পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭. છ নংৱাদ পত্রে লেঙ্কালের কথা সমাগমেতে চাদা করিলেন এবং শহরে যে সরকারী এমারত আছে তাহাতে ঐ আশ্রয়হীন ব্যক্তিরদিগকে স্থানদান করিলেন এবং শহরস্থ যত লোকের বাড়ীঘর পতিত হইয়াছিল প্রত্যেক লোকের বিভবের বিষয় অমুসন্ধান করিয়া তাহারদের নিকটে গিয়া উপকারার্থ চাদার দ্বারা সংগৃহীত টাকা তাহারদিগকে বিতরণ করিলেন । ইত্যাদিরূপ অশুভ সময় উপস্থিত হইলেই তিনি লোকেরদের এতদ্রুপ উপকাৰ্য্য কাৰ্য্য করিতেন এবং তাহার নিজপরিবারের মধ্যে তত্ত্ব ল্য সচ্ছলতা নিত্য প্রকাশ করিতেন। জজ ও মাজিস্ত্ৰেটী কৰ্ম্ম নিৰ্ব্বাহ করাতে হলনবর সাহেব অনুপম ন্যায্য ও যথার্থ বিচার করিতেন যদ্যপি তাহার কখন যৎকিঞ্চিৎ পক্ষপাতিতা যে ছিল সে কেবল ধনি ও পরাক্রমি ব্যক্তিরদের প্রাতিকূল্যে দীন দরিদ্র লোকেরদের আমুকুল্যার্থই । কোন মোকদ্দমা নিৰ্বাহাৰ্থ সত্যতা নিশ্চয়করণার্থ যে পৰ্য্যস্ত আয়াস পরিশ্রম করিতেন তাহ প্রায় অনিৰ্ব্বচনীয়। যেহেতুক আদালতের বিশৃঙ্খলতাপ্রযুক্ত তাবৎ রুবকারী স্বহস্তেই লিখিতে হইত তাহার বিন্দুবিসর্গ পর্ষ্যস্ত লিখিতে আলস্য ছিল না । পরে শ্ৰীযুত স্বদেশে গমন করেন ১৮২৭ সালে নগরে প্রত্যাগত হইয়। ১৮২৮ সালে ক্রাপটিন সাহেবের মৃত্যুপৰ্য্যস্ত স্বীয় কৰ্ম্ম ধারণপূর্বক এই শহরের গবর্নরী পদ প্রাপ্ত হইলেন। ঐ মহামুভবের পদে প্রবিষ্ট হইয়াও তাবল্লোকের মনোভিরাম হইলেন । এবং নিজ অপ্রকাশুরূপেই তিনি পরিবারের মধ্যে প্রায় বাস করিতেন এবং স্বীয় পরিবারের যৎপরোনাস্তি স্নেহপাত্র ছিলেন । যত ব্যক্তির সঙ্গে তাহার আলাপ কুশল ছিল তাহারা অতিপ্রীতি প্রণয়েতেই বদ্ধ ছিলেন ফলতঃ র্তাহার নিকটে যত লোকের গমনাগমন ছিল তাহারদের কতৃক অন্তর্বাহে তুল্যরূপ অতিসম্রমপূর্বক সম্মানিত ছিলেন । ( ১ আগষ্ট ১৮৩৫ । ১৭ শ্রাবণ ১২৪২ ) ভ্রীরামপুরের বড় সাহেবের শুভাগমন –গত শুক্রবাসরে শ্ৰীলশ্ৰীযুত কর্ণল রিলিং সাহেব শ্ৰীলক্রযুক্ত দেন্মাৰ্কীয় বাদশাহকতৃক শ্রীরামপুরের বড় সাহেবীপদে নিযুক্ত হন তিনি সাগরহইতে যে বাষ্পীয় জাহাজ আরোহণে আগমন করেন ঐ জাহাজেই শ্রীরামপুরে পন্থছিলেন এবং তৎসময়ে শ্রীরামপুরের তোপখানাহইতে যথারীতি সেলামী তোপ হইল। এই বড় সাহেব ভারতবর্ষীয় কাৰ্য্যে বহুকালপর্য্যস্ত অনুশীলন করিয়াছেন এবং ইহার পূৰ্ব্বে তৈলাঙ্গবাড়ের গবর্ণমেন্টের উচ্চপদে নিযুক্ত ছিলেন। শ্ৰীলশ্ৰীযুক্ত দেন্মাৰ্কীয় বাদশাহ এই বড় সাহেবকে বিশেষরূপ বিশ্বাসপত্রুের চিহ্নস্বরূপ দানিবোরোব উপাধি প্রদান এবং কর্ণল পদেও নিযুক্ত করিয়াছেন । - ( ২৩ জুন Pe ১৩ আষাঢ় ১২৪৫ ) স্ত্রীরামপুরের গবর্নন্থ —শ্ৰীযুক্ত হেনসন সাহেব মহাপ্রতাপী শ্ৰীলশ্ৰীযুক্ত দেয়ার্কের বাদশাহ