পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o seবাদ পত্রে সেনকালের কথা ঈশানচন্দ্র দত্ত রাজা কৃষ্ণ দেব আমরচরণ সেট ৭৫ টাকার পুরস্কারগুলি বণ্টন করিয়া পাইবেন। শু্যামচরণ দাস to e # s s s | স্বারকানাথ গুপ্ত $ 8 & ... } নবীনচন্দ্র মিত্র l রামকুমার দত্ত ; কালিদাস মুখুয্যে - - - f গোবিন্দচন্দ্র গুপ্ত J ר | X J অতি নিপুণতাসূচক সার্টিফিকট মহেশচন্দ্র নান বেণীমাধব মজুমদার জেমস পাট * * * - - যে ছাত্রেরদের গুলিবাট করিয়া ঐ পুরস্কার নিদিষ্ট হয় ঐ প্রতিজনকে শ্ৰীলশ্ৰীযুত লার্ড অকলগু সাহেব নিজহইতে ৭৫ টাকা করিয়া প্রদান করিয়াছেন । নিপুণতাস্থচক সার্টিফিকট ( ৮ জুলাই ১৮৩৭ । ২৬ আষাঢ় ১২৪৪ ) চিকিৎসা শিক্ষালয়ের পুরস্কার বিতরণ —শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর চিকিৎসা শিক্ষালয়ের ছাত্রেরদিগকে যে পুরস্কার প্রদান করেন তাহ ২৯ জুন তারিখের পূর্বাহ্নে বিতরণ করা গেল। তৎসময়ে নীচে লিখিতব্য যুব ছাত্রেরদিগকে শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর ঐ পুরস্কার অতিবদান্যতাপূর্বক স্বহস্তেই অৰ্পণ করিলেন । প্রথম সাংপ্রদায়িক ছাত্র । প্রথম সাংপ্রদায়িকেরদের পুরস্কার । শ্ৰীযুত রাজকৃষ্ণ দে ও ঈশ্বরচন্দ্র গাঙ্গুলি প্রত্যেক ২৭০ টাকা । শু্যামাচরণ দত্ত এক স্বর্ণ মুদ্রা কিন্তু তৎপরিবর্তে ১২০ টাকা লইলেন । অন্তঃপাতি দ্বিতীয় সংপ্রদায়ের পুরস্কার । রামনারায়ণ দাস ১২০ টাকা । ঈশ্বরচন্দ্র দত্ত স্বর্ণ মুদ্রা শু্যামাচরণ দত্ত্বের সঙ্গে বিনিময় করিয়া লইলেন । পঞ্চানন শিরোমণি ১২০ টাকা । উমাচরণ সেট ১২০ টাকা ।