পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ $ &éd ইত্যাদি ব্যাপারে অনিষ্ট নিবারণার্থ পোলীসের অধ্যক্ষ শ্ৰীযুত কাপ্তান বর্চ সাহেব বাণিজ্যকারি সাহেবেরদিগকে কহিলেন যে তোমরা কুলি লোকেরদিগকে আগাম ৪ মাসের অধিক মাহিয়ানা দিব না তাহারা তৎক্ষণাৎ সম্মত হইলেন কিন্তু দফাদারেরা দেখিলেন যে তাহাতে আমারদের লাভের নূ্যনত হয় এইপ্রযুক্ত আগাম ছয় মাসের মাহিয়ান না পাইলে দফাদারের কুলি দিতে স্বীকার করিল না তৎপ্রযুক্ত বাণিজ্যকারি সাহেবেরদের সুতরাং তাহাই স্বীকার করিতে হইল। এই ব্যাপার অল্পকালের মধ্যে গবর্ণমেণ্টের বিবেচিত হইবে । এই বিষয়ে আমরা যথাসাধ্য অনুসন্ধান করিতে ইচ্ছুক আছি অতএব পাঠক মহাশয়ের অনুগ্রহপূর্বক যদি ইহার কোন প্রামাণিক বার্তা প্রেরণ করেন তাহাতে আমরা উপকৃত হইব । ( ২১ সেপ্টেম্বর ১৮৩৯ । ৬ আশ্বিন ১২৪৬ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু।.১ দফা আসাম দেশ অতি পূৰ্ব্বে বরহি ও চুটিয়া ও কাচারি ও বারওএল ও দরঙ্গি রাজা এ পঞ্চ রাজাতে বিভক্ত থাকিয়া ও রাজার স্বাধীনে ৫ খণ্ডী ছিল ততপর ইন্দ্রবীর্য্যজ চুকাফা নামক মহারাজ নরা দেশ হইতে ইন্দ্রবর প্রসাদাং সৈন্তাহরণ পূৰ্ব্বক যুদ্ধাক্ৰাস্তে আসিয়া শকাব্দ ১১৬২ শকে আসামে প্রবেশ হইয় ক্রমশ এক ২ রাজাকে সংহার করিয়া স্বাধীন করিতে লাগিলেন শুদ্ধদেব প্রতাপ সিংহের আমল পৰ্য্যন্ত ৫ রাজাকে শমন ভবনে বিদাই দিয়া কামপৃষ্ঠ রত্নপৃষ্ঠ ভদ্রপৃষ্ঠ সৌমারপৃষ্ঠ চতুঃপৃষ্ঠ জয় করিয়া ভোগদখল করিতে ছিলেন আমরাও উক্ত রাজাগণের প্রসাদাৎ যথেষ্ট সম্মান পাইয়া অশেষমত ভরণ পোষণাদি পাইয়া বাহুর মতে বিনা করে মহানন্দেতে স্থপ্রতুল ছিলাম। পাইকান অর্থাৎ ক্ষুদ্র প্রজারদিগেরহ পাল খাটনি ব্যতীত কিছু ছিল না এই মতেই ১৭০৯ শকপৰ্য্যন্ত মুদ্ধত বৎসর প্রতুল ছিল ইতিমধ্যে তদেশীয় মটক বিখ্যাত দুষ্ট লোকেরা দৌরাত্ম্য করণেতে মহারাজ গৌরীনাথ সিংহ স্বকীয় তক্ত ত্যাগ করিয়া ইঙ্গরেজ কোম্পানি বাহাদুরের আশ্রিত হওয়াতে সরকার হইতে অভয়প্রদান পূৰ্ব্বক কর্ণওয়ালিস কামাণ্ডিন সাহেবকে সৈন্য সমেত প্রেরণ করিয়া দুষ্ট দুৰ্ম্মথ মটক লোককে তাড়িত করিয়া রাজাকে ১৭১৬ শকে পুনরায় গদিতে স্থাপন করে তদবধি গৌরীনাথ সিংহ ও কমলেশ্বর সিংহ ও চন্দ্রকান্ত সিংহ এ তিন রাজা ইঙ্গরেজ বাহাদুরেব প্রসাদাৎ স্তখেতে রাজভোগ করেন মহামন্ত্রি পূর্ণানন্দ বুঢ়া গোহাঞি ডাঙ্গরিয়া দিগপাল বং মুলুক শাসন রাখেন তাহার কালাবসানে বদনচন্দ্র বড় ফুকনের আনীত হওয়াতে ১৭৩৮ শকে ব্রহ্ম রাজার সৈন্য আসিয়া আক্রমণ করে ১৭৪৬ শক পৰ্য্যস্ত তাহারদের কুরীতি কুনীতি কুব্যবহার ধন জন মান্তমান জাত্যজাতী তীবতাহরণ দৌরাত্ম্য যাহা করে তাহ গণেশ দেবোপি লিখলে সক্ষম রহিত তস্মিন কালে আমারদিগকে কাল সপের উদর হইতে ঈশ্বরের ন্যায় নিজ দয়াগুণে ভূরি২ খরচপত্রকেও তুচ্ছ জ্ঞান করিয়া তাবৎ দেশস্থকে মহোত্তীর্ণ করিয়াছেন ইহাতে বাল্য বৃদ্ধ