্য্য বৃদ্ধি হয় কিন্তু তৎপূৰ্ব্বাংশে যে সকল বাট আছে সে সকল বাট কেলাইব ক্সিটের ন্যায় পশ্চাৎ থাকিবে ইহাতে তাহার মূল্য স্বল্প হইতে পারে । এতদেশের মধ্যে অন্যান্য স্থান গঙ্গায় ভাঙ্গিয়া পড়িতেছে কলিকাতাতে তাহার বিপরীত হইতেছে কেন না এইক্ষণে যে পৰ্য্যন্ত চড়া পড়িয়াছে আরো পশ্চিমাংশ কিঞ্চিৎ দূর লইয়া চড়া পড়িলে শাকে বান্ধিয়া পারাবারে যাইবার স্বসাধ্য হইতে পারে ইহাও অসম্ভাবনা নহে —জ্ঞানান্বেষণ ।