পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woë মংবাদ পত্রে সেকালের কথা উঠাইলেও পুনৰ্ব্বার পড়ে পরে বন্দিপুর অবধি নদীর অনেক বাক আছে অতএব বন্দিপুরহইতে দক্ষিণ পূৰ্ব্বাংশে বালির খালপৰ্য্যস্ত এক খাল কাটনের প্রস্তাব হইয়াছে। বন্দিপুরহইতে বালির খাল ৮ ক্রোশ অস্তর। প্রথম পাণ্ডুলেখ্য এই । দ্বিতীয় পাণ্ডুলেখ্যেতে এইমাত্র বৈলক্ষণ্য আছে যে বন্দিপুরহইতে বালির খালপৰ্য্যন্ত খাল ন কাটাইয়া গোপালনগরহইতে বৈদ্যবাটপর্য্যস্ত এক খাল কাটা যায় এই স্থান সাড়ে চারি ক্রোশ অন্তরিত মাত্র ইহাতে কিঞ্চিৎ কম খরচ পড়ে বটে কিন্তু তাহা হইলে গোপালনগরের উজানের নদীর যে কৌটিল্য ভাব আছে তাহ থাকে তাহার প্রতিকার প্রথমোক্ত পাণ্ডুলেখ্যেতে হইতে পারে । তৃতীয় পাণ্ডুলেখ্য এই ষে একেবারে কানানদী স্পর্শ না করিয়া দক্ষিণ পূৰ্ব্ব দিগে সলালপুরহইতে বিজলি জলার নিকট গুয়ানদীপৰ্য্যস্ত এক খাল কাটা যায় এই খাল সাড়ে তিন ক্রোশপর্য্যস্ত কাটিতে হয় । ঐ ক্ষুদ্র গুয়া নদী ঐ জলাঅবধি আরম্ভ হইয়া গোপালনগরের নীচে কানা নদীর সঙ্গে মিলে তথাহইতে হয় বৈদ্যবাটা নতুবা বালির খালপৰ্য্যন্ত উচিতমতে মিলাইতে হয়। এই শেষ পাণ্ডুলেখ্যে এই উপকার দশে যে পূৰ্ব্বোক্ত দুই পাণ্ডুলেখ্যাপেক্ষ ইহাতে পথ সোজা ও খর্ব হয় কিন্তু খরচ অধিক পড়ে । ( ১৬ অক্টোবর ১৮৩০ । ১ কাৰ্ত্তিক ১২৩৭ ) পাকাসেতু —পরম্পরা শুণা যাইতেছে যে শ্ৰীশ্ৰীযুত বৰ্দ্ধমানস্থ মহারাজ তেজচন্দ্র বাহাদুর বৰ্দ্ধমানাবধি অম্বিকাপৰ্য্যন্ত ইষ্টক ও তৎখণ্ড দ্বারা সেতুনিৰ্ম্মাণার্থে বহু লোক নিযুক্ত করিয়াছেন এবং বৰ্দ্ধমান ও অম্বিক ইহার মধ্য চারি২ ক্রোশানস্তর রাজবাটী ও হস্তিশালা ও ঘোটকশাল ও দুই২ শিবালয় এক ২ পুষ্করিণী প্রস্তুত হইতেছে অনুমান যে এবিষয় ত্বরাতেই প্রস্তুত হইবেক যেহেতু তৎকৰ্ম্মে বহুলোক নিযুক্ত হইয়াছে এবং ঐ বাটপ্রভৃতি যেরূপ মসলা দিয়া প্রস্তুত করাইতেছেন তাহাতে বর্ষাপ্রযুক্ত বিলম্বহওনেরও সম্ভাবনা নাই অপর শুণা গিয়াছে যে দুই অশ্ব ও এক শকট সাতহাজার টাকায় ক্রীত হইয়া কলিকাতাহইতে তথায় নীত হইয়াছে এবং তদ্ভিন্ন পঞ্চবিংশতি বহু মূল্যের একাকৃতি অশ্বও ক্রয় করা গিয়াছে এ সকল বিষয় দৃষ্টে কেহ২ অনুমান করেন যে ঐ মহারাজ প্রতিদিন গঙ্গাস্নান করিবার মানসে এতাদৃশ কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছেন সে যাহা হউক এক্ষণে এই মহোপকার দৃষ্ট হইতেছে যে যাহারা পদব্রজে কিম্বা যানবাহনে বৰ্দ্ধমানহইতে অম্বিকা বা অম্বিকাহইতে বৰ্দ্ধমান গমন করিতেন তাহারা তৎপথ ক্লেশে অত্যন্ত ক্লেশিত হইতেন ইদানীং তাহা দূরগতহওয়াতে অনেকেই সুখী হইলেন ইতি । সং কৌং • * - ( ১০ এপ্রিল ১৮৩৩ । ২৯ চৈত্র ১২৩৯ ) বৰ্দ্ধমানের রাস্তার সৌষ্ঠবকরণ —নিম্নভাগে লিখিত বিবরণ ইণ্ডিয়া গেজেটহইতে গ্রহণপূর্বক প্রকাশ করা যাইতেছে । সংপ্রতি মধ্যমবিত্ত এক ব্যক্তির অতিপ্রশংস্ত উদ্যোগের