পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট-সংবাদ পূর্ণচন্দ্রোহ্ম হইতে সঙ্কলিত Woskrab আষাঢ়স্য চতুর্থ দিবসীয় স্বয়পত্রে হিন্দু ধৰ্ম্ম বিষয়ে উপহাস ইতিহাস সহিত সপ্রমাণ দিয়া শ্ৰীযুত চন্দ্রিক সম্পাদক ও অন্মৎপ্রতি যে সকল শব্দ বিন্যাস করিয়াছেন তদুষ্টে আমরা কিছু মাত্র কহিতে ইচ্ছুক নহি, যেহেতু হিন্দুদিগের আচার ব্যবহার ও ধর্শ্বনাশ হয় এতাদৃশ আকাজক্ষায় ঐ পত্রের স্বষ্টি হইয়া জন্মাবধি ইষ্ট দেবতাদির নিন্দ ও হিন্দুধৰ্ম্ম বিদ্বেষত অশেষত: প্রকাশ হইতেছে। বিশেষতঃ যিনি হিন্দু কুলোদ্ভব হইয়া পিতৃ পুরুষাদির ধৰ্ম্ম পরিত্যাগ করতঃ অন্য ধৰ্ম্মামুরক্ত হইয়া ইষ্ট মন্ত্রাদি পরিত্যাগ করিতে পারিলেন তিনি হিন্দুধৰ্ম্ম দ্বেষী হইবেন ইহাতে আশ্চৰ্য্য কি ।. ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২, মঙ্গলবার, পূর্ণিমা ) ভক্তিস্থচক —আমরা আহলাদ পূর্বক প্রকাশ করিতেছি যে ভক্তিস্থচক নামক এক সাপ্তাহিক নূতন পত্রের স্বষ্টি হইয়া প্রতি বুধবাসরে প্রকাশ হইতেছে তৎপত্র সম্পাদকের অভিপ্রায় আমরা বোধ করিলাম যে তিনি একজন ঐত্রবিষ্ণু পরায়ণ ও স্ববিচক্ষণ বটেন কেনন তন্মহাশয়ের বাসনা যে সৰ্ব্বদা বিষ্ণুভক্তির আলোচনা উৎকৃষ্ট রূপে প্রচলিত হয়, যাহা বিষয়াবচ্ছন্ন প্রযুক্ত বিষয়ী ব্যক্তিদিগের মৃদুস্কর হইয়াছে এবং উক্ত পত্রে যে সকল বিষয় প্রকাশ করণ মনন করিয়াছেন তাহাতে বিশিষ্ট শিষ্ট ইষ্ট নিষ্ঠ বিষ্ণুপরায়ণ ব্যক্তিরা পরম সস্তোযান্বিত হইয়া পাঠ করিবেন এমত সম্ভাবনা বটে যেহেতু ইহাতে শ্ৰীমদ্ভাগবত ও হরিভক্তি বিলাস প্রভৃতি মহাপুরাণান্তর্গত বচন রচনামৃত বিস্তৃত হইতেছে সুতরাং ইহা পাঠ করণ প্রার্থনীয় বটে যাহা হউক উক্ত সম্পাদক যে এতাদৃশ পরোপকারে উৎসাহান্বিত হইয়া প্ৰবৰ্ত্ত হইয়াছেন ইহাতে আমরা তাহাকে অস্মদেশের একজন শুভাকাঙ্ক্ষী জ্ঞান করিলাম । ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) ইংরাজী নুতন সংবাদ পত্র –কিয়দিবস হইল “পোর্ট ফোলিও” নামক ইংলণ্ডীয় ভাষায় এক নূতন পুস্তকাকৃতি সাপ্তাহিক পত্র প্রতি শুক্রবাসরে প্রকাশরন্ধি হইয়াছে, এই পত্রের মৰ্ম্ম যে ইংলণ্ড দেশে অনেকানেক প্রকার মাসিক পুস্তক হইয় থাকে সেই সকল পত্রের সার সংকলন এতদ্দেশে প্রচার হয়, যাহা হউক ঐ পত্র যদ্যপিও আমারদিগের ধৰ্ম্মের বিপক্ষ বটে তথাচ উপকারক বোধ করিতে হইবেক কেননা ইংলণ্ডে প্রচারিত নানাবিধ মেগেজিন এতন্নগরে দুপ্রাপ্য যদ্যপিও প্রাপ্ত হওয়া যায় তাহাতে ব্যয় অনেক হয় অতএব ইহা গ্রহণ প্রয়োজনীয় বোধে উক্ত সম্পাদক ষে একমুদ্র মূল্যে প্রকাশ করিতেছেন ইহা এতদ্দেশীয় মচুন্য लेि८*ांद्र उधांश्नांनखानक चळै ( ৫ নবেম্বর ১৮৩৫ । ২০ কাৰ্ত্তিক ১২৪২, বৃহস্পতিবার, পূর্ণিমা ) ইংরাজী নূতন সংবাদ পত্র উদিত।-হিন্দুকলেজের কতিপয় প্রধান ছাত্রেরা হিন্দু Wr a