পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ W286. বেগমের চাকরীতে প্ৰবৰ্ত্ত হইয়াছিলেন তাহারদের ঐ টাকাতে প্রত্যাশা নাই এবং ব্রিটিস গবর্ণমেণ্টের বিবেচিত বিষয়ের উপরেও কোন দাওয়া নাই ! এইক্ষণে শ্ৰীযুত ডাইস শমরু দিল্লীতে গমন করিয়াছেন । শ্রত হওয়া গেল যে মৃত বেগম শমরুর যে অস্ত্রশস্ত্র ছিল তাহাতে গবৰ্ণমেণ্ট ইহা বলিয়া দাওয়া করিয়াছেন যে র্তাহার অস্ত্রশস্ত্রে তাহার উত্তারাধিকারির অধিকার নাই কিন্তু সে রাজ্য সম্পত্তির মধ্যেই গণ্য । এই বিবাদ নিম্পত্তিহওনপৰ্য্যন্ত তাহ দিল্লীর অস্ত্রাগারে রাখা গিয়াছে। উত্তরকালীন এতদ্বিষয়ক নিষ্পত্তিবাৰ্ত্ত। শ্রবণে আমারদের লালসা আছে । [ মীরাট অবজারভার ] ( ৯ এপ্রিল ১৮৩৬ । ২৯ চৈত্র ১২৪২ ) বেগম শমরু —শুনা গেল যে মৃত বেগম শমরূর যে ৩০ লক্ষ টাকার কোম্পানির কাগজ আছে তদ্ব্যতিরেকে বাটী জহরাং আভরণ ও জায়দাদ ইত্যাদিতে ৬০ লক্ষ টাকার নূ্যন হইবে না । সৌভাগ্যক্রমে এই সম্পত্তি র্তাহার উত্তরাধিকারীই পাইবেন । কিন্তু এই বহুল সম্পত্তি যে তিনি অবিরোধে প্রাপ্ত হন এমত বোধ হয় না যেহেতুক আগ্রা আকবারের দ্বারা অবগত হওয়া গেল যে তাহার পিতা শ্ৰীযুত কর্ণল ডাইস সাহেব মিরটের দেওয়ানী আদালতে ঐ বিষয়ের কিয়দংশপ্রাপণার্থ নালিস করিয়াছেন । ( ১৬ এপ্রিল ১৮৩৬ । ৫ বৈশাখ ১২৪৩ ) মৃতা বেগমের জায়গীর ।—মৃতা বেগম শমরুর অধিকারের মধ্যে বাদশাহপুরের জায়গীর গুরগাঁওস্থানে প্রতিবৎসরে মেলা হইয়া থাকে তাহাতে চতুৰ্দিগহইতে ভূরি২ লোক সমাগত হয় । এইপৰ্য্যস্ত বেগমের ১০ • অশ্বারূঢ় সৈন্য ও ৪ পণ্টন সিপাহী ঐ স্থানে উপস্থিত থাকিলেও র্তাহার আমলে নানাপ্রকার অত্যাচার হইত। কিন্তু বেগম শমরুর মৃত্যুর পরঅবধি উক্ত জায়গীর কোম্পানির হস্তগত হইয়া এইক্ষণে শ্ৰীযুত চার্লস গবিন্স সাহেব যে জিলার কতৃত্ব করিতেছেন ঐ জিলাভূক্ত হইয়াছে। ঐ স্থানে এই মাসে ষে মেলা হয় তাহাতে অন্যান্য বৎসরাপেক্ষ যদ্যপি অধিক জনতা হয় এবং অল্প সওয়ার ও বরকন্দাজ নিযুক্ত থাকে তথাপি সাহেবের স্বনিয়মপ্রযুক্ত অত্যাচার মাত্র হয় নাই । ( ২৩ এপ্রিল ১৮৩৬ । ১২ বৈশাখ ১২৪৩ ) শীতলাদেবী –পত্রপ্রেরক এক ব্যক্তির পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে গুরগাওর নিকটবর্তি পৰ্ব্বতে হিন্দুর বসস্তরোগনাশিনী বা উপশমকারিণী শীতলা দেবীর এক মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছেন। ভারতবর্ষের তাবৎ প্রদেশহইতে অনুমান তীর্থযাত্রী ২ লক্ষ লোক