পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ ఆనీషా কর্তৃক শ্রীরামপুরের গবরনী পদে নিযুক্ত হইয় গত বুধবারে কলিকাতা নগরে উত্তরণানন্তর বৃহস্পতিবার মধ্যাহ্ন সময়ে শ্রীরামপুর রাজধানীতে অবতীর্ণ হইলেন । এবং অবতরণ সময়ে সন্ত্রমস্থচক সেলামী তোপ ধ্বনি হইল । (২৮ জুন ১৮৩৪ । ১৫ আষাঢ় ১২৪১ ) লার্ড টেনমথ সাহেবের মৃত্যু —ইঙ্গলগু দেশহইতে আগত আসিয়ানামক জাহাজের দ্বারা লার্ড টেনমথ সাহেবের মৃত্যু সম্বাদ শুনা গেল । তিনি প্রথমতঃ বঙ্গভূমির সিবিলসম্পৰ্কীয় কাৰ্য্যে নিযুক্ত হইয় এতদ্দেশে আগমনপূৰ্ব্বক ১৭৮৬ সালে সুপ্রিম কৌন্সেলে নিযুক্ত হইলেন এবং ১৭৯৩ সালে লার্ড কর্ণওয়ালিস সাহেব কৰ্ম্মে ইস্তফা দিলে পর ঐ সাহেব সর জন সোর নামধারী হইয়া কলিকাতার গবর্নর জেনরলীপদে নিযুক্ত হইলেন। অনস্তর ১৭৯৮ সালে তংকৰ্ম্মে ইস্তফা দিলে লার্ড মার্নিংটন সাহেব তৎপদাভিষিক্ত হইলেন পরে ঐ লার্ড মার্নিংটন লার্ড মাকু ইস উএলেসলি নাম ধারণ করিলেন । অপর লার্ড টেনমথ সাহেব ত্র্যশীতিবর্ষবয়স্ক হইয়া লোকাস্তরগত হইয়াছেন । & ( ৭ ফেব্রুয়ারি ১৮৩৫ । ২৬ মাঘ ১২৪১ ) এতদ্দেশীয় লোকেরদের বৈঠক —.গত ৩০ জানুআরি শুক্রবার হিন্দুকলেজে কলিকাতা ও তচ্চতুৰ্দিগনিবাসি এতদ্দেশীয় অনেক২ মহাশয়েরদের এই অভিপ্রায়ে সমাগম হইল যে শ্ৰীলশ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টাঙ্ক অতিশীঘ্র ইঙ্গলগু দেশে যাত্রা করিবেন তন্নিমিত্ত কিরূপে শ্ৰীলশ্ৰীযুতকে তাহারদের খেদ জ্ঞাপন করিতে পারেন। অপর ঐ সভাতে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের প্রস্তাবেতে শ্ৰীযুত বাবু রামকমল সেন পোষকতাকরাতে শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব সভাপতি হইলেন । . অপর শ্ৰীযুত বাবু রসময় দত্ত.এইরূপ উক্তি করিলেন.শ্ৰীলশ্ৰীযুতের রাজশাসনের প্রথমকার যে কাৰ্য্য আমারদের বিবেচনীয় সে এই যে তিনি এতদ্দেশীয় মুদ্রাযন্ত্র একেবারে মুক্ত করিলেন এবং ১৮২৩ সালের মুদ্রাঘন্ত্রের বিষয়ে যে অতিপ্রসিদ্ধ আইন ছিল তাহা একপ্রকার পগু রাখিলেন । যন্ত্ৰালয় মুক্ত হওনেতে উপকার এই যে তদ্বারা গবর্ণমেণ্ট ও সৰ্ব্বসাধারণ লোক দেশে কোন স্থানে কি হইতেছে তাহা স্বচ্ছন্দে অবগত হইতে পারেন এবং দেশীয় লোকেরদের প্রকৃত অবস্থা ও ভাব জ্ঞাত হইতে পারেন এবং তদ্বারা রাজা ও প্রজার মধ্যে পরস্পর বিশ্বাস জন্মিতে পারে এবং অহিতাচারের বিলক্ষণ প্রতিবন্ধকভাও হইতে পারে । গত কএক বৎসরের মধ্যে যন্ত্রালয়ের দ্বারা বিদ্যাধ্যয়নের অনেক উপকার হইয়াছে এবং এতদ্দেশের মধ্যে হওয়া বহুতর অনিষ্ট ব্যাপার প্রকাশ পাইয়াছে। এবং শ্ৰীলশ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টঙ্কের আমলে যেমন-মুদ্রাযন্ত্র নিত্য মুক্ত ছিল তেমন যদি বরাবর থাকে তবে অবশু তদ্বারা এতদ্ধেশীয় লোকেরদের মুখ ও মঙ্গলের বৃদ্ধি হইবে । যখন প্রজারদের প্রতিনিধিস্বরূপ