পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা NHA সাহেবের তদ্বিষয়ের মহোপকারকত কোন এক বিশেষ চিহ্ন দ্বারা হিন্দুকালেজের অধ্যক্ষ মহাশয়েরদের স্বীকার করা উচিত ইহা আমারদের বিবেচনা হয় । ( ১৯ ফেব্রুয়ারি ১৮৩১ 1 ৯ ফাল্গুন ১২৩৭ ) অন্যচ্ছ পরম্পরা অবগত হওয়া গেল যে শ্ৰীযুত ডেবিড হের সাহেব এতদ্দেশস্থ ছাত্রদিগের অতিশয় উপকারী হয়েন এতৎপ্রযুক্ত হিন্দুকালেজদি বিবিধ স্কুলস্থ ছাত্ৰসকলে একত্র হইয়া উক্ত সাহেবের প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণে অতিশয় উৎসাহী হইয়াছেন এবং তদ্বিষয়ে অনেকশনেক ছাত্রেরা চাদার বহীতে স্বাক্ষর করিয়াছেন এবং করিতেছেন তাহাতে আমারদিগের বোধ হইতেছে যে এবিষয় শীঘ্র নিপন্ন হইবেক ...-সং প্রং { ২ এপ্রিল ১৮৩১ । ২ ১ চৈত্র ১২৩৭ ) শ্ৰীযুত ডেবিড হের সাহেব —শ্ৰীযুত ডেবিড হের সাহেব এত দেশের বালকেরদের বিদ্যাবুদ্ধি বৃদ্ধিহেতু ও সাধ্যমতে র্তাহারদের সম্যক প্রকারে মঙ্গলাকাজক্ষায় যেরূপ অকপটে মনোযোগ করিতেছেন তাহা কোন জন জ্ঞাত না আছেন সংপ্রতি আমরা শুনিতেছি যে কলিকাতার বিদ্যালি বালকেরা শ্ৰীযুত ডেবিড হের সাহেবের উপকার অঙ্গীকার সূচনাতে র্তাহার প্রতিমূৰ্ত্তি প্রস্তুত আকাঙ্ক্ষায় তাহাকে সংক্ষেপে এক এডরেস অর্থাৎ প্রশংসা লিপি প্রদান করিয়াছেন ঐ প্রশংসা লিপির অধোভাগে শ্ৰীযুত বাৰু দক্ষিণানন্দ মুখোপাধ্যায় এবং অন্ত পাচ শত বালকের স্বাক্ষর হইয়াছে এই বিষয় স্থিরীকরণ জন্য বালকেরা দুই দিবস সভা করিয়াছিলেন প্রথম দিবসের সভা ১৮ নবেম্বরে স্থাপন হইয়াছিল তদিবস প্রতিমুক্তি প্রস্তুত হেতু ব্যয়োপযোগি ধন সঞ্চয় জন্য এবং প্রশংসাপত্র প্রস্থত নিমিত্ত কমিটী সংস্থাপনের প্রস্তাব হইল এবং উক্ত কমিটীতে অধ্যক্ষরূপে শ্ৰীযুত বাবু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় শ্ৰীযুত বাবু রসিককৃষ্ণ মল্লিক শ্ৰীযুত বাবু হরচন্দ্র ঘোষ শ্ৰীযুত বাবু দক্ষিণানন্দ মুখোপাধ্যায় শ্ৰীযুত বাবু রামগোপাল ঘোষ শ্ৰীযুত বাবু রাধানাথ সরকার [ শিকদার ? শ্ৰীযুত বাৰু মাধবচন্দ্র মল্পিক শ্ৰীযুত বাবু প্যারিমোহন বস্থ শ্ৰীযুত বাবু উমাচরণ বস্থ শ্ৰীযুত বাবু তারাচন্দ্র চক্রবর্তী শ্ৰীযুত বাবু কৃষ্ণমোহন মিত্ৰ শ্ৰীযুত বাৰু কাশীপ্রসাদ ঘোষ এবং শ্ৰীযুত বাবু মহেশচন্দ্র ঘোষ নিযুক্ত হইলেন। দ্বিতীয় দিবসের সভা ৩০ জানুআরিতে স্থাপন করিলেন তৎকালে কমিটীদ্বারা প্রস্তুতীকত প্রশংসাপত্র পাঠাস্তে গ্রাহ হইল এবং নিয়ম করিলেন যে শ্ৰীযুত ডেবিড হের সাহেবের অনুমতি প্রাপ্ত হইলে প্রতিমূৰ্ত্তি চিত্র করিবার জন্য শ্ৰীযুত পোট সাহেবের নিকট মানস ব্যক্ত করা যাইবেক । ১৭ ফেব্রু আরিতে শ্ৰীযুত ডেবিড হের সাহেব প্রশংসাপত্ৰ গ্রহণ করিবেন অভিপ্রায় ব্যক্ত করিয়াছিলেন তদনুযায়িকালে শ্ৰীযুত বাৰু দক্ষিণানন্দ মুখোপাধ্যায় প্রশংসা লিপি পাঠ করিলেন এবং তৎকালে তাহার নিজের লিখিত অভিপ্রায়