পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদপত্রে মেকানে✉ কথা والاوقا ( ২৭ নবেম্বর ১৮৩০ । ১৩ অগ্রহায়ণ ১২৩৭ ) হুগলি জিলার উন্নতি —গত কএক বৎসরেতে অতি প্রশস্ত পাকা রাস্তা এবং লৌহ ও ইষ্টকনিৰ্ম্মিত অতিদৃঢ় সাকো প্রস্তুতকরণেতে এবং অতিবৃহৎ২ পুষ্করিণী খননকরণেতে জিলার একেবারে রূপান্তর হইয়াছে এই সকল ব্যাপার কেবল বর্তমান জজসাহেবের উদ্যোগেতে সম্পন্ন হয় তিনি লোকেরদের সঙ্গে বাধ্যবাধকতাতে জিলার ধনাঢ্য ব্যক্তিরদের স্থানে চাদ করিয়া অত্যন্ত প্রয়োজনক এই কৰ্ম্মনিৰ্ব্বাহ করেন । অপর সপ্তগ্রাম ও ত্রিবেণী ও মগরাতে দুইটা লৌহনিৰ্ম্মিত এবং ইষ্টকনিৰ্ম্মিত সাকো প্রস্তুত হয় তাহাতে ব্যয় পঞ্চশত সহস্র মুদ্র । হুগলির তিন ক্রোশ উত্তরে নবশরাইয়ের খালেতে এইক্ষণে একটা নূতন সেতু প্রস্তুত হইতেছে তাহাতে অনুমান বিংশতি বা পঞ্চবিংশতি সহস্র মুদ্রা ব্যয় হইবেক কথিত আছে যে ইহা সম্পন্ন হইলে অপর দুই সেতু এক ঘোড়াশালায় আর এক দ্বারপাড়াতে প্রস্তুতকরণের কল্প আছে।

  1. ( ১ জানুয়ারি ১৮৩১ । ১৮ পৌষ ১২৩৭ )

ভাগীরথী নদী এইক্ষণে মহানা অবধি বরম্পরপর্য্যন্ত একেবারে বন্দ কিন্তু বরন্পুর অবধি নবদ্বীপপৰ্য্যস্ত স্থানবিশেষে মৃন সংখ্যায় এক হাত জল আছে। জলঙ্গীতে যে নৌকা আড়াই হাত জল ভাঙ্গে সেই নৌকা এইক্ষণে গমন করিতে পারে যেহেতুক যেস্থানে অতি অল্প জল সেই স্থানে তত্ত ল্য জল আছে। মাথাভাঙ্গায় পৌনে দুই হাত জল ভাঙ্গে যে নৌকা সে নৌকা এইক্ষণে চলিতে পারে । ( ২৬ ফেব্রুয়ারি ১৮৩১ । ১৬ ফাল্গুন ১২৩৭ ) মেদিনীপুর —এই মহারাজ্যের নানা প্রদেশ দিয়া নুতন রাস্তা প্রস্তুতকরণে সংপ্রতি শ্ৰীযুত গবর্নর জেনরল অধিক মনোযোগ করিতেছেন। এক্ষণে মেদিনীপুরের জেলার মধ্যে এক নূতন রাস্ত প্রস্তুত হইতেছে তাহ সম্মল রাজার অধিকারের মধ্য দিয়া যাইবেক । কিন্তু তিনি আপনার প্রদেশ দিয়া ঐ নূতন রাস্ত যাওনে যথাসাধ্য প্রতিবন্ধকতাচরণ করিতেছেন এপ্রযুক্ত তাহাকে বুঝাইবার নিমিত্তে পাচ দল পদাতিক সৈন্য র্তাহার নিকটে প্রেরণ করা গিয়াছে। ( ৪ মে ১৮৩৩ । ২৩ বৈশাখ ১২৪০ ) ১২৩৯ শালের ২৯ চৈত্রের ১৫ বালমে ৮৪৩ সংখ্যায় দর্পণ প্রকাশক মহাশয় ইণ্ডিয়া গেজেটহইতে সংগ্ৰহ করিয়া আপন কাগজে প্রকাশ করিয়াছেন যে জনাই সাকিনের কোন মধ্যবৃত্ত লোক মোং ডানকুনির নিকটহইতে নৈইটিপৰ্য্যস্ত এক নূতন রাস্তা প্রস্তুত করিয়াছেন এ কথা বিস্তারিত রূপ অবগত না হওয়াপর্য্যন্ত অলীক বোধ হইতেছিল কারণ ঐ সাকিনের শ্ৰীযুত বাৰু রামরত্ব মুখোপাধ্যায় জিলা হুগলির জজ শ্ৰীযুত স্মিথ সাহেবের নিকট এক কেতা দরখাস্ত করেন তাহার তাৎপৰ্য্য এই যে এক রাস্ত চণ্ডীতলাহইতে কৃষ্ণরামপুরপর্য্যস্ত বারাণস রোড