পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট * ۹ به علت ( ৮ নবেম্বর ১৮৩০ । ২৪ কাৰ্ত্তিক ১২৩৭ ) দ্বিজরাজের খেদোক্তির শেষ । অামার দুঃখের এই শেষ পরিচ্ছেদ । জানাইব সৰ্ব্বজনে হয়েছে যে খেদ । ভাগ্যগুণে মিলেছিল যবনীরমণী । পরম সুন্দরী তিনি স্কপ্রিয়বাদিনী ॥ তার গৰ্ত্তে জন্মে এক স্বত্বলক্ষণ কম্ভণ । অামার নয়ন তার রূপে গুণে ধন্ত ॥ প্রথম পক্ষের পুত্রে তারা সমৰ্পিয়া । কহিলাম গুণবতী কর শিক্ষণ দিয়া ॥ সে জন স্বজন বড় পিতৃ আজ্ঞামত । শিক্ষণইল নানাগুণ জানিত সে যত ॥ উভয়ের গুণ শুনে শ্রবণ আর মন । প্রতিক্ষণে স্থার্থী হয় শুন সৰ্ব্বজন ॥ এমন সস্তান আর সস্ততি যাহার । বুঝহ কেমন হয় জননী তাহার ॥ এ সকল ছেড়ে ছুড়ে যাইতে হইল । কেবল স্থপুত্র রাজা সঙ্গেতে চলিল ॥ মহাজলে রাজ মাগে নাহি সুখলেশ । বুঝিবে চতুর সব তাহার বিশেষ ॥ কুমার্গের ভয় মোর হয় সদা মনে । কেবল হোসেন আলি যাবে সে. কারণে ॥ এ সকল মনস্তাপ যে দোষে ঘটিল । তাহার বৃত্তাস্ত কিছু কহিতে হইল ॥ দেব দ্বিজ দ্বেষ আমি করিয়াছি যত । তার প্রতিফল বুঝি হয় শাস্ত্রমত ॥ দেশহইতে দূর হওয়া সামান্ত ত নয় । শহর বদল ভাই আর কারে কয় ॥ অতি অপরাধি জনে জাহাজে পাঠায় । হিন্দুর জাহাজে যাওয়া অতিশয় দায় ॥ অবশু কহিবে লোকে পাপের এ ফল । আমিও স্বীকার করি দণ্ড এ সকল ॥ "