পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ♥ፃፃ বাৰু নীলমণি দে প্রভৃতি বৰ্ত্তমান এতদ্ভিন্ন মৃত ব্যক্তিদিগের নাম লিখিবার আবশ্বক করে Fi এই সকল লোক যে প্রকার ধাৰ্ম্মিক এবং কৰ্ম্মক্ষম তাহ কেনা জ্ঞাত আছেন । অপর তৃতীয় শ্রেণীতে গণ্য মুৎসদ্ধি ও জমীদার শ্ৰীযুত বাবু উমানন্দন ঠাকুর ত্রযুত বাবু রাধাকান্ত দেব প্রযুত বাবু রামকমল সেন শ্ৰীযুত বাৰু, হরচন্দ্র লাহিড়ি শ্ৰীযুত বাবু রসময় দত্ত প্রযুত বাৰু শিবচন্দ্র দাস শ্ৰীযুত বাবু রামপ্রসাদ দাস প্রভৃতি ইহঁরা যে প্রকার ইংরাজী বিদ্যায় পারগ তাহা অনেক বাঙ্গালি ও ইংরাজ জ্ঞাত আছেন ইহারা কেহ আপন ধৰ্ম্ম কৰ্ম্ম অমান্য করেন নাই এবং নিষ্কৰ্ম্মান্বিত কখন নহেন ইহারদিগের মধ্যে কেহ গ্রন্থকর্তা কেহ দেওয়ান কেহ সেরেস্তাদার কেহ খাজাঞ্চি অর্থাৎ ভাবতেই প্রায় বিশ্বস্ত কৰ্ম্মে এবং উচ্চ পদে নিযুক্ত আছেন— এক্ষণে যাহারা ভাল ইংরাজী শিক্ষা করিয়াছে তাহারদিগের বিস্তার কি এই ফল হইল কেবল নাস্তিকতা করিবেক ভাল যদি ঐ নাস্তিকের মধ্যে উক্ত ব্যক্তিদিগের মত কেহ পদপ্রাপ্ত হইতে পারিত তথাচ বুঝিতাম যে নাস্তিকতা করাতে সাহেব লোক তুষ্ট আছেন এই নিমিত্ত করে তাহ কোন মতেই নহে কেননা কৰ্ম্মকৰ্ত্ত সাহেব লোক বেলিক নাস্তিককে কখন উচ্চ পদে বা বিশ্বস্ত কৰ্ম্মে নিযুক্ত করেন না ইহা নিশ্চয় আছে যেহেতু যে ব্যক্তি আপন ধৰ্ম্মত্যাগ করিতে পারে তাহা হইতে কোন কুকৰ্ম্ম না হয় সে অবশুই বিশ্বাসের অপাত্র ইহা কি তাহার জানেন না তৎ প্রমাণ যে সকল বালক ভাল ইংরাজী জানে তাহার কেহ কোন পাঠশালায় টিচার কেহ বা ১৬ টাকার কেরাণি কেহবা অভিমানী ঘরে বসিয়া আছে কেবল পারিতোষিক যেগুস্তক গুলিন পাইয়াছিল তাহাই পাঠ করে হিন্দুর দ্বারে অর্থাৎ কোন প্রধান লোকের নিকট যাইতে পারে না গেলেই নাস্তিকতা দোষের সমুচিত ফল পাইবেক সে ভয় আছে ঐ সকল অভাগীরা ইহা কি কিছুমাত্র বিবেচনা করে না— ইংরাজী পড়িলেই নাস্তিকতা করিতে হয় এমত নহে এক্ষণে ইহারদিগের আহারের ংস্থান আছে পিত্রাদি বৰ্ত্তমান তাহারা স্নেহপ্রযুক্ত তাহার অন্যথা করিতেছেন না কিন্তু ইহারদিগের দশা পরে কি হইবেক বলা যায় না অনুমান করি আধুনিক খ্ৰীষ্টীয়ানদিগের দশ প্রাপ্ত হইবেক অনেকে শুনিয়া থাকিবেন ইশুখ্ৰীষ্ট ভজিবার যখন প্রথম গোল উঠিল তখন কোন২ হতভাগ্যের মনে এমনি স্থির হইয়াছিল যে খ্ৰীষ্টীয়ান হইলে এক বিবি ও এক বাড়ী আর এক লক্ষ টাকা পাইব এই প্রাপ্ত্যাশায় কএকজন ইতরজাতি মজিয়া ছিল এক্ষণে তাহারা কেহ বাগানের মালি কেহবা দরয়ান কেইবা খেজমতগার হইয়া দিন পাত করিতেছে এই নাস্তিকদিগের ভাগ্যে তাদৃশ অবস্থা হইবেক ইহার সন্দেহ নাই অতএব ঐ বালকদিগের পিত্তাদিকে কহি তাহারা স্বয়ং পারেন অথবা রাজ দ্বারে নিবেদন করিয়াই বা হউক যাহাতে হয় তাহারদিগের নাস্তিকতা দূর করুন— পাঠকবর্গ নিকট প্রার্থনা করি এই বিষয় বারম্বার লেখাতে বিরক্ত হইবেন না কেনন। কথক গুলিন লোক একেবারে নষ্ট হয় যদি চেষ্টার দ্বারা কিছু ফল দশে তবে মহোপকার বটে নতুবা ক্ষএক ছোড়ার কথা লিখিয়া চন্ত্রিকার অৰ্দ্ধেক স্থান পূর্ণ করিবার আবশুক কি—