পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*38 মংৱাদপত্রে সেকালের কথt বিষ্ঠাবাগীশ. প্রকাশিত হইয়াছে ; ইহাতে বিদ্যাবাগীশ সম্বন্ধে কিছু কিছু নুতন তথ্য সন্নিবিষ্ট হইয়াছে | পৃ. ৩১–রামচন্দ্র মিত্র রামচন্দ্র মিত্র প্রথমে হিন্দুকলেজে এবং পরে প্রেসিডেন্সী কলেজে বাংলা-সাহিত্যের অধ্যাপক ছিলেন । ১৮৬২ সনে তিনি এই কৰ্ম্ম হইতে অবসরগ্রহণ করেন। ১৮ নবেম্বর ১৮৬২ ( ২৫ কাৰ্ত্তিক ১২৬৯ ) তারিথের ‘সোমপ্রকাশ’ পত্রে প্রকাশ — * “বিবিধ সংবাদ —২ •এ কাৰ্ত্তিক বুধবার। প্রেসিডেন্সি কলেজের বাঙ্গালা সাহিত্যের অধ্যাপক বাবু রামচন্দ্র মিত্র পেন্সন লইয়া কৰ্ম্ম ত্যাগ করিয়াছেন। ৩৩ বৎসর তাহার কৰ্ম্ম করা হইয়াছে।...” ১৮৭৪ সনে রামচন্দ্রের মৃত্যু হয় ; তাঙ্গার মৃত্যুতে ৮ ফেব্রুয়ারি ১৮৭৪ তারিখে ‘সাধারণী যাঙ্গ লেখেন, নিয়ে উদ্ধত করিতেছি –

  • “সংবাদ —.প্রেসিডেন্সি কলেজের ভূতপূৰ্ব্ব বঙ্গসাহিত্যের অধ্যাপক রামচন্দ্র মিত্রের পরলোক প্রাপ্তি হইয়াছে । ইনি ১৮১৪ সালে জন্মপরিগ্রহ করেন এবং অদ্য অষ্টাহ হইল তাহার মৃত্যু হইয়াছে। অনেক সাহেব শুভ ইহাকে ভাল বাসিত। ইনি পশ্বাবলী গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন । প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা কার্য্যে অনেক দিন নিযুক্ত থাকিয়া, এক্ষণে পেন্সন ভোগ করিতেছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো ছিলেন, এবং রাজধানীর একজন জষ্টিস অব দি পীস ছিলেন ।” রামচন্দ্র কয়েকখানি সাময়িক পত্রিক পরিচালনা করিয়াছিলেন ; সেগুলিব সম্বন্ধে বিস্তৃত বিবরণ আমার ‘বাংলা সাময়িক-পত্র’ ( ১৩৪৬ ) গ্রন্থে পাওয়া যাইবে ।

পৃ. ৩২–ডিরোজিও ১৮৪২, ১লা সেপ্টেম্বর তারিখের ‘বেঙ্গাল স্পেকুটেটর’ নামক দ্বিভাষিক পত্রে ডিরোজিও ও র্তাহার শিষ্যবৰ্গ সম্বন্ধে নিম্নাংশ প্রকাশিত হয় – "ধৰ্ম্ম সভার গত বৈঠক .পাঠকবর্গের মধ্যে কতিপয় ব্যক্তির স্মরণ থাকিতে পারে ষে ইংরাজী ১৮৩০ শালাবধি ১৮৩৩ শাল পর্য্যস্ত হিন্দু মণ্ডলী মধ্যে একটা মহাগোলযোগ উপস্থিত হইয়াছিল ; সতীধৰ্ম্ম নিবারণার্থ রাজা রামমোহন রায় গবর্ণমেণ্টে যে আবেদন করিয়াছিলেন তাহাতে স্বাক্ষরকারি কতিপয় ব্যক্তিকে উক্ত সভা অব্যবহার্য্য করেন। ঐ সময়ে মৃত হেনরি ডিরোজিউ সাহেব স্বীয় বিদ্যা বুদ্ধি ও উৎসাহ প্রকাশ করত হিন্দু কলেজের ছাত্রদিগকে সদা সৰ্ব্বত্র সুশিক্ষা দান ও মেং হিয়ার সাহেবের স্কুলে লেক্চর অর্থাৎ উপদেশ প্রদান, এবং একাডিমিক ইনষ্টিটিউসন নামক সভায় নিয়মিতাধিষ্ঠান ও সদ্বস্তৃতা, বিশেষত S DDDD BtBB DDDDDDD DD DD DDDDB BB BD D DDDDB BBDD DD DDDDDD DDDBB ছিলেন ।