পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\qe সংবাদপত্রে সেনকালেৰ কথা ( ২৯ আগষ্ট ১৮৩১ । ১৪ ভাদ্র ১২৩৮ ) আরব্যইতিহাস সারসংগ্ৰহ –বিজ্ঞবর মহাশয়েরদের গোচরার্থ নিবেদন যে মারেবিয়ান নাইট্স এনটরটেনমেন্ট নামক ইংরাজী পুস্তকের অতি মনোরঞ্জক এবং উত্তম২ ইতিহাসের সারসংগ্ৰহ করিয়া বাঙ্গালা ভাষায় অনুবাদ করা গিয়াছে আর চন্দ্রিকাযন্ত্রালয়ে স্ত্রীরামপুরের উত্তম কাগজে অতি স্বম্পষ্ট ক্ষুদ্রাক্ষরে মুদ্রাঙ্কিত হইবেক । উক্ত পুস্তক যাহার২ লওনেচ্ছা হয় তিনি অনুগ্রহপূর্বক এই যন্ত্রালয়ে গ্রাহকত্বসূচক স্বনাম স্বাক্ষরিত পত্র পাঠাইবেন অথবা অনুষ্ঠান পত্র চাহিয়া পাঠাইলে তাহার নিকট তৎক্ষণাৎ প্রেরিত হইবেক— । ( ২২ সেপ্টেম্বর ১৮৩১ । ৭ আশ্বিন ১২৩৮ ) বাঙ্গালা ছাপাখানার রীতি এদেশে প্রচার হওনাবধি অনেকানেক ভাগ্যবৎ বিদ্বান মহাশয় কর্তৃক অনেক প্রকার গ্রন্থ প্রকাশ হইয়াছে যদ্যপিও তাহার তাবৎ সংবাদ আমরা সঙ্কলন করিবার চেষ্টা করি নাই তথাপি কএক জনের বৃত্তাস্ত লিখি yমহারাজ জয়নারায়ণ ঘোষাল বাহাদুর ও তৎপুত্র শ্ৰীযুত রাজা কালীশঙ্কর ঘোষাল করুণানিধানবিলাস ও * * প্রবোধদীপন ব্যবহারমুকুর ইত্যাদি লোকোপকারক কএক খানি ভারি২ গ্রন্থ প্রকাশ করেন তাহ বিনামূল্যে সকলকে প্রদান করিয়াছেন। এবং শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রাণ তোষণী ক্রিয়াম্বুধি শব্দাম্বুধি ইত্যাদি মুদ্রিত করান তাহ অধ্যাপকাদিকে দান করিয়াছেন । শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব অনেক ২ গ্রন্থ প্রকাশ করেন তন্মধ্যে মহোপকারি অতিভারি শব্দকল্পদ্রুম নামক এক অভিধান প্রস্তুত করিয়াছেন ইহার দুই খণ্ড মুদ্রিত হইয়া বিতরণ হইয়াছে আর এক খণ্ড অদ্যাপিও শেষ হয় নাই... শ্ৰীযুত বাবু উমানন্দন ঠাকুর পাষগুপীড়নাদি কএক গ্রন্থ হিন্দুর ধৰ্ম্মরক্ষার নিমিত্ত প্রস্তুত করিয়া মুদ্রাঙ্কিত পূৰ্ব্বক সৰ্ব্বসাধারণকে প্রদান করেন তাহাতে র্তাহার অনেক ধন ব্যয় হয় এবং শ্ৰীযুত হলিরাম ঢেকিয়াল ফুকন আসাম বুরঞ্জি নামক এক 国穹 * 崇1 ( ১৬ মে ১৮৩১ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৮ ) রিফাৰ্ম্মর –এতন্নগরের বারাণসী ঘোষ ষ্ট্রীট নিবাসি শ্রীরাধামোহন সেনের পুত্র শ্ৰীযুত ভোলানাথ সেন যিনি শ্ৰীযুত দেওয়ান দ্বারিকানাথ ঠাকুরের অধীনতায় বিষয় কৰ্ম্ম করেন ঐ সেনজ বঙ্গদূত নামক বাঙ্গাল সমাচার পত্রের প্রকাশক হইয়াছেন প্রায় এক বৎসরাধিক হইবেক এবং তিনি রিফার্মর নামক এক ইংরাজী সমাচার পত্র প্রকাশ করিতেছেন প্রায় মাস ত্রয়াধিক হইবেক তৎ পত্রে যে যে বিষয় প্রকাশ পাইতেছে তাহা অনেকেই জ্ঞাত আছেন সংপ্রতি গত ২৬ এপ্রিল ১৩ সংখ্যক রিফার্মর পত্রে কৃষ্ণচন্দ্র ঘোষ নামক কোন ব্যক্তি এক পত্র প্রকাশ করিয়াছেন তাহার তাৎপৰ্য্য এই এতৎ প্রদেশীয় লোক সকল অজ্ঞান এবং ভ্ৰমাত্মক বুদ্ধিতে যে সকল কৰ্ম্ম করে তাহা তাবৎ তোমার সংবাদ পত্র দ্বারা দূর হইবেক এবং এক্ষণে