পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ ৬৪৭ পিতা স্বীয় জামাত কর্ণল ডাইসকে কিছু দেন নাই এইক্ষণে অবগত হওয়া গেল যে কৰ্ণল ডাইস গত শনিবারে কলিকাতা শহরে ২০ লক্ষ টাকার দাওয়া করিয়া আপন পুত্রের নামে গ্রেফতারী এক পরওয়ানা বাহির করেন। তাহাতে সমরু সাহেবও তৎক্ষণাৎ তত্ত্ব ল্য টাকার জামীন দিলেন যেহেতুক কোম্পানির খাজানাখানাতে তাহার তত্ত লোরো অধিক ৪০ লক্ষ টাকা ন্যস্ত আছে । ( ১৭ ফেব্রুয়ারি ১৮৩৮ । ৭ ফাল্গুন ১২৪৪ ) মহা বদান্ততা । শ্ৰীযুক্ত সর চার্লস মেটকাফ সাহেব কলিকাতাহইতে প্রস্থানকরণের পূর্বে পেরেন্টস একেদেমির বিদ্যালয়ে সহস্র মুদ্র প্রদান করিলেন । ইহার কিঞ্চিৎ পূৰ্ব্বে শ্ৰীযুত ডাইস সমরু সাহেবও ঐ বিদ্যালয়ে তত্ত ল্য টাকা প্রদান করিয়াছেন। ( ১৭ ফেব্রুয়ারি ১৮৩৮ । ৭ ফাল্গুন ১২৪৪ ) ডাইস সমরু সাহেবের মোকদ্দমা –পাঠক মহাশয়ের অবগত থাকিবেন যে কিয়ৎকালাবধি সুপ্রিমকোর্টে শ্ৰীযুত কর্ণল ডাইস সাহেব এবং তাহার পুত্ৰ শ্ৰীযুত ডাইস সমরূ সাহেবের মোকদ্দমা চলিতেছিল । আমরা শুনিয়া পয়মাপ্যায়িত হইলাম যে এইক্ষণে ঐ মোকদ্দমা রফা হইয়াছে এবং ডাইস সমরূ পিতার যাবজ্জীবন পৰ্য্যন্ত মুশাহের মাসিক ১৫০০ টাকা ও মোকদ্দমার খরচা ১০ ০০ ০ টাকা দিবেন এমত অঙ্গীকার করিয়াছেন । আমরা বোধ করি ঐ মুশাহের সম্পৰ্কীয় উক্ত সাহেব সাড়ে ৪ লক্ষ টাকা জমা রাখিয়াছেন । ( ১৪ এপ্রিল ১৮৩৮ ৩ বৈশাখ ১২৪৫ ) কর্ণল ডাইস সাহেব –স্বীয় মাতামহী বেগম শমরুর অধিকতর ধনাধিকারী হইয়াছিলেন যে ডাইস সমরু সাহেব তাহার সহিত তদীয় পিতা কর্ণেল ডাইস সাহেবের যে মোকদম হইয়াছিল এই বিষয় পাঠক মহাশয়েরদের বিলক্ষণ স্মরণ থাকিবে । ডাইস শমরুর উপর কর্ণেল ডাইসের যে দাওয়া ছিল তাহা প্রাপণার্থে সুপ্রিমকোর্টে ডাইস সাহেব মোকদমা করিয়াছিলেন পরে সালিসের দ্বারা ঐ মোকদ্দমা এইরূপে নিস্পত্তি হয় যে ডাইস শমরু আদালতে ৪ লক্ষ টাকা ন্যস্ত রাখিবেন তাহার স্বদ হইতে কর্ণেল ডাইসের জীবনপৰ্য্যস্ত জীবিকা চলিবে কিন্তু তাহার ভাগ্যে ঐ বৃত্তিভোগ ছিল না তাবৎ কাগজপত্র প্রস্তুত হইয়া কেবল সহীকরণের অপেক্ষ ছিল কিন্তু যে দিবসে তাহ সহী হইল সেই দিবসেই হঠাৎ ওলাউঠারোগে কর্ণল ডাইসের দেহ ত্যাগ করিতে হইল। এই অশুভ ঘটনা অষ্টাহ হইল গত বুধবারে ঘটিল।