পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংৱাদপত্রে মোকালেক্স কথা وهو هافانا আশ্বিন — বহুবাজারস্থ শ্ৰীযুত বাবু রাধামোহন সরকারের বাটতে ঐ পল্লিস্থ এবং চাপা তলাস্থ বাবুগণ কর্তৃক সখের সংগীত সংগ্রাম হয়। কাৰ্ত্তিক —শ্ৰীযুত বাবু গৌরমোহন আঢ্যের ওরিএন্টল সেমিনরি নামক বিদ্যালয়ে বাঙ্গলা ভাষা শিক্ষা দানারম্ভ হয়। কিন্তু রায় কোং দেউলিয়া হয়। শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুরের ভবনে যোড় সাকোস্থ ও বাগবাজারস্থ সগের দলের সংগীত সংগ্রাম হয়।. অগ্রহায়ণ ।...রাজ কাৰ্য্যে ব্যবহৃত পারস্য শব্দের পরিবর্তে ব্যবহারোপযোগী শব্দে এক অভিধান শ্ৰীযুত বাবু নীলকমল মুস্তোফী প্রকাশ করেন।. ক ৰ্ব্বনা অব~িমণিপুর পর্য্যন্ত এক নুতন রাস্তা নিৰ্ম্মাণারম্ভ হয়। পৌষ —...গোলাম আব্বস সাহেব এক বাদ্য শিক্ষালয় স্থাপন উদ্যোগ করেন। মাঘ —শিল্প কৰ্ম্মের প্রাচুর্য্যের উপায় করণার্থ শিল্প বিদ্যালয়নামে সভা সংস্থাপিত হয়। শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহীর মৃত্যু ও তাহার শ্রাদ্ধ সমারোহে নিৰ্ব্বাছ। চৈত্র – ‘সদর দেওয়ানী হইতে আজ্ঞা হয় যে সমস্ত রাজধানীর বাণিজ্য কাৰ্য্যকারকের ষ্টাম্পে খাতা করিবেন। অপরাধি ব্যক্তিরা আপনারদের পক্ষীয় আপত্তি কোর্টে উকীল দ্বারা দশাইতে পারিবে এমত ব্যবস্থা হয়। ডব সাহেবের পাঠশালাস্থ এক বালক খ্ৰীষ্টিয়ান হওয়াতে তথাহইতে অনেক যুবা পাঠত্যাগ. করে ...কোর্ট আফ ডৈরেকটর হইতে আজ্ঞা কলিকাতায় আইসে যে ভারতবর্ষের যে২ দেবালয়ের করাদি বিষয়ে গবর্ণমেণ্ট হস্তক্ষেপ পূৰ্ব্বক অধ্যক্ষত করেন তাহা হইতে বিরত হন ।••• t - —সংবাদ পূর্ণচন্দ্রোদয় ।