পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ఫిe S SzBBDz KBB BBBDD DB LLL পাইনিয়র নামক এক মাসীক পত্র প্রকাশারম্ভ করিয়াছেন, দৃষ্ট হইল যে এই পত্রের রচনা অতিপ্রশংসনীয় হইয়াছে । ( ১০ জুলাই ১৮৩৫ । ২৭ আষাঢ় ১২৪২ ) বঙ্গ ভাষা আলোচনা —..হিন্দুবালকেরা যদ্যপি অগ্রে বঙ্গভাষা শিক্ষা করিয়া পরে অর্থকরী অন্যান্য বিদ্যা সাধন করেন, তবে পরমোপায় এই, যে তাহারা কখন স্বধৰ্ম্ম প্রতি দ্বেষী হইতে পারিবেন না । কিন্তু ইংরাজ লোক এতদেশের রাজা হইয় অবধি র্তাহারদিগের কৰ্ম্ম নিৰ্ব্বাহ নিমিত্ত যে সকল লোক নিযুক্ত হইয়াছেন, তাহারা আপন২ সস্তান দিগের ঐ রাজভাষা শিক্ষণ হেতু বহুমতে যত্নবান হয়েন, ঐ বালক সকল স্বদেশীয় ভাষা ভালরূপে জ্ঞাত হউক বা না হউক সৰ্ব্বদা তাহার ইংরাজি লেখা ও পড়ার প্রতি সাবধান করেন, তদুষ্টে যদ্যপি কোন ব্যক্তি সঙ্কেতে কিছু হিতোপদেশ দেন, তাহাতে কহেন যে রূপে অর্থ উপার্জিত হয় তাহাই করা কৰ্ত্তব্য, অতএব ইহাতে এই বক্তব্য যে ধনলোভে ধৰ্ম্মহানি, এবং এবিষয়ে এক্ষণে অনেক খেদ করিয়া থাকেন, যে র্তাহার দিগের পুত্রকে যদ্যপি প্রথমে উত্তমরূপে স্বীয় ভাষা শিক্ষা দিতেন, তবে তাহারা স্বধৰ্ম্মের মৰ্ম্ম জানিয়া কখন কুপথগামী হইত না, এবং প্রবীণ লোকের সদুপদেশ উপহাস করিয়া তাদৃশ ঔদাস্ত করিত না । অতএব এতদ্দেশস্থ সমস্ত ভদ্র হিন্দুবর্গ মহাশয়েরা র্তাহার দিগের আপন২ সস্তান দিগকে অগ্রে বঙ্গ ভাষা শিক্ষা করিতে নিযুক্ত করুন, নতুবা সাধারণ অমঙ্গল যেহেতু বৰ্ত্তমান সময়ে এই মহানগরে অনেক স্থানে ইংরাজি বিদ্যালয় স্থাপিত হইয়াছে, তাহাতে নগরস্থ প্রায় সকল বালক তম্ভাষা শিক্ষা করিতেছে। কিন্তু তাহার মধ্যে যাহারদিগের পিতামাত নিজ পুত্রের স্বদেশীয় ভাষা শিক্ষা বিষয়ে উপদেশ দেন, সেই সকল বালক আপন২ বর্গ মধ্যে শ্রেষ্ঠ রূপে গণ্য থাকেন, কেননা মনঃ সংযোগ বিনা কোন ইন্দ্রিয়ের কৰ্ম্ম প্রকাশ হয় না, তদ্রুপ যে যন্দেশস্থ হউক তাহারদিগের স্বীয় ভাষা না জানিলে কখন অন্য ভাষা শিক্ষা করিয়া বিচক্ষণ হইতে পারেন না। কিন্তু বালকের বাল্যাবস্থায় আপন স্বেচ্ছাদ্বারা কিছু করিতে স্বাধীন নহেন, তৎকালে তাহারদিগের পিতামাতার যেরূপ আজ্ঞা তদনুসারে চলিলে চিরকাল সমভাবে থাকিতে পারেন, তথা “সংসৰ্গজ দোষগুণা ভবস্তি ॥ কস্যচিৎ হিন্দু বালকানাং হিতৈষিণঃ । । ( ৭ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৩ ভাত্র ১২৪২ ) পুস্তকালয় ॥—শ্ৰীলশ্ৰীযুত স্তার চার্লস মেটকাফ সাহেবের কর্তৃত্বাধীন ছাপা যন্ত্রের স্বাধীনতা চিরস্মরণার্থ এক পুস্তকালয় স্থাপিত হইবার কল্পনা হইয়াছে, তাহাতে ইউরোপীয় ও এতদেশীয় মহাশয় দিগের সাহায্য দ্বারা অনেকানেক পুস্তক প্রদত্ত হইবে । এবং যাহারা এবিষয়ে দানাঙ্গীকৃত প্রকাশ করিয়াছেন তাহাদিগের নাম নিম্নে লিখিত হইল । - শ্ৰীযুত উইলেম থেকর সাহেব কাবেট সাহেবের কৃত হিষ্টরি অফ ইংলেণ্ড ও ইষ্টেট ট্রায়েল