পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ - అలిసి করিয়াছেন এই মহানুভব সাহেব দ্বারা মুদ্র যন্ত্রের স্বাধীনতা বিষয়ক সূচনা প্রথমতঃ হয় ইনিই সুশীল বিদ্বান অপর ব্যক্তিরদিগকে সম্মান পুরঃসর শ্রেষ্ঠ পদে নিযুক্ত করেন যিনি এতদ্দেশীয় লোকেরদিগের সাহায্যার্থে কোর্ট অফ ডৈরেক্তসের বিরোধী হইয়া সহ্য করিয়াছেন যদ্যপি এতাদৃশ পরোপকারি ব্যক্তির এতদেশ পরিত্যাগকালে তাহার স্মরণার্থে কোন প্রকাশু চিহ্ন না রাখি তবে জান কোম্পানি যে শৃঙ্খল দ্বারা আমারদিগকে প্রথমত: রুদ্ধ করিয়াছিলেন সেই অদৃষ্ট বলে পূর্ণলাভ বিষয়ের উপযুক্ত হইতে হয় এতন্নিমিত্ত এতদেশীয় সমুদায় বন্ধুবর্গের প্রতি অন্মদাদির প্রার্থনা এই যে তাহারা ত্বরায় এক সভা করিয়া এতাদৃশ মহানুভব পরোপকারি ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া কিঞ্চিৎ করুন। [ জ্ঞানান্বেষণ ] ( ২১ মার্চ ১৮৪০ ৯ চৈত্র ১২৪৬ ) পিয়র্স সাহেব —আমরা অত্যন্ত খেদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি যে বর্তমান মাসের ১৭ তারিখে কলিকাতাস্থ ব্যাপটিষ্ট মিসন যন্ত্রালয়ের স্থপরিন্টেণ্ডেণ্ট পিয়র্স সাহেব পঞ্চচত্বারিংশত্তম বর্ষ বয়স্ক হইয়া অত্যন্ত্রকালীন রোগোপলক্ষে পরলোক গত হন... । (২৮ আগষ্ট ১৮৩০ । ১৩ ভাদ্র ১২৪০ ) —শ্ৰীলশ্ৰীমতী বেগম শমরু বাষ্পীয় জাহাজের চাদাতে সহী করিয়াছেন । ( ৬ নবেম্বর ১৮৩৩ । ২২ কাৰ্ত্তিক ১২৪০ ) শরদানার বেগমের অতিবদান্ততা —শ্ৰীমতী বেগম শমরূ স্বীয় উকীলের দ্বারা দিল্লীর রেসিডেন্ট সাহেবের নিকটে নিবেদন করিয়াছেন যে ঐ সাহেব তাহার নামে লগুননগরস্থ ও কলিকাতানগরস্থ মিসিনরি সোসৈটির নিকটে ১ লক্ষ টাকা প্রেরণ করেন যেহেতুক ঐ সোসৈটির প্রতি র্তাহার বর্তমান বৎসরের চাদার এই দান ৷ শ্ৰীমতী আরো নিবেদন করেন যে দিল্লীর রেসিডেন্ট সাহেবের ত্রেজুরীতে আপনার যে ২৫০০০ টাকা জমা আছে তাহ নিকট অঞ্চলস্থ দীন দুঃখি লোকেরদিগকে বিতরণ করা যায়। ( ৭ ডিসেম্বর ১৮৩৩ । ২৩ অগ্রহায়ণ ১২৪০ ) বেগম শমরূর দানশোগুত। —আমরা অত্যন্তাহলাদিত হইয়া শরদানার একাধিপত্যরূপ রাণী বেগম শমরূর অতিদানশোগুতার ব্যাপার প্রকাশ করিতেছি তিনি সংপ্রতি কলিকাতার বিসোপ সাহেবকে লক্ষ টাকা প্রদান করিয়াছেন এবং এই টাকার স্থদহইতে মিসনরি শিক্ষা করাণ ও র্তাহারদিগকে বেতন দেওয়া চলিবে । তিনি আরো ৫০ • • • টাকা প্রদান করিয়াছেন তাহার স্থদহইতে কয়েদি ও যোত্রহীন ব্যক্তিরদের উপকার করা যাইবে ।