পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆచి সংৱাদ পত্রে মোকালের কথা ( ৬ এপ্রিল ১৮৩৯ । ২৫ চৈত্র ১২৪৫ ) কলিকাতার লাটরি —অনেকবৎসরাবধি কলিকাতাস্থ গবর্ণমেণ্টের যে লাটরি বৎসরে দুইবার হইত। এইক্ষণে তাহ ঋণহইতে মুক্ত হইয়াছে। বিশেষতঃ তাহার লভ্যাংশ কিঞ্চিং লইয়। কলিকাতা নগরের সৌষ্ঠবাৰ্থ ব্যয় করা যাইত। কএক বৎসর হইল যে ব্যাপারের দ্বারা কলিকাতা নগরের নানাপ্রকার সৌষ্ঠব হইয়াছে সেই ব্যাপার এককালে সম্পন্ন করিবার নিমিত্ত গবৰ্ণমেণ্টের স্থানে লাটরির কমিটি লাটরির উপস্বত্ব বন্ধক রাখিয়া কঞ্জ করিয়াছিলেন । এইক্ষণে ঐ ঋণ পরিশোধ হওয়াতে র্তাহারদের হস্তে টাকা সঞ্চয় সম্ভাবনা । সম্বাদ পত্র দ্বারা অবগত হওয়া গেল যে গবর্ণমেণ্ট সম্প্রতি নূতন এক লাটরি কমিটি নিযুক্ত করিয়াছেন । এবং কলিকাতা নগরের সৌষ্ঠব করণীয় ব্যাপারের তদারক করণার্থ নীচে লিখিত মহাশয়ের নিযুক্ত হইয়াছেন । শ্ৰীযুত ডি মাকফার্লন সাহেব সভাপতি । # শ্ৰীযুত মেজর আরবিন ও শ্ৰীযুত ডবলিউ পি গ্রান্ট শ্ৰীযুত এন আলেকজান্দর এবং শ্ৰীযুত বাবু রসময় দত্ত মেম্বর । শ্ৰীযুত কাপ্তান হাইড সাহেব সেক্রেটরীর কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিবেন। সরকারী বা সাধারণ লাটরির ব্যাপার বিষয়ে আমারদের অনেক আপত্তি আছে আমারদের বোধ হয় যে ঐ ব্যাপারেতে কেবল মহুষ্যের নীতি ভ্ৰষ্ট হইয়া জুয়াচুরী বৃদ্ধি হয় । যদ্যপি নগরীয় সৌষ্ঠবকরণার্থ গবর্ণমেণ্টের মনোযোগ থাকে তবে স্বীয় ভাণ্ডার হইতেই দান করিতে পারেন কিম্বা নগরীয় কোন বিষয়ের উপর নূতন মাস্থল বসাইতে পারেন কিন্তু প্রজারদের আসৌষ্ঠবকারি নীতি ভ্রংশক ব্যাপারের দ্বারা নগরের সৌষ্ঠব করা অতি বিবেচনা বিরুদ্ধ। বিশেষতঃ সরকারী লাটরি অপেক্ষ তাহা হইতে জন্মে যে অত্যন্ত প্রতারণা বদ্ধমূলক ক্ষুদ্র২ লাটরি তাহাতে অধিক অনিষ্ট হয়। কিন্তু গবর্ণমেণ্ট যে পৰ্য্যন্ত আপনারদের কলিকাতাস্থ নিজ জুয়ার প্রধান আকর না উঠাইবেন সেই পৰ্য্যস্ত নানা ক্ষুদ্র ২ জুয়ার আকর উঠাইতে সমর্থ হইবেন না । ( ৪ জুন ১৮৩১ । ২৩ জ্যৈষ্ঠ ১২৩৮ ) গঙ্গাসাগরে তেলিগ্রাপ –শ্রত হওয়া গেল যে গঙ্গাসাগরপর্য্যন্ত যে তেলিগ্রাপের শ্রেণী তাহা প্রায় প্রস্তুত এবং মাসৈক স্বয়ের মধ্যে তদ্বারা কাৰ্য্য নির্বাহ হইবে । ঐ তেলিগ্রাপসমূহ সরকারী ব্যয়েতে গ্রথিত হইয়াছে কিন্তু তাহার মাসিক খরচ কলিকাতার সওদাগর মহাশয়েরদের উপর পড়িবে। এতদ্রুপ তেলিগ্ৰাপস্থাপনেতে যে উপকার তাহ প্রায় সকলেই উপলব্ধ। এইক্ষণে খাজুরী ও গঙ্গাসাগরে জাহাজ পহুছনের সম্বাদ কলিকাতায় চব্বিশ ঘণ্টার মৃনে আগত হয় না কিন্তু তেলিগ্রাপের দ্বারা তৎস্থানে জাহাজ পন্থছনের সম্বাদ কলিকাতায় অল্প মিনিটের মধ্যে প্রাপ্ত হওয়া যাইবে । এবং যে জাহাজ উজানে কি