পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—“সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ হইতে সঙ্কলিত ప్రిఫిdt সদ্বিদ্বান ও সদ্বোদ্ধা এবং তাহারদিগের পিত্রাদি সকলেই মূৰ্খ ও নিবোধ ছিলেন হায় একি সামান্ত - দুঃখের বিযয় যে স্বধৰ্ম্ম কৰ্ম্মের মৰ্ম্ম কিছু মাত্র জ্ঞাত না হইয়া অন্য ধৰ্ম্মানুরক্ত হওতঃ ও অখাদ্য দ্রব্যাদি ভক্ষণ করিলেই কি চতুভূজ হয়েন, তাহারা এমত মানস করিবেন না যে ইংরাজদিগের সহিত একত্র আহারাদি করিলে তাহারদিগের বিশ্বাসের পাত্র হইতে পারিবেন, বরঞ্চ তাহাতে অবিশ্বাসের সম্ভাবনা বটে ইহাতে আমারদিগের এই বক্তব্য যে নাস্তিক বা খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মাশ্রিত হইয়া এপর্য্যস্ত কোন ব্যক্তি ধনী মানী ও সুখ্যাত্যাপন্ন হইয়াছেন । যদ্যপি দুই একজনকে দেখাইতে পারেন বটে, সে কেবল তত্তদ্ব্যক্তিদিগের পূর্ব সঞ্চিত ধনের গৌরব অতএব হে স্বদেশস্থ সদ্বংশজাত নাস্তিক অধাৰ্ম্মিক ব্যলীক বন্ধুরা আপন২ হিতাহিত বিহিতরূপে চিন্তনে চেষ্টিত হও, যদ্যপি এমত নিৰ্দ্ধারিত করিয়া থাক যে সৎকৰ্ম্মে বা কুক্রিয়াতেই হউক নাম রাষ্ট্র করাই আবশ্বক তাহাতে আমারদিগের নিষেধ ও বিধি নাই । ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) শাখা ধৰ্ম্মসভা –কিয়ন্মাসাবধি এতন্মহানগর মধ্যে শাখা ধৰ্ম্ম সভা স্থাপিত হইয়া উত্তমোত্তম গান সকল বিস্তৃত হইতেছে, আমরা বিবেচনা করিলাম যে ইহা হিন্দুদিগের পক্ষে ফলদায়ক বটে অতএব ইহাতে বিশিষ্ট শিষ্ট ধৰ্ম্মিষ্ট হিন্দুদিগের সাহায্য স্বরূপ বারি প্রদান করা আবখ্যক যাহাতে ক্রমে শাখার পল্লব হওতঃ সতেজোম্বিত হইয়া হিন্দুদিগকে ছায়াপ্রদান করিতে পারিবেক এমৎ সম্ভাবনা বটে— ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) নবদ্বীপে ধৰ্ম্মসভা —আমরা শ্রুত হইয়া পরমসন্তোষযুক্ত হইলাম, যে কিয়দিবস হইল নবদ্বীপে এক নূতন ধৰ্ম্মসভা সংস্থাপিত হইয়াছে। অতএব অনুমান করি বুঝি হিন্দুধর্শ্বের প্রাথৰ্য্যত ক্রমেই বৃদ্ধির সম্ভাবনা, এবং বিপক্ষ দিগের প্রতারণাজাল অচিরকাল মধ্যেই ছিন্ন ভিন্ন হইয়া যাবে যাহা হউক এক্ষণে শ্ৰীশ্ৰী স্থানে অন্মদাদির এই প্রার্থনা যে উক্ত সভার চিরস্থায়িত্বের সম্ভাবনা হউক । ,