পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिविश्व ۹لاوه যে শালিখার রাস্তা আছে তাহার উভয় পাশ্বে মিলিত হইয়া প্রস্তুত হয় আর ডানকুনির এক রাস্তা ৮সরস্বতীর ধারপর্য্যস্ত হয় কিন্তু এইক্ষণে ঐ ডানকুনির রাস্তার শৃঙ্খলা ও পারিপাট্য দেখিয়া বিবেচনায় বোধ হইল যে ষষ্ঠপি ঐ বাবুজী মহাশয়ের মনোযোগ থাকিত তবে চণ্ডীতলার রাস্তা যেরূপ উত্তম হইয়াছে তদনুযায়ী উত্তম ও পরিপাট হইত কারণ ঐ চণ্ডীতলার রাস্ত যাহা বাবুজী প্রস্তুত করিয়াছেন তাহাতে আমারদিগের অনুভব হয় ষে আট দশ হাজার টাকা ব্যয় হইয়া থাকিবেক । এত টাকা ব্যয় বিনা তেমত স্বন্দর হইতে পারে ন৷ অতএব লিখি এ সকল কৰ্ম্ম মধ্যবৃত্ত লোকের নহে যেমন কাঙ্গালকে ঘোড়া রোগ। শ্ৰীঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। সাং কোণনগর । ( বাঙ্গল সমাচার পত্রের মৰ্ম্ম ) ( ৫ অক্টোবর ১৮৩৩ । ২০ আশ্বিন ১২৪০ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেৰু।–জিলা নবদ্বীপান্তর্গত উলানামক গ্রাম সৰ্ব্বোতোভাবে উৎকৃষ্ট স্থান যেহেতুক উক্ত গ্রামে ধনি মানি গুণি সংকুলীন ধাৰ্ম্মিক জনসমূহের বসতি এবং উক্ত মহাশয়ের নিরন্তর দৈব পিত্রাদি কৰ্ম্মোপলক্ষে বহুধন বিতরণদ্বারা গ্রামের সৌষ্ঠব প্রকাশ করিতেছেন কিন্তু লিখিত গ্রামে সৎপথ অর্থাৎ ভাল রাস্তার অভাবপ্রযুক্ত মনুষ্যের গমাগমের অত্যন্ত ক্লেশ হস্ত্যশ্ব শকটাদির গমন সুদূরপরাহত চৌকীদার লোকের রজনীতে গ্রামরক্ষার্থ ভ্রমণের অতিকষ্ট অতএব আমরা এ বিষয়ে খেদিত হইয়া নিবেদন করিতেছি যে আপনকার দপণৈকদেশে লিখিত বিষয় প্রকাশিত হইলে দীনজনগণ ত্রাণকরণৈকতানমানস করুণাসাগর সাক্ষাদ্ধৰ্ম্মাবতার শ্ৰীলশ্ৰীযুত লার্ড বেষ্টাঙ্ক গবর্নর জেনরল বাহাদুরের কর্ণগোচর হইয়া কৃপাকটাক্ষপূৰ্ব্বক উক্ত জিলার মাজিস্ত্রেট ঐযুত হলকট সাহেব বাহাদুর স্ববিচারতৎপর ও বিচক্ষণাগ্রণ্য র্তাহার প্রতি অনুমতি হইলে উক্ত সাহেব অস্থ গ্রহপূর্বক লিখিত গ্রামস্থ শ্ৰীযুত বাবু বামনদাস মুখোপাধ্যায় শ্ৰীযুত বাবু বিশ্বনাথ মুখোপাধ্যায় শ্ৰীযুত বাৰু ঈশ্বরচন্দ্র মুস্তফী শ্ৰীযুত বাবু খামলপ্রাণ মুস্তক্ষী শ্ৰীযুত বাবু তারাপ্রাণ মুস্তক্ষী শ্ৰীযুত বাৰু তারাকান্ত গঙ্গোপাধ্যায় এবং শ্ৰীযুত বাবু গঙ্গাগোবিন্দজীবন মুখোপাধ্যায় মহাশয়প্রভৃতি অনেকানেক জমীদার ধনি মনুষ্যদিগের প্রতি এক চাদার হুকুম দিয়া ঐ জিলাস্থ শ্ৰীশ্ৰীযুতের কারাগারবদ্ধ ব্যক্তিরদিগকে প্রেরণ করিয়া উক্ত ব্যাপার সম্পন্ন করিলে পরমোপকার হয় পরস্তু ঐ চাদার টাকাহইতে রাস্তাবদ্ধনার্থ আগত বন্ধিদিগের আহারীয় দ্রব্য প্রাপ্তি হইলে শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের সরকারের কিঞ্চিৎ উপকার আছে যাহা হউক শ্ৰীযুত দেশাধিপতি মহাশয়ের করুণাকণা বিতরণপূর্বক উক্ত ব্যাপারে সাহায্য করিয়া দীনদিগের প্রার্থনা সিদ্ধ করুন নিবেদন মিতি লিপিরেষাশ্বিনস্ত ৫ পঞ্চম দিবসীয়া সন ১২৪৪ সাল । . . - উলানিবাসি শ্রীরাধানাথ মুখোপাধ্যায় স্ত্রীরামচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীজগচ্চন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রীরামকানাই গঙ্গোপাধ্যায়প্রভৃতীনাং । "לר