পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- বিবিধ ৬২১ শ্ৰীফকিরর্চাদ প্রামাণিক শ্ৰীপীতাম্বর ডাক্তর ঐসরূপচন্দ্র ডাক্তার শ্ৰীদপনারায়ণ কর শ্ৰীআনন্দচন্দ্র দত্ত শ্ৰীজগন্নাথ দত্ত শ্ৰীগোপীনাথ মিত্র শ্ৰীনিমাইচাদ স্বর্ণকার শ্ৰীকালাচাদ স্বর্ণকার শ্রীরামকুমার মদক শ্রীবিশ্বনাথ ভদ্র শ্ৰীগোবিন্দচন্দ্র সরকার শ্রীরামমোহন স্বর্ণকার > 纷 ( ১৮ অক্টোবর ১৮৩৪ ৩ কাৰ্ত্তিক ১২৪১ ) উলানিবাসি বিজ্ঞবর পত্রপ্রেরকের এক পত্র আমরা প্রকাশ করিলাম তাহাতে লেখেন যে ঐ নগরবাসি মহাশয়েরদের উত্তম রাস্তাহওনের বিষয়ে যে অত্যন্ত অভিলাষ ছিল তাহা এইক্ষণে প্রায় পরিপূর্ণ হইয়াছে। ঐ জিলার সরকারী কৰ্ম্মকারকের তদ্বিষয়ে অনুরাগী হইয়াছেন এবং ঐ নগরবাসিরা আপনারদের মধ্যে চাদার দ্বারা অনেক টাকা সংগ্ৰহ করিয়াছেন । গবর্ণমেণ্ট ও সাধারণ ব্যক্তি উভয়ের উদ্যোগের ঐক্য না হইলে এতদ্রুপ ব্যাপার নিৰ্বাহ হওয়া স্বকঠিন । এই উদ্যোগের বিষয় যে এতদ্রুপে সফল হইয়াছে তাহ শুনিয়া আমরা পরমাপ্যায়িত হইলাম । ( ৯ মে ১৮৩৫ । ২৭ বৈশাখ ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু —.জিলা নবদ্বীপের মাজিস্ত্রেট শ্রীযুত রাবট হালকেট সাহেব বাহাদুর..নিতান্ত প্রজাহিতৈষী স্ববিচারদর্শী বিচক্ষণাগ্রগণ্য নিপুণকাৰ্য্য নিৰ্ব্বাহক মহোৎসাহপূর্বক মহোদ্যোগী হইয়া থানায়২ ভ্রমণপূর্বক চৌর দস্থ্যভয় ও দণ্ডাদণ্ডি যুদ্ধপ্রভৃতি প্রায় নিবারিত করিয়াছেন পরস্তু যে সকল জমীদার ও ধনি ব্যক্তিদিগের পরস্পর গৃহবিবাদাদি হইয়াছিল সেই সকল স্থানে অনুগ্রহপূর্বক স্বয়ং উপস্থিত হইয়া অতি সূক্ষ্মবিচার স্বারা বিবাদ শাস্তি করিয়া বাদিপ্রতিবাদিকে নিতান্তই শাস্ত করিয়াছেন এবং সৰ্ব্বসাধারণ লোকের হিতার্থে ষে সকল আশ্চৰ্য্য উদ্যোগ করিয়াছেন তৎস্বারা বহুধন্যবাদের পাত্র হইয়াছেন প্রথমতঃ জিলান্তর্গত উলাগ্রামে উত্তম রাস্তা করণার্থ কৃপাবলম্বনে উক্ত গ্রামে